![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
নীলুর বুক কাঁপছে। তার অস্থিরতটা সময়ের সাথে বাড়ছে। আগামীকাল তার এইচএসসি পরীক্ষা। কিন্তু সে এখন পড়তে পারছে না। কিছুক্ষণ আগে তার বান্ধবী রূপার ফোন এসেছিল। রূপা জানালো যে প্রশ্ন পাওয়ার একটা সম্ভাবণা আছে।
নীলুর বাবা এটা শোনার পরই ছুটে গিয়েছেন। এখন সে তার বাবার অপেক্ষায় বসে আছে। প্রায় ঘন্টাখানেক পর তার বাবা প্রশ্নপত্র নিয়ে বাসায় ফিরলেন। নীলু প্রশ্ন পেয়েই পড়া শুরু করলো। তাকে এ প্লাস পেতেই হবে। তাকে মেধাবী হতেই হবে, যে ভাবেই হোক। এটাই বর্তমানে শতকরা আশি ভাগ পরীক্ষার্থীর পরীক্ষার পূর্বরাত্রির চিত্র।
আচ্ছা আপনি কি আপনার সন্তানের হাতে ইয়াবা তুলে দিতে পারবেন? উত্তরে বলবেন 'না'। আপনি কি আপনার সন্তানকে অন্যায় কাজ করতে দিবেন? উত্তরে বলবেন 'না'। তাহলে আপনি আপনার সন্তানের হতে ফাঁস হওয়া প্রশ্নপত্র কিভাবে তুলে দেন? নাকি ন্যায়, নীতিকে বস্তাবন্দী করে রেখে দিয়েছেন? আপনারা যা পারেন না। আপনাদের চেয়ে রাস্তার ঐ চোর কিংবা বেশ্যার দালালটাও ভালো। ওদের মিনিমাম একটা নীতিবোধ আছে। আপনাদের মত ভদ্রতার মুখোশ পড়ে থাকে না।
নচিকেতা বলে গিয়েছেন,
"কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা। আসলে সবাই চায় জিততে"। জিতুন , আপনার সন্তান ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে এ প্লাস পাক। কিন্তু এই দৌড়ের শেষ সীমা কোথায় জানেন তো? জীবনের সব জায়গায় তো আর প্রশ্নপত্র ফাঁস হবে না। তখন কি করবেন?
আমাদের শিক্ষা মন্ত্রী শিক্ষার মাণ নিয়ে গর্ব করেন। এ প্লাসের সংখ্যা বৃদ্ধি দিয়ে দেখান শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু যে বিষয়টা বলেন না সেটা হলো যে, এদেশে প্রতিটি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। কারা প্রশ্ন ফাঁস করছে সেটাও নিশ্চয়ই তাঁর জানার কথা। তারপরও কেন এই ব্যাপারে উদ্যোগ নেয়া হয়না সেটাই এক রহস্য। সরকারের উচিত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সবাইকে মৃত্যুদণ্ড দেয়া। এই জঘণ্য কাজের জন্য এর চেয়ে ছোট কোন শাস্তি আর নেই।
এই ঘৃণ্য কাজকে রোধ করার জন্য সবার আগে প্রয়োজণ সবার সচেতনতা। এই প্রশ্ন ফাঁস প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
sania বলেছেন: যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হোক।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
ইমতিয়াজ ইমন বলেছেন: যাই হোক না কেন , অন্তত এদের শাস্তি হোক।
৩| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
বন্ধুহারা০০ বলেছেন: সরকার জানে কিন্তু কেনো যে ব্যবস্থা নেয়না সেটাই ভাব্বার বিষয়।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
ইমতিয়াজ ইমন বলেছেন: সরকারের উচিত দ্রুত এই ব্যপারে উদ্যোগ নেয়া।
৪| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯
নিসাব বলেছেন: শাস্তি কিভাবে হবে....... যারা শাস্তি দিবে তারাই তো এইসব কাজের সাথে যুক্ত। আর আমরাও তো ......সব রেখে প্রশ্নের পিছনে দৌড়াই......এর ফল ভোগ করতে হয় ভতির্ পরীক্ষায়।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
ইমতিয়াজ ইমন বলেছেন: অভিভাবকদেরও এই ব্যাপারে সচেতন হওয়া উচিত।
৫| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: // আমাদের শিক্ষা মন্ত্রী শিক্ষার মাণ নিয়ে গর্ব করেন। এ প্লাসের সংখ্যা বৃদ্ধি দিয়ে দেখান শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু যে বিষয়টা বলেন না সেটা হলো যে, এদেশে প্রতিটি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। কারা প্রশ্ন ফাঁস করছে সেটাও নিশ্চয়ই তাঁর জানার কথা। তারপরও কেন এই ব্যাপারে উদ্যোগ নেয়া হয়না সেটাই এক রহস্য। //
আরে ভাই বোঝেন না কেনো?? সব রহস্য যদি সরকার উন্মোচন পূর্বক সমাধানেই নামে তবে বড় বড় রেকর্ড সমূহ উদযাপন করবে কে!?
