![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
ছাদের উপর দাঁড়িয়ে থাকা ক্যান্সার (Cancer) আক্রান্ত ছেলেটিই বলতে পারে তার আকাশটা কতটা সুন্দর, কতটা সুন্দর এই পৃথিবীটা, কতটা বাঁচবার ইচ্ছে কিছুটা সময় এই পৃথিবীতেই। আর একটি ফাঁসির ফাঁস থেকে বেঁচে আসা মেয়েটি জানে মৃত্যু যন্ত্রনার চেয়ে কঠিন কোনো যন্ত্রনা নেই।
.
আজ খুব ডিপ্রেশন (Desperation) আমাদের মধ্যে তাইনা? কিন্তু কেন? কিসের জন্য? কি কারণে এতো ডিপ্রেশন (Desperation) প্রতিটা ব্যক্তির মধ্যে আজ? এমন নানান প্রশ্নের উত্তর খুঁজলে কেউ হয়তো ডিপ্রেশনে (Desperations)থাকার কারণটা তুলে ধরতে পারবে, আবার কেউকেউ পারবেনা।
.
এই সকল ডিপ্রেশনে (Desperation) ডিপ্রেয়ার (Despair) হওয়ার কারণ গুলো আমরা নিজেরাই। ডিপ্রেশন (Desperation) নিজের মাঝে টেনে এনে তারপর তার যন্ত্রনা ভোগ করতে ব্যস্ত হয়ে পরেছি আমরা। আচ্ছা, আমরা কি আজকাল খুব অল্পতেই হাপিয়ে উঠছি? খুব অল্পতেই কি নিজেকে ধিক্কার দিয়ে কথা বলতে শুরু করেছি? খুব সহজেই কি নিজের প্রতি নিজের আস্থা হারিয়ে ফেলছি? অল্পতেই কি ভেঙে পরছি নিজের জীবনটাকে কোথায় নিয়ে দাঁড় করাবো সেসব ভেবে? হয়তো বা।
.
পৃথিবীতে জ্ঞানসম্পন্ন (Knowledgeable) প্রতিটি মানুষের মাঝেই কমবেশি ডিপ্রেশন (Desperation)থাকে। এরমধ্যে কিছু মানুষের ডিপ্রেশনের (Desperations)শেষ না হলেও সুস্থিতি আসে। আর কিছু মানুষের ডিপ্রেশনের (Desperations) কোনো শেষ নেই। কারণ ডিপ্রেশনের প্রধান কারণ হচ্ছে চাহিদা (Demand) এবং নিজের ব্যক্তিত্ব (Personality)কে হারিয়ে অন্যদেরকে ফলো (Follow) করা।
.
আমরা সকালