নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জগৎ এর খুব নগণ্য মানুষ, চাই ভাল থাকতে কিন্তু পিছন থেকে মনে হয় কেও ঠেলে ধরে। জীবনে হাসি বা কান্না থাকবে, কিন্তু সবসময় চেষ্টা করি খুশি থাকতে, এই খুশি থাকাটা মনে হয় অভিনয়।

ইমতিয়াজ নাইম

এই জগৎ এর খুব নগণ্য মানুষ, চাই ভাল থাকতে কিন্তু পিছন থেকে মনে হয় কেও ঠেলে ধরে। জীবনে হাসি বা কান্না থাকবে, কিন্তু সবসময় চেষ্টা করি খুশি থাকতে, এই খুশি থাকাটা মনে হয় অভিনয়।

ইমতিয়াজ নাইম › বিস্তারিত পোস্টঃ

"বেকারের সাতকাহন"

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

যার কোন আকার নেই তাকেই বেকার বলে :-/
যদি এভাবে কিছু বলি তাহলে যে বলবে সে আসলেই ১জন বেকার।।
-- ভাল ভাবে কিছু শুরু করতে না পারলে
#শালা দিয়া হোটেল আর ৫ স্টার হোটেল এর
মধ্যে কোন পার্থক্য থাকবে না।। :-P
...বেকার শব্দ কে সাধারনত ব্যাপক অর্থে
ব্যবহার করা হয়ে থাকে....
সাধারন অর্থে যার ইচ্ছা আছে কিন্তু
সামর্থ্য অনুযায়ী কাজ পায় না তাকেই বেকার
বলে।।
,,,,এ ত গেল মি. #নাইম এর বেকারের
সংজ্ঞা।। :-/ কিন্তু আমি ছাড়াও অনেক
মনিষীও এই বেকারদের নিয়ে চিন্তা করে ঘুম
হারাম করেছেন।। B|
... দূরে যাওয়া লাগবে না আমাদের
'The Social Work Dictionary' তে বলা হয়েছে,
"Unemployment is the condition of being
without a job and the resulting income that is
necessary to meet economic needs
independent'.
....আমরা মনে করি যারা বসে থাকি তারাই
বেকার :-* আসলে সেটা না...
কারন এই বেকারকে আবার কয়েক ভাবে ভাগ
করা হয়েছে এই ভাগ আবার ২ চোরের
ভাগাভাগি নয় :-/
..... বেকার কে সাধারনত কয়েক শ্রেণীতে
ফালানো যায় যথাঃ
(১) # পূর্ণ_বেকারঃ কর্মসংস্থানেরর অভাবে
যে বেকার তাকেই পূর্ণ বেকার বলে।
(২) # আংশিক_বেকারঃ খন্ডকালীন শ্রমিক এ
শ্রেণীর অন্তর্ভুক্ত।
(৩) # প্রযুক্তিগত_বেকারঃ প্রযুক্তিগত
কারনে যে বেকার তাকেই প্রযুক্তিগত বেকার
বলে।
(৪)
#অর্থনৈতিক_মন্দেজনিত_বেকারঃ অর্থনৈতিক
মন্দাভাব বিরাজ করায় যে বেকার তাকেই
অর্থনৈতিক মন্দেজনিত বেকার বলে।
.....বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বেড়েই
চলছে।। তার সাথে তাল মিলিয়ে বেকারের
সংখ্যাও বেড়ে চলছে।।।
...একটা দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পেলে
যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো....
১. দেশ সামনের দিকে এগিয়ে যেতে বাধার
সম্মুখীন হবে।
২. দেশে দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পাবে।
৩. অপরাধ বৃদ্ধি পাবে।
৪. দেশের ভিতর অরাজকতা বেড়ে যাবে। এ
ছাড়াও আরো সমস্যা সম্মুখীন হতে হয় এই
বেকারদের ফলে।
.....এ ত সমস্যা গেল এখন সমাধান? এ
বেকারদের সমস্যা নিয়ে বিশ্বের বিভিন্ন
সংস্থা বিভিন্ন ভাবে সুপারিশ দিয়েছেন।
''''এখন মি.নাইম কিছু সুপারিশ প্রদান করিবে
কারন মি.নাইম সমাজকর্মের ছাত্র ত তাই হে!
হে! B|
সুপারিশ নামাঃ
১. বেকার ভাতা চালু করা।
২. বেকারদের জন্য ঋণ ব্যবস্থা চালু করা।
৩. বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ চলু করা।
৪. আত্ন-কর্মসংস্থান প্রকল্প হাতে নেয়া।
৫. বেকারদের সম্পদ মনে করা।
,,,,, এছাড়াও আরো বিভিন্ন কার্যক্রম হাতে
নেওয়া যেতে পারে, এই বেকার সমস্যা দূর
করার জন্য।
যে কোন দেশ সামনের দিকে এগিয়ে যেতে
হলে বেকারদের যথাযথ মুল্য দিতে হবে।
বেকারদের বোঝা মনে না করে বরং সম্পদ মনে
করতে হবে। এর ফলে যে কোন সমস্যা সহজেই
সমাধান করা যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: সামাজিক বিজ্ঞানে বেকারদের নিয়ে আর্টিকেলে এইটাকে ঢুকানো হউক।

তবে ভাই, বাসা থেইকা বেকার বললে - এই যুক্তি দেখালে, আকারহীন বেকার আর সংজ্ঞানুযায়ী বেকার দুটোই হওয়া লাগবে। /:) :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.