নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ধর্ম খেলা

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৯

টিভির পর্দায় চোখ আটকে আছে। শ্লোগাণ উঠছে মঞ্চ থেকে, তারপর সেটা ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। হঠাৎ দেখা গেলো কয়েকজন একটি মেয়ের উপর ঝাপিয়ে পড়ছে। মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ধর্মের ধারক এবং বাহকেরা বিপুল বিক্রমে মেয়েটিকে আঘাত করতে লাগলেন। মেয়েটির অপরাধ কি ছিলো? কোন অপরাধে তার উপর ঝাপিয়ে পড়লেন? একজন নারী সাংবাদিক, একজন কর্মজীবী মেয়ে , কোনটা তার অপরাধ? ধর্মের কোথায় আপনাদের এমন অধিকার দেয়া আছে?



না, আপনাদের এই মিথ্যে আস্ফালন বেশীক্ষণ থাকেনি। রাত পোহাবার আগেই সব শেষ হয়ে যায়। ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা যারা করে, তারা কখনোই ঠিকে থাকতে পারে না। যেমন হেফাজত পারেনি।



কতিপয় রাজনৈতিক প্রভুর জন্য নিরীহ মানুষ আর মাদ্রাসা ছাত্রদের উসকে দিয়েছিল ধর্মের নাম করে। ঐ দরিদ্র মানুষগুলো জানতো না এইসব ধর্মব্যবসায়ীরা ধর্মের সাথে রাজনীতিকে মেশায়। ধর্মের আবরণে এরা নিজেদের আখের গোছায়। সময় পাল্টালে এই লোকগুলো রাজনৈতিক প্রভু পাল্টায়। আস্তিক আর নাস্তিকের বিভাজণ ঘটায় মানুষের মাঝে।



ধর্ম মানে নারীকে ঘরে বন্দী করে রাখা নয়, ধর্ম মানে অন্যের বিশ্বাসে আঘাত করা নয়, ধর্ম মানে বিশৃঙ্খলা নয়। ধর্ম হচ্ছে এমন জিনিস যেটা সংকীর্ণকে উদার করে দেয় , ধর্ম মানে শান্তি , ধর্ম মানে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা, ধর্ম মানে নারী পুরুষের সমান অধিকার, ধর্ম মানে আমরা ভাই ভাই।



তাই ধর্মের ধারক এবং বাহক হোক ধর্মপ্রাণেরা। ধর্ম ব্যবসায়ী এবং ধর্মান্ধদের হাত থেকে মুক্তি পাক ধর্ম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভজন্মদিন!!

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: শুভ জন্মদিন ৷

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

নীল আকাশ ২০১৩ বলেছেন: নারী সাংবাদিক ওখানে আরও অনেকেই ছিল, কিন্তু আর কারো উপরে তো তারা ঝাঁপিয়ে পড়ল না, কেন?

আপনি কেবল নারীর ওপর আক্রমনই দেখলেন। সাদা পাঞ্জাবী পরা দাড়িওয়ালা দুই যুবক নারী সাংবাদিককে বাঁচাতে গিয়ে কতগুলো মার হজম করল, সেটা দেখলেন না। কেন?

নারীদের প্রতি সম্মান জানিয়ে কোন ইসলামী দল কোন আন্দোলনেই তার নারী কর্মীদেরকে রাজপথে নামায়নি। কেন? নারীরা অকর্মণ্য, নাকি নারীদের সম্মান রক্ষার্থে?

ঐ নারী সাংবাদিককে আক্রমন করায় আপনি কি আসলে খুশী হননি এই ভেবে যে, আবার ধর্মের গুষ্টি উদ্ধার করা যাবে?

শুভ জন্মদিন। ফিরে ফিরে আসুক আপনার জীবনে।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ধর্মের বিরুদ্ধে নই। বকধার্মিকদের বিরুদ্ধে।

ধন্যবাদ

৪| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০৩

অতঃপর জাহিদ বলেছেন: দারুণ বলেছেন ভাই

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৫২

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.