![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
একটু আগে নিউজটা পড়লাম,
'রায়েরবাজারে প্রেম ঘটিত কারণে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা।'
শুনতে অবিশ্বাস্য মনে হলেও , কেন যেনো এমনটাই বাস্তব হচ্ছে প্রতিদিন। একটু একটু করে পাল্টে যাচ্ছে আমাদের চারপাশটা। প্রেমের নাম করে যৌনতার অবাধ বানিজ্যিকরণের প্রভাব পড়ছে শিশুদের উপর।
কোথায় প্রেমের কচকচানি নেই ? নাটক , শিল্প-সাহিত্য , বিজ্ঞাপন , গান ,সিনেমা সব জায়গায় প্রেম। ছোটবেলা থেকেই যখন একটা শিশু এসব দেখে বড় হতে থাকে, তখন এই প্রেম জিনিসটার প্রতি প্রবল আগ্রহ জন্মায়। তাই দেখা যাচ্ছে টিন এজের শুরুর দিকেই বেশীরভাগ ছেলেমেয়ে জড়িয়ে পড়ছে প্রেমে। বয়ঃসন্ধির সময়টা এমনিতেই সবার জন্য একটি সংকটকাল। তাই প্রেম ঘটিত কারণে অতি আবেগের বশবর্তী হয়ে তারা আত্মহত্যার মত কাজ করে ফেলছে।
এর পিছনে যে জিনিসটা বেশী কাজ করছে , সেটা হলো টিভি চ্যানেলগুলো। শিশুদের জন্য পর্যাপ্ত টিভি চ্যানেল না থাকায় , প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত অনুষ্ঠাণগুলো দেখতে হচ্ছে শিশুদের। যার ফলে শিশুদের মনোজগতে এই বিষয়গুলো বেশী আগ্রহ তৈরী করছে। অবাক লাগে, যখন দেখি শিশুদের জন্য নির্মিত রিয়েলিটি শো গুলোতে শিশুদের দিয়ে বড়দের গান গাওয়ানো হচ্ছে, প্রাপ্তবয়স্কদের গানে শিশুদের নাচানো হয়। এভাবেই ধীরে ধীরে নষ্ট করে দেয়া হচ্ছে শিশুদের মনোজগতকে।
আরেকটা বিষয় মোবাইল ফোন। যেটার ক্ষতিকর প্রভাবের শিকার হয় কিশোরীরা। বেশীরভাগ বাবা মাই এখন প্রাইমারী স্কুলে থাকা অবস্থাতেই শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। যার ফলে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে অল্প বয়সেই। এ ক্ষেত্রে পুরুষটি সাধারণত প্রাপ্তবয়স্ক কেউ হয়। গ্র্যাজুয়েট লেভেলের অনেককেই দেখেছি যারা ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীর মেয়েদের সাথে প্রেম করছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাই একমাত্র সমাধাণ।
এ দেশের শিশুরা বেড়ে উঠুক শিশুবান্ধব পরিবেশে। সুস্থ সংস্কৃতি অর সুস্থ মননের মধ্য দিয়ে বেড়ে উঠুক শিশুরা। রাষ্ট্র এবং অভিভাবকদের সচেতন দৃষ্টিই পারে শিশুদের একটি সুন্দর পরিবেশ উপহার দিতে। এ রকম খবর যাতে আর না পড়তে হয়, এটাই চাওয়া।
১৫ ই মে, ২০১৪ রাত ৮:১০
ইমতিয়াজ ইমন বলেছেন: এগুলো থেকে যতদিন না পর্যন্ত বের হওয়া যাবে ততদিন পর্যন্ত এসব সমস্যার সমাধাণ হবে না। তাছাড়া শিশুদের জন্য আলাদা টিভি চ্যানেল চালু করা উচিত।
২| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:০৬
*অর্জুন* বলেছেন: আমাদের ব্যার্থতা হলো আমরা প্রযুক্তিকে ভালো ভাবে ইউজ করতে পারছি না।
১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৪
ইমতিয়াজ ইমন বলেছেন: আমাদের সমস্যাটাই এখানে
৩| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:১৮
শুঁটকি মাছ বলেছেন: দামী কিছু কথা বলছেন!!!!!!!
