![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
'সরকারী হাসপাতালে চাকুরী করে আমি সরকারের প্রতি দয়া দেখাচ্ছি। আমি চাইলেই এর চেয়ে তিনগুণ বেতনে বেসরকারী হাসপাতালে চাকুরী নিতে পারি।' এই কথাটি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষকের। প্রথমে কথাটি একটু অহংকারপূর্ণ মনে হলেও, চিন্তা করে দেখলাম স্যারের কথাটাই ঠিক। বেশী বেতনের লোভ ত্যাগ করে সরকারী হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন অসংখ্য ডাক্তার। শহুরে সুবিধা ত্যাগ করে তাঁরা অজ পাঁড়াগায়ে পড়ে থাকেন একটা কথাই চিন্তা করে 'মানব সেবা'। কিন্তু এই মানবেরা যখন দানব হয়ে ডাক্তারদের গায়ে হাত তুলে , তখন একজন ডাক্তারের কিছুই করার থাকে না।
বারডেমে যখন ডাক্তারদের গায়ে হাত তুললো , তখন ডাক্তারেরা প্রতিবাদ করে কর্মবিরতির ঘোষণা দেন। আর আমাদের সাংবাদিক ভাইয়েরা তখন মানবতা ফেরী করে বেড়াতে লাগলেন। কে কিভাবে চিকিৎসকের অভাবে কষ্ট পাচ্ছে তা ফুটিয়ে তুলতে লাগলেন। ডাক্তারকে মারধরের ব্যাপারটাকে তারা পর্দার পিছনে ঠেলে দিলেন।
বাংলাদেশের প্রতিটি জায়গায় এভাবে লাঞ্চিত হচ্ছেন চিকিৎসকেরা। গ্রাম থেকে শহরে যেখানেই যান না কেন, দেখবেন সবাই তার শক্তিমত্তার প্রয়োগ দেখাচ্ছে ডাক্তারদের উপরে।
তাই আজ নিরাপদ কর্মস্থলের দাবীতে রাজপথে নামতে হচ্ছে চিকিৎসকদের।
আচ্ছা সারাদেশের চিকিৎসকের যদি ঘোষণা দেন যে, তাঁরা আগামী একমাস কারো চিকিৎসা করবেন না। ভেবে দেখুন তো কি হবে? তাই যারা চিকিৎসকদের গায়ে হাত তুলেন , তারা একটু চিন্তা করে কাজ করবেন। ডাক্তার যেমন বাঁচাতে পারে, প্রয়োজণ হলে মারতেও পারবে।
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
ইমতিয়াজ ইমন বলেছেন: একজন ডাক্তারের অসৎ হওয়ার সুযোগ কতটুকু সেটা আগে বলুন। পাঁচশো টাকা ভিজিট নিলে অসৎ? প্রয়োজণে টেস্ট দিলে অসৎ? এমনকি প্রয়োজণীয় ঔষধ দিলেও আমাদের জনগণ মনে করে ডাক্তার ঔষধ কোম্পানীর কাছ থেকে টাকা খেয় ঔষধ দিয়েছে। বিচিত্র, সেলুকাস এ দেশের জনগণ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
মেমননীয় বলেছেন: ডাক্তার যেমন বাঁচাতে পারে, প্রয়োজন হলে মারতেও পারবে।
ডাক্তারের বাঁচানোর কোন ক্ষমতা নাই।
জীবন না দিতে পারলে, কেড়ে নিতেও সে পারেনা।
Hippocratic Oath কি বলে?
