নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জগৎ এর খুব নগণ্য মানুষ, চাই ভাল থাকতে কিন্তু পিছন থেকে মনে হয় কেও ঠেলে ধরে। জীবনে হাসি বা কান্না থাকবে, কিন্তু সবসময় চেষ্টা করি খুশি থাকতে, এই খুশি থাকাটা মনে হয় অভিনয়।

ইমতিয়াজ নাইম

এই জগৎ এর খুব নগণ্য মানুষ, চাই ভাল থাকতে কিন্তু পিছন থেকে মনে হয় কেও ঠেলে ধরে। জীবনে হাসি বা কান্না থাকবে, কিন্তু সবসময় চেষ্টা করি খুশি থাকতে, এই খুশি থাকাটা মনে হয় অভিনয়।

ইমতিয়াজ নাইম › বিস্তারিত পোস্টঃ

:)মঙ্গল গ্রহ জয় করবে যুক্তরাজ্য :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৩

B-)যুক্তরাজ্যের গবেষকেরা মঙ্গল গ্রহ জয় করার জন্য একটি অভিযান পরিকল্পনা করেছেন যাতে ২০২১ সালের মধ্যেই সেখানে যাওয়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।



যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ২০৩৩ সাল নাগাদ মঙ্গল অভিযান পরিকল্পনা নিয়ে কাজ করছে। যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকেদের পরিকল্পিত অভিযান নাসার এক যুগ আগেই বাস্তবায়ন সম্ভব।;)



গবেষকেদের দাবি, তাঁদের পরিকল্পিত ২০২১ সালের অভিযানে তিন জন অভিযাত্রী নিয়ে মঙ্গলের লাল মাটিতে পৌঁছাতে সক্ষম হবে নভোযান।



গবেষক টম পাইক বলেন, চন্দ্র বিজয়ের পর মানব ইতিহাসে আরেকটি বড় ঘটনা হবে মঙ্গল জয়। আমরা মানুষ ও রোবটের সমন্বয়ে এমন একটি মঙ্গল অভিযানের পরিকল্পনা করেছি যাতে ২০২১ সালের মধ্যেই নভোচারীরা সেখানে যেতে পারবেন এবং ফিরে আসতে পারবেন।



গবেষকেদের পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী থেকে মাত্র নয় মাসে মঙ্গল গ্রহে পৌঁছানো যাবে। মঙ্গল গ্রহের জমা বরফ থেকে জ্বালানি সংগ্রহ করা হবে।

উৎস:প্রথমআলো পত্রিকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪২

খেয়া ঘাট বলেছেন: দারুন খবর। চমকিত হলাম।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

ইমতিয়াজ নাইম বলেছেন: খেয়া ঘাট---
ধন্যবাদ
B|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.