![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।
"আমায় এমন পাগল করে
আকাশ থেকে নামলে কেন?
নামলে যদি মধ্যরাতেই,
চোখের দেখা না ফুরাতেই
থামলে কেন?
নামতে তোমায় কে বলেছে?
মেঘে মেঘে মেঘ গলেছে
অন্ধকারে...
মরা গাছের ডাল কাঁপিয়ে
চুপিসারে,
আমায় তুমি এমন করে
বৃষ্টি মধুর মিষ্টি সুরে
টানলে কেন?
ভালোবাসার হাত বুলিয়ে,
আমায় তুমি পথ ভুলিয়ে
আনলে কেন?"
নির্মলেন্দু গুণ
©somewhere in net ltd.