লেখার শেষ লাইনটি বুঝে লিখে থাকলে, আমাদের দেশের রোগীদের কপাল খারাপ।
না বুঝে লিখে থাকলে, আরেকবার পড়ার অনুরোধ করছি।
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
ইমতিয়াজ ইমন বলেছেন: শেষ লাইনটা আমাদের জাগ্রত জনতার উদ্দ্যেশ্যে। যারা সুযোগ পেলেই ডাক্তারদের উত্তম মধ্যম দিতে চান।
আর হিপোক্রেটিক ওথ সুসভ্য রোগীদের ক্ষেত্রে মানা হয়।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ৫০০ টাকা ভিজিট এ আমার আপত্তি নাই.টেস্ট এও আমার আপত্তি নাই। আপত্তি আছে অপ্রয়োজনীয় টেস্টে। আপত্তি আছে মাস শেষে যে খামটা আপনাদের হাতে পৌঁছে, তাতে। আপনি কি বলতে চান টাকা নিয়ে কোনো পার্টিকুলার ওষুধ কোনো ডাক্তার লিখেন না? তাহলে?
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ইমতিয়াজ ইমন বলেছেন: আপনি যেগুলো বললেন সেগুলো গৎবাধা কথা। আপনি একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
ডার্ক ম্যান বলেছেন: ডাক্তার ভিজিট নিলে অন্যায়।টেস্ট দিলে কমিশনখোর।
আর সবাই সাধু।
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ইমতিয়াজ ইমন বলেছেন: এ দেশে রিকশাওয়ালা থেকে রাষ্ট্রপতি , সবাই তো চোর।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০
স্পেলবাইন্ডার বলেছেন:
দেশের কোটি মানুষের রক্ত-ঘামে ভেজা টাকায় যারা সরকারী মেডিক্যাল কলেজে পড়ে ডাক্তার হয়, তারা কিভাবে সরকার তথা দেশকে 'দয়া' দেখায় একমাত্র খোদাই জানেন!
পরম করুণাময় তুমি এই অতীত-বিস্মৃত কসাই প্রজাতিকে নিজের সীমাবদ্ধতা বোঝার তৌফিক দাও!
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ইমতিয়াজ ইমন বলেছেন: বাকী সবাই কি নিজের টাকায় পড়ছে?
৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
নবীউল করিম বলেছেন: আপনি বোধ হয় একজন ডাক্তার।তাই বলছি,আপনার ঐ শিক্ষক মানব সেবার জন্য সরকারী চাকরি করে না।এটা একটা অজুহাত,নিজেকে মহান প্রমান কোরতে মিথ্যা অজুহা!
বস্তুত উনি ঋণ শোধ করে!যে ঋণ সারা জীবনেও শোধ হবার না।
আপনার শিক্ষক খুব ভালো করে যানে কতো টাকা উনার বাবার খরচ হয়েছে ছেলেকে ডাক্তার বানাতে, সেই সাথে উনার এবং আপনাদের এটা জানাও নৈতিক দায়িত্ব যে,এক জন ডাক্তার তইরী কোরতে সরকার কে ৬ বছরে কতো টাকা খরচ কোরতে হয়েছে? আর এই টাকা সরকারকে কে দেয়? কি ভাবে দেয়?বিনিময়ে তাঁরা কি আশা করে ও কি পায়?
সরকারী চাকরী করার আর একটা কারন তাঁর, সরকারের পয়সায় উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবে! কয়জন প্রফেসর নিজের টাকায় এফ আর সি এস করে?এই রকম ১০ জনের লিস্ট দিতে পারবেন?
আর একটা কারন,সরকারী চাকরীর লোভনীয় সুবিধা! কারন আরও আছে!
