![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
'একাত্তরের চিঠি' বইটা বারবার পড়ি। প্রতিবার পড়ার পর চোখ ভিজে উঠে। প্রতিটা চিঠি যেনো দেশপ্রেমের অনন্য এক দলিল। আজ বইটি পড়ার পর ভাবলাম চিঠিগুলো ব্লগে দেই। তাই এই পোস্ট, আশা করি সবাই পড়বেন।
আমার মা,
আশা করি ভালোই আছ। কিন্তু আমি ভালো নাই। তোমায় ছাড়া কেমনে ভালো থাকি। তোমার কথা শুধু মনে হয়। আমরা ১৭ জন। তার মধ্যে ৬ জন মারা গেছে, তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়, তুমি বলেছিলে 'খোকা মোরে দেশটা স্বাধীন আইনা দে', তাই আমি পিছু পা হই নাই, হবো না, দেশটাকে স্বাধীন করবই। রাত শেষে সকাল হইবো,নতুন একটা বাংলাদেশ হইবো, যে দেশে সোনা ফলায়, রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাবো। আর যদি তার আগে মরে যাই তবে তুমি দেখবে, গোটা দেশ দেখবে। একটু আগে একটা যুদ্ধ শেষ করে এলাম। এখন আবার যাবো, বাবা ভালো থেকো। নয়ন ভাই আমার বাংলার পতাকা হাতে নিয়ে উড়াবে। বোন ময়না, মা বাবারে ভাল করে দেখো। আর বেশী দেরি নাই আমাদের দেশ আবার স্বাধীন হবে। আমি বাড়ি ফিরে যাব। যাওয়ার দিন বাবার পাঞ্জাবি, মার শাড়ি, ময়নার চুড়ি, নয়নের পতাকা আনবো। শুধু আমার জন্য দোয়া করো না, সবার জন্য দোয়া করো, যাতে দেশটা স্বাধীন হয়। আর বেশী কিছু নয়। এখনি একটা যুদ্ধে যাবো। আমার লেখা ভালো নয়, তবু ময়নার দ্বারা শুনো। আল্লাহ হাফেজ।
ইতি
যুদ্ধখানা হইতে তোমার পোলা
নূরুল হক
জয় বাংলা
হাতিবান্দা ত্রিপুরা
চিঠি পাঠানোর তারিখঃ ১৯ই নভেম্বর ১৯৭১ সন।
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২
ইমতিয়াজ ইমন বলেছেন: তাঁদের ঋণ কোনদিন শোধ হওয়ার নয়।
২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:১০
বিদ্রোহী বাঙালি বলেছেন: চিঠিটা শেয়ার করার জন্য ধন্যবাদ ইমতিয়াজ ইমন। এভাবে নিয়মিত একটা একটা করে যদি চিঠি শেয়ার করেন, তবে হয়তো আমাদেরও পড়া হয়ে যাবে। আর আমরা জেনে নিতে । পারবো আমাদের সূর্য সন্তানদের বীরত্ব গাঁথা কাহিনী, তাদের মনের অজানা বক্তব্য।
লেখাটার শেষে বইটা সম্বন্ধে কিছুটা ধারণা দিলে পোষ্টটা পূর্ণতা পেতো। এডিট করে দিতে পারেন। আবারও ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৫
ইমতিয়াজ ইমন বলেছেন: ইচ্ছে আছে প্রতিদিন একটি করে চিঠি পোস্ট করার। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
মামুন রশিদ বলেছেন: এদের আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলাদেশ ।
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬
ইমতিয়াজ ইমন বলেছেন: কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ দেশ আজ তাঁদের ভুলতে বসেছে।
৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩
নিরন্তের নিভৃতি বলেছেন: ভাই এখন আর এইগুলা পড়ি না, পড়লেই যে মন খারাপ হয়ে যায়।
১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২
ইমতিয়াজ ইমন বলেছেন: প্রতিটা চিঠিই মন খারাপ করে দেয়ার মত।
৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা সিরিজ হলে চমৎকার হয়। তবে চিঠি সম্পর্কে কিছু তথ্য দিলে আরও ভাল হয়।
১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
ইমতিয়াজ ইমন বলেছেন: সিরিজ লেখার ইচ্ছে আছে। চেষ্টা করবো যাতে আরো কিছু তথ্য দিতে পারি। ধন্যবাদ দাদা।
৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬
তাসজিদ বলেছেন: অদ্ভুত এক বই।যতবার পড়ি, মন চলে যায় ৭১ এ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের কারনে দেশ পেলাম। ওদের আন্তা শান্তিতে থাকুক যেখানেই আছে সেখানে।