১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৫
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ :-)
৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১:০০
দি সুফি বলেছেন: মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমাদের সিনেমা, নাটক বা গল্পের মধ্যে প্রধান যে মেসেজ দেয়া হয় তাহলো জীবেনের একমাত্র লক্ষ্য একটা প্রেম করা এবং এর জন্য যে কোনো কিছু ত্যাগ করা যায়। সে বাবা মা বা নিজের জীবনই হোক।
কথা সত্য। তারা প্রেম-পিরীতি ছাড়া আর কিছু নিয়ে নাটক, সিনেমা বানাইতে পারে না। সামনে ভালোই বিপদ আছে এই সমাজের।
৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১:০৬
সচেতনহ্যাপী বলেছেন: সন্তানের মায়ের চাহিদা পূরন করতে যেয়ে সন্তানকে খুশী করার জন্য বাবাকে বলতে হচ্ছে এটা তোর জন্য। এই বাস্তবতাই আমাদের বিপদ।
১৬ ই মে, ২০১৪ রাত ২:০২
ইমতিয়াজ ইমন বলেছেন: দেয়ার সাথে সাথে , এর ব্যবহারবিধিটাও সন্তানকে জানানো বাবা মায়ের উচিত।
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৩০
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: গত মঙ্গলবার রাতে এটিএন এ দেখলাম নির্বিকার মানুষ নামে নাটকে মেয়েটি ফোন করেছে বয়ফ্রেন্ডকে খালি বাসায় আসতে একটু আনন্দ ফুর্তি করার জন্য। বড় বোন অফিস থেকে অসময়ে এসে পড়ায় এইটা আর হলো না । বড় বোন দেখলাম একাজে উতসাহ দিল ।
১৬ ই মে, ২০১৪ রাত ২:০৭
ইমতিয়াজ ইমন বলেছেন: এটা যদি শুধু প্রাপ্তবয়স্করা দেখতো তাহলে সমস্যা ছিলো না। কিন্তু এগুলো সবাই দেখছে, যেটা দুঃখজনক।
৭| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১৬
পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো.. আমাদের সমাজে এই ধরনের মেসেজ খুবই জরূরী।
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৫৯
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৮| ১৬ ই মে, ২০১৪ রাত ৮:২০
সাফফানা রুহি বলেছেন: জরুরী একটা বিষয় তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৭ ই মে, ২০১৪ রাত ১:২০
ইমতিয়াজ ইমন বলেছেন: স্বাগতম
৯| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুব দরকারি একটি বিষয় তুলে এনেছেন।
শিশুদের কথা খেয়াল করার সময় কি সমাজ বা সরকারের আছে?
১৬ ই মে, ২০১৪ রাত ১১:০০
ইমতিয়াজ ইমন বলেছেন: শিশুদের ভোট নেই , তাই রাষ্ট্রের চিন্তা না করাটাই স্বাভাবিক। সমাজের উচিত চিন্তা করা।
১০| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৪
এহসান সাবির বলেছেন: আমাদের আরো সতর্ক হতে হবে।
ধন্যবাদ।
১১| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:০৭
তাসজিদ বলেছেন: আমি মনে করি যৌন ধারণা ১৫+ হলেই হওয়া উচিৎ।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রাইমারির বাচ্চাদেরও যৌন ধারণা হয়ে যাচ্ছে।
যার পরিণতিতেই এসব হচ্ছে।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব মূল্যবান কিছু কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমাদের সিনেমা, নাটক বা গল্পের মধ্যে প্রধান যে মেসেজ দেয়া হয় তাহলো জীবেনের একমাত্র লক্ষ্য একটা প্রেম করা এবং এর জন্য যে কোনো কিছু ত্যাগ করা যায়। সে বাবা মা বা নিজের জীবনই হোক। ইমতিয়াজ ভাই আপনাকে এটা তুলে ধরার জন্য ধন্যবাদ।