মনে রাখবেন, এই দেশে একজন ডাক্তার সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলা শ্রমের পয়সায় তইরী হয়। বিশ্বাস না হলে বাংলাদেশ মেডিক্যাল থেকে এক জন ছাত্র ডাক্তার হয়ে বেড় হয়ে আসতে কতো টাকা খরচ করে একটা পিতা-মাতা,খবর নেন।
সত্যি কে স্বীকার কোরতে অক্ষম একজন শিক্ষকের মিথ্যা উক্তিকে বানী হিসাবে নেবার মধ্যে কনও বাহাদুরি নেই।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪
ইমতিয়াজ ইমন বলেছেন: আমার শিক্ষক সত্যকে অস্বীকার করেননি, সত্যকে প্রকাশ করেছেন।
শিক্ষাটা আমার মৌলিক অধিকার, কারো দয়া নয়। একজন ডাক্তারের পিছনে যেমন টাকা খরছ করেছে, অগা মগাদের পিছনেও খরচ করেছে। দুটো টাকার উৎসই কিন্তু ট্যাক্স।
কয়েকদিন আগে বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে , দক্ষিণ এশিয়ার মধ্যে চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। সবচেয়ে কম বাজেট এবং অনুন্নত যন্ত্রপাতি নিয়ে এই এগিয়ে যাওয়াটা সম্ভব হয়েছে ডাক্তারদের কারণেই।
একজন কতর্ব্যরত ডাক্তারকে মারধর করাটাকে কতটুকু যৌক্তিক? পারলে ডাক্তারদের হয়ে একটু প্রতিবাদ করুন।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্যিকারের ডক্টর কখনও রোগীকে মরতে দেখে বসে থাকতে পারবে না।
আপনার পোষ্টটা ফালতু হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২
ইমতিয়াজ ইমন বলেছেন: সত্যিকারের আর মিথ্যেকারের ভাগ করে ফেললেন? দেয়ালে পিঠ ঠেকে না গেলে বারডেমের ডাক্তারেরা নিশ্চয়ই আন্দোলনে নামতেন না। সামনে থেকে জনগণ যদি ঠেলতে না থাকে, তাহলেই আশা করি সবাই সত্যিকারের ডাক্তার হয়ে যাবে।
ভালো পোষ্টের যেমন প্রয়োজণ আছে, তেমনি ফালতু পোষ্টেরও প্রয়োজণ আছে।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মুদ্দাকির বলেছেন: আপনার শিরোনামের তীব্র প্রতিবাদ করলাম ,
কম পক্ষে ১০ জন রোগী চোখের সামনে মরে গেছে যাদের জন্য কিছুই করতে পারি নাই!!! কয়েক জন এমন দেখেছি যে আশা হত ছিলাম পুরাপুরি, কিন্তু হেটে বাড়িতে গেছে !!
খুবই দাম্ভিক অহংকারি হয়েছে আপনার শিরোনাম !!! পরিবর্তন করেদিন বিনীত অনুরোধ থাকল !!!
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪
ইমতিয়াজ ইমন বলেছেন: শিরোনামটা তাদের জন্য, যারা ডাক্তার পিঠিয়ে পৈশাচিক আনন্দ পায়।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: Click This Link
১১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
অস্তিত্বহীন বলেছেন: আপনার মানসিকতার পরিচয় দিলেন।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
ইমতিয়াজ ইমন বলেছেন: আপনারা দৈহিক আঘাত করে তো শারীরিকতার পরিচয় দিচ্ছেন।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪
নবীউল করিম বলেছেন: @ইমতিয়াজ ইমন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোরে......।। আপনার অবস্থান কি, সেটা বিচার করার জ্ঞান আপনার আছে বলে মনে হচ্ছে না! দুঃখিত.........
যে জানে না সে মূর্খ না, যে জানতে চায় না সে মূর্খ। ( সক্রেটিস)
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার শ্রধ্য়েও শিক্ষকের "গাটস" ছিল যা এখনকার অনেকেরই নাই। আমার বিশ্বাস উনাকে ওষুধ কোম্পানি বা ক্লিনিক টাকা দিয়ে ওষুধ বা টেস্ট লিখাতে পারবেনা। উনার ছাত্ররাই আবার টাকা ছাড়া ওষুধ লিখবে না!!!! মহা গেরো .................মাত্র একবার একটা ক্লিয়ার কেস এ আপনারা আন্দোলন করে একজন অসৎ ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করান ......মড়ার আগে দেখে যেতে চাই, প্লিজ