![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
রাহি ফেসবুকের প্রোফাইল পিকচার চেন্জ করে। দুইজন শ্রমিকের সাথে আজকে সকালে কনসার্টে তোলা ছবিটা দেয় সে। সে নিচে ক্যাপশন লিখে দেয়, 'মহান মে দিবসে সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা'। কিছুক্ষণের মধ্যেই শখানেক লাইক পড়ে যায়। অনেকে শ্রমিকদের প্রতি তার ভালবাসায় মুগ্ধ হয়ে সেখান বিভিন্ন কমেন্ট করে।
কনসার্ট থেকে রিকশায় করে বাসায় ফিরছে রাহি। একটু পর পর সে ফেসবুক চেক করে নিচ্ছে। রিকশা থেকে নেমে সে রিকশাওয়ালাকে ভাড়া দিল।
'স্যার, ভাড়া তো চল্লিশ টাকা, স্যার আর দশ টাকা দেন'।
রাহির মেজাজ গরম হয়ে যায় ,'এখানে ভাড়া ত্রিশ টাকা'। রিকশাওয়ালাও নাছোড়বান্দা ,সে চল্লিশ টাকাই নিবে। রাহি ঠাশ করে একটা চড় বসিয়ে দেয় রিকশাওয়ালার গালে। চড় খেয়ে রিকশাওয়ালা চুপচাপ চলে যায়।
বাসায় ঢুকেই সে কাজের মেয়েকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বললো।
'এটা ঠান্ডা পানি?'
'ভাইয়া, পানি তো একটু আগে ফ্রীজে রাখলাম, এখনো ঠান্ডা হয়নি'।
রাহির মেজাজ এবার সপ্তমে উঠে গেল। সে গ্লাসটা ছুড়ে ফেলে দিল।
'রাহি, বিকেলে কোন কাজ আছে?'
'কেন মা?'
'আজ তোর বাবার অফিস ছুটি, তাই সবাই বিকেলে বের হবো। '
'ড্রাইভার কোথায়?'
'ড্রাইভার বাজার করতে গেছে।'
রাহি ফেসবুকে তার আপলোড করা পিকচারে বিভিন্ন কমেন্টের জবাব দেয়। এক মেয়ে তাকে ইনবক্স করেছে ,'ভাইয়া, আপনি এত ভালো মানুষ, আপনি মানুষকে এতো ভালোবাসেন'। রাহি জবাব দেয় ,'শ্রমিকদেরকে ,আমাদের সবার শ্রদ্ধা করা উচিত'। রাহি ফেসবুকে রিফ্রেশ দেয় , লাইক, কমেন্ট বাড়ছে।
[সারা বছর শ্রমিকদের শোষণ করে, একটা দিনকে শ্রমিক দিবস হিসেবে পালন করা আমার কাছে হাস্যকর লাগে। আরো হাস্যকর লাগে এ নিয়ে লোকজনের লাফালাফি দেখে। পত্রিকাগুলো বিশেষ সংখ্যা বের করে, টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠাণের আয়োজণ করে, বুদ্ধিজীবীরা টকশো কাঁপান , আর তরুণ সমাজ ফেসবুক , ব্লগ কাঁপায়। এইসব কাঁপাকাঁপি গুলো অবশ্য শ্রমিক পর্যন্ত পৌছায়না। মে দিবস আসে, মে দিবস যায় , শুধু শ্রমিকদের অবস্থার পরিবর্তণ হয় না।]
০১ লা মে, ২০১৪ রাত ১০:১৯
ইমতিয়াজ ইমন বলেছেন: সুযোগ পেলে একদিন চা খাবো :-)। ধন্যবাদ।
২| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই দেশে সকল দিবস চর্চা একদিন কেন্দ্রিক। এটাই বাস্তব
০১ লা মে, ২০১৪ রাত ১০:২৮
ইমতিয়াজ ইমন বলেছেন: একটা দিনকেও এ দেশের মানুষ হাস্যকর ভাবে পালন করে।
৩| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন সত্য কথা !
০১ লা মে, ২০১৪ রাত ১০:৩০
ইমতিয়াজ ইমন বলেছেন: দুঃখের বিষয় হলো, সত্যগুলো এখন নিদারুণ হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ৮:১১
সজল আহমদখ বলেছেন: লেখকে কাছে পেলে আমার গিন্নির হাতের এক কাপ চা খাওয়াতাম।
চরম একটা সত্য কথা লিখেছেন লেখক!