নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ফরমালিন, একটি আন্দোলন এবং একটি আবিষ্কার।

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৯

কয়েকদিন আগে বিজ্ঞানীরা ইদুরের উপর একটি গবেষণা করেন। একটি ইদুরকে দুই বছর যাবত ৬-১৫ পিপিএম মাত্রার ফরমালিনযুক্ত খাবার দেয়া হয় এবং ফরমালিনের সংস্পর্শে রাখা হয়। দুই বছর পর দেখা যায় ইদুরটির নাসারন্ধ্রে ক্যান্সার হয়েছে।

ঢাকার প্রবেশমুখ গুলোতে ফরমালিন চেকপোষ্ট গুলোতে লিচু পরীক্ষা করে এতে ১২৫ পিপিএম পর্যন্ত ফরমালিন পাওয়া গেছে। বেঁচে থাকাটাই এদেশে কষ্টকর হয়ে যাচ্ছে।



এই ফরমালিন চেকিংয়ের প্রতিবাদে আমাদের ফল বিক্রেতার আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের এক দফা এক দাবী , ফলে ফরমালিন মেশানো তাদের গণতান্ত্রিক অধিকার। তাই তারা ঘোষণা দিয়েছে যে যতদিন এই চেকিং বন্ধ না হবে ততোদিন তারা ফল বিক্রি করবেনা।

তো এই ব্যাপারে জনৈক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করা হলো,

-এতদিন দোকান বন্ধ রাখলে, দোকানের ফলগুলো পঁচে যাবেনা?

-কেন ফরমালিন দিয়ে রেখে আন্দোলন করবো।



যখন এদেশে প্রথম চা আসলো , তখন চা পান করলে এদেশের মানুষের মাথা ধরতো, অস্বস্থি বোধ করতো। তারপর দেখা গেলো চা না পান করলে তাদের মাথা ধরে , অস্বস্থি বোধ হয়। ফরমালিনের ব্যাপারটাও অনেকটা এরকমই হয়ে যাচ্ছে। কয়েক বছর পর আমরা ফরমালিন ছাড়া চলতেই পারবো না। তখন আমরা ঘুম থেকে উঠে এক গ্লাস ফরমালিন এবং রাতে এক গ্লাস ফরমালিন খেয়ে ঘুমুতে যাবো।



যাই হোক, তারপরও কিছু আশার কথা শোনা যায়,

মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই

ফরমালিনযুক্ত খাবার সনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানী ফারুক

বিন হোসেন ইয়ামিন।

আর এতে খরচ

হবে মাত্র এক টাকা।



খাদ্যে ফরমালিন

সনাক্ত করার

পদ্ধতি ১ টিউব পরিমাণ পানি নিয়ে তার মধ্যে মাছ, ফল, সবজি ধুয়ে ফেলুন। এরপর ১ ফোঁটা ফরমালিন

টেস্টার (দ্রবণ) মিশিয়ে ৫ সেকেন্ড ঝাঁকুন। দ্রবণের রং হলুদ বা বর্ণহীন হলে বুঝতে হবে ফরমালিন আছে। আর দ্রবণের রং সবুজ বা নীল হলে ফরমালিন নেই বলে প্রামাণিত হবে।

এই এক ফোঁটা ফরমালিন

টেস্টার বা দ্রবণটির দাম পড়বে মাত্র ১ টাকা।

প্রকৃত পক্ষে খাদ্যে

ফরমালিনের কোনো সহনশীল মাত্রা নেই। তাই

ফরমালিনযুক্ত খাবার না খাওয়াটাই ভালো।



খাদ্যে ফরমালিনের বিরুদ্ধে গড়ে উঠুক সামাজিক আন্দোলন।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:০১

আম্মানসুরা বলেছেন: এই টেস্টার কোথায় পাব?

২২ শে জুন, ২০১৪ সকাল ১০:২২

ইমতিয়াজ ইমন বলেছেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর প্রায় ৪৯ থানা এবং ঢাকার ৮ উপ-পুলিশ
কমিশনার অফিস
এ ফরমালিন টেস্টার
পাওয়া যাবে। এছাড়াও স্বপ্ন
বাংলা এগ্রো কেয়ার নামে একটি প্রতিষ্ঠাণ এটি বাজারজাত করার দায়িত্ব নিয়েছে।

২| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:১৩

খালেদা আকতার বলেছেন: উপকারী েপাষ্ট।

আম্মানসুরা বলেছেন: এই টেস্টার কোথায় পাব?

এখােন পােবন http://www.buy24.com.bd/formalin

২২ শে জুন, ২০১৪ সকাল ১০:২৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৩

সোহানী বলেছেন: ফরমালিন টেস্টার সারা দেশে ছড়িয়ে দেয়া হোক। ফরমালিন টেস্টারে ফরমালিন দেয়ার আগেই সরকারি পর্যায়ে এর ডিস্ট্রিবিউশান করা হোক।

২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১১

ইমতিয়াজ ইমন বলেছেন: সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।

৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:১১

আহসানের ব্লগ বলেছেন: খুচরা বিক্রেতারা ধর্মঘট করেছেন যেন ফরমালিন মুক্ত আম ই তারা কিনতে পারেন পাইকারের কাছ থেকে ।
কথিত আছে ফরমালিন খুচরা ব্যবসায়ীরা মেশায় না মেশায় পাইকার এরা ।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:০৫

ইমতিয়াজ ইমন বলেছেন: রাঘব বোয়াল থেকে চুনোপুটি , সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া উচিত।

৫| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৭

শেরজা তপন বলেছেন: পোষ্টের জন্য সবিশেষ ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭

ইমতিয়াজ ইমন বলেছেন: স্বাগতম

৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে গেল ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.