নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

অনলাইনের নিধিরাম সর্দারেরা

২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

গত কয়েকদিনের কয়েকটি ঘটনা,

১. প্রকাশ্যে ধূমপান করার পর মন্ত্রীর ক্ষমা প্রার্থণা।

২. 'গুন্ডে' ছবির প্রদর্শণ বন্ধের জন্য আন্দোলন।

৩. ক্রিকেটে দ্বিস্তর বিশিষ্ট পদ্ধতিতে বাংলাদেশের কর্মকর্তাদের সমর্থণের পর এর বিরুদ্ধে আন্দোলন।

৪. ইসলামী ব্যাংকের কাছ থেকে লাখো কন্ঠে জাতীয় সংগীতের জন্য টাকা নেওয়ার বিরুদ্ধে আন্দোলন।

৫. ক্রিকেট মাঠে বাংলাদেশী দ্বারা অন্য দেশের পতাকা উড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্দোলন।



উপরে যেগুলো বললাম, এছাড়াও আরো অনেক কিছু হয়েছে, শুধুমাত্র অনলাইনে তীব্র প্রতিবাদের কারণে। প্রতিটা ক্ষেত্রেই অন্যায়কারীরা হার মেনেছে অনলাইনের প্রতিবাদকারীরদের কাছে। এখন আর রাস্তায় দাড়িয়ে মানববন্ধন, অনশন ধর্মঘট আর ভাংচুরের দিন নেই। প্রতিবাদের ভাষা এখন পাল্টে গেছে। এখন রাজপথের পরিবর্তে প্রতিবাদের ঝড় উঠে ফেইসবুক আর ব্লগে। আর সে ঝড়ে বড় বড় রথী মহারথীদেরও মাথা নত করতে হয়।



প্রচলিত ধারায় মানে রাজপথে গলা কাঁপানো প্রতিবাদকারীরা অবশ্য অনলাইনের এই প্রতিবাদকে বাকা চোখেই দেখেন। অনেকে বলেই ফেলেন, 'অনলাইনে চীৎকার করেই শেষ, রাজপথে নামুন, দেখুন আন্দোলন কি জিনিস।' তাদের চোখে অনলাইনে প্রতিবাদকারীরা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। কিন্তু এই নিধিরাম সর্দারেরাই কিন্তু নিয়ন্ত্রণ করছে অনেক আন্দোলনকে।



অনলাইন আন্দোলনের একটি সুবিধা হল, এখান কোন নেতার প্রয়োজণ নেই। ফলে নেতৃত্ব নিয়ে টানাহেচড়াও নেই। আমরা সবাই রাজা পদ্ধতিতে এখানে সবাই তাঁর প্রতিবাদের ভাষাটাকে খুঁজে নিতে পারছে। তারপরও কিছু ত্রুটি থেকে যায়। ফেইসবুক, ব্লগেও কিছু লোক নেতা হওয়ার হাস্যকর চেষ্টা করছে। এরা এটা করতে গিয়ে নিজেকেই হাস্যকর বানাচ্ছে।



ফেইসবুকে প্রতিবাদ স্বাধীনভাবে করা গেলেও, ব্লগে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। কোন এক বিচিত্র কারণে ব্লগগুলো ঝামেলাপূর্ণ পোস্টের চেয়ে ভ্রমণ আর রান্নাবান্না বিষয়ক পোস্টগুলোকে এখন গুরুত্ব দিচ্ছে। স্টিকি পোস্ট কিংবা নির্বাচিত ব্লগের ক্ষেত্রে তাঁরা ঝামেলাহীন পোস্টকেই প্রাধাণ্য দিচ্ছে। এতবড় শাহবাগ আন্দোলনে যে ব্লগগুলো গড়ে তুলছিল, এখন তাঁদের নিরাপদ রাস্তায় হাটার নীতি সত্যি দুঃখজনক।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

উদাস কিশোর বলেছেন: ভাল বলেছেন

২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫

রায়ান ঋদ্ধ বলেছেন: অনলাইন অবশ্যই এখন প্রতিবাদ, প্রতিকার আর ঐক্যের একটি শক্তিশালী মাধ্যম। পরিবর্তন আনতে হলে অনলাইন-অফলাইন সবখানেই স্বেচ্চার হতে হবে।

২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৯

ইমতিয়াজ ইমন বলেছেন: অফলাইনের অনেকেই অনলাইন আন্দোলনকে গুরুত্ব দিতে চান না। তাদের উচিত দুইটি অনলাইন এবং অফলাইনের আন্দোলনকে যুগপৎ চালানোর জন্য সহায়তা করা। ধন্যবাদ।

৩| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//অনলাইন আন্দোলনের একটি সুবিধা হল, এখান কোন নেতার প্রয়োজণ নেই। ফলে নেতৃত্ব নিয়ে টানাহেচড়াও নেই। আমরা সবাই রাজা পদ্ধতিতে এখানে সবাই তাঁর প্রতিবাদের ভাষাটাকে খুঁজে নিতে পারছে।//

-স্বঘোষিত নেতারা সুযোগ পাচ্ছেন না বলেই অনলাইনের আন্দোলন অফলাইনে এত প্রভাব ফেলে।


-ব্লগগুলো শান্তির পথ ধরেছে। যেন সমাজে শুধুই শান্তি আর শান্তি।

-আপনার উপলব্ধি সকলের উপলব্ধি হোক।

২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:০১

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ। সবার সচেতনতা অনলাইন আন্দোলনকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে।

৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:




দারুন বলেছেন।


স্টিকি পোস্ট কিংবা নির্বাচিত ব্লগের ক্ষেত্রে তাঁরা ঝামেলাহীন পোস্টকেই প্রাধাণ্য দিচ্ছে। এতবড় শাহবাগ আন্দোলনে যে ব্লগগুলো গড়ে তুলছিল, এখন তাঁদের নিরাপদ রাস্তায় হাটার নীতি সত্যি দুঃখজনক

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৫

ভালোবাসার কাঙাল বলেছেন: সহমত :)

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪২

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন: ভাবতেই গর্ববোধ হয়।

তবে ব্লগে ইদানিং "ঝামেলাপূর্ণ" পোস্টকে সত্যি কম গুরুত্ব দেয়া হচ্ছে। আবার বেশিরভাগ লোকই এ ধরণের পোস্ট এড়িয়ে চলতে পছন্দ করে। মাঝে মাঝে মনে হয় ব্লগারদের সাহস খুব কমে গেছে আগের তুলনায়।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩

ইমতিয়াজ ইমন বলেছেন: বোধহয় সাহসটা কমেনি, সুপ্ত অবস্থায় আছে। আবার আগের মত হবে, এটাই আশা করি।

৭| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল একটা বিষয় তুলে ধরেছেন।

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ সহমত পোষণের জন্য

৮| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

ইমতিয়াজ ইমন বলেছেন: অতীব ভালো

৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩

জেরিফ বলেছেন: ডিজিটাল বাংলাদেশ বলে কথা :| :|

সব কিছুই এখন অনলাইন ভিত্তিক । তবে সেইরাম কিছু রাজনীতিবিদ যদি ঢুকে পড়ে আমাদের আর রক্ষা নেই :P :P :P :P

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪০

ইমতিয়াজ ইমন বলেছেন: উনারা তখন ব্লগ দিয়ে ইন্টানরনেট চালাবেন। আর ব্লগার দল কিংবা ব্লগার লীগ পার্টি খুলে বসতে পারেন। :-D :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.