নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ইমরান এইচ সরকারের প্রতি

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

দিল্লীতে যখন আম আদমি পার্টি ক্ষমতায় আসলো, তখন ভেবেছিলাম, আহ! বাংলাদেশে যদি এমন একটা দলের উত্থাণ হতো। আশা করেছিলাম গণ জাগরণ মঞ্চ এই দায়িত্বটা নেবে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে গণজাগরণ মঞ্চের। কিন্তু গণজাগরণ মঞ্চ অরাজনৈতিক খোলসটাকেই বেশী পছন্দ করে ফেললো। যে দেশে সবকিছুই রাজনীতিকরণের আওতায়, সেখানে গণজাগরণ মঞ্চের অরাজনৈতিক থাকাটা কতটুকু গুরুত্ব বহন করছে সেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারিনি।



ইমরান এইচ সরকার কি কেজরিওয়ালের মত হতে পারেন না। একসময় মনে হয়, ইমরান এইচ সরকার কেজরিওয়াল হলেও , এ দেশের জনগণ কি দিল্লীর জনগণের মত হতে পারবে? হয়তো পারবে না। আমরা এখন নষ্ট নেতা পছন্দ করি। যে যত বেশী নষ্ট হতে পারে, তাকেই আমরা ভোট দিতে সাচ্ছন্দ্য বোধ করি।



বর্তমাণে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি চলছে, তার পরিবর্তন প্রয়োজণ। এই পরিবর্তণের জন্য প্রয়োজণ একটি আদর্শবাদী রাজনৈতিক দল। গণজাগরণ মঞ্চই পারবে এই রাজনৈতিক দলটি হতে। তাই ইমরান এইচ সরকার সহ গণজাগরণের অন্যান্য নেতাদের প্রতি অনুরোধ, আপনারা গণজাগরণ মঞ্চকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলুন। অন্যান্য রাজনৈতিক শ্বাপদদের কাছ থেকে গণজাগরণকে বাঁচাতেই এই কাজটা করতে হবে। গণজাগরণ মঞ্চ একটি শুদ্ধ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে সেই অপেক্ষায় থাকলাম।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

জাগ্রত ফ্র্যাঙ্কেস্টাইন বলেছেন: ঠিক বলেছেন জনাব। আসলে গনজাগরণ কে বাচাতে হলে নিজেরাই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা ছাড়া কোন উপায় নেই

২| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২

আনোয়ার কামাল বলেছেন: ঠিক হবে না। গণজাগরণ মঞ্চের অরাজনৈতিক চরিত্র তার বৈশিষ্টেরই অংশ। এটা ভুলে গেলে চলবে না।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ইমতিয়াজ ইমন বলেছেন: যেখানে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবণা দেখা যাচ্ছে, সেখানে অরাজনৈতিক থাকাটা কি জরুরী।

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫

আনোয়ার কামাল বলেছেন: জাগ্রত ফ্র্যাঙ্কেস্টাইন আপনাকে এর গভীরে যেতে হবে। দেখতে হবে বাস্তবতার নিরিখে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার এরকম দৃষ্টিভঙ্গির যুক্তি আছে।

আমাদের দেশে রাজনীতি ঘাড়ের ওপর না চাপা পর্যন্ত ওটাকে পছন্দ করে না। অর্থাৎ, এখনই গণজাগরণ মঞ্চ রাজনৈতিক হবার মতো সময় বা পরিস্থিতি সৃষ্ট হয় নি।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

আনোয়ার কামাল বলেছেন: মঈনুল ভাই ধরতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.