সরকারের কাজ হল দেশ প্রেমের রেকর্ড করা নানা ক্ষেত্রে আর সেগুলোর কোনটা নিয়ে বিরোধীদল খুঁত ধরলো কিংবা কোন সূক্ষ্ম পয়েন্ট তুলে ধরে কোন ব্লগার কি ফাঁস করে দিলো , জনমত তৈরি করলো সেগুলো তদারকি এবং একে-৫৭ দিয়া তাদের কপালে বুলেট ঠুকে সমালোচনার পথ বন্ধ করা!!
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২
ইমতিয়াজ ইমন বলেছেন: দেশপ্রেমের রেকর্ড নিয়ে আপত্তি নেই। কাজটা ভালোই মনে হয়েছে। কিন্তু প্রশ্ন ফাঁস যেখানে প্রথা হয়ে দাড়িয়েছে, সেখানে সরকারের নিশ্চুপ থাকা উচিত নয়।
৬| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
ঢংপাটি বলেছেন: পরীক্ষার
সকালে প্রশ্ন পাওয়া আর আগের দিন
প্রশ্ন পাওয়া একই বিষয়।
এতে বরং শিক্ষার্থীদের মানসিক
চাপ কম থাকে।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪
ইমতিয়াজ ইমন বলেছেন: বছরের শুরুতেই প্রশ্নপত্র দিয়ে দিলে আরো বেশী ভালো হত। এতে সারা বছরই তারা মানসিক চাপমুক্ত থাকতো।
৭| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২
আমিনুর রহমান বলেছেন:
প্রশ্নপত্র ফাঁস এখন ভাইরাসের মতো ছড়াচ্ছে ! এমন কোন পরীক্ষা দেখি গত ২/৩ বছরে সেটা একাডেমিক বা চাকুরীরই জন্যই হোক ফাঁস হয়েছেই! আজিব দেশে বাস করছি !
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫
ইমতিয়াজ ইমন বলেছেন: প্রশ্ন ফাঁস হওয়াটাই যেন এখানে স্বাভাবিক। ফাঁস না হলে মনে হয়, কোন সমস্যা আছে।
৮| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭
আনোয়ার কামাল বলেছেন: প্রশ্ন ফাঁস করার সাথে যারা জড়িত তাদের কোন বিচার হয় না। যার ফলে যা হবার তাই হয়। পরীক্ষা হলেই প্রশ্ন ফাঁস !! আশ্চয!!
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫
ইমতিয়াজ ইমন বলেছেন: মনে হয়, শর্ষেতেই ভূত লুকিয়ে রয়েছে।
৯| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন:
কি যে হবে
১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
ইমতিয়াজ ইমন বলেছেন: :-(:-(
১০| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মামুন রশিদ বলেছেন: শিক্ষার মেরুদন্ড অনেক আগেই ভেঙ্গে গেছে । ছিটেফোটা কাঠামো যা ছিল তাও বুঝি ভেঙ্গে যাবে !!
১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ইমতিয়াজ ইমন বলেছেন: হুমায়ূন আজাদ এজন্যই বলে গিয়েছেন, সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
১১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
ইঞ্জিনিয়ার বেলাল বলেছেন: সরকারের উচিত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সবাইকে মৃত্যুদণ্ড দেয়া। এই জঘণ্য কাজের জন্য এর চেয়ে ছোট কোন শাস্তি আর নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
মদন বলেছেন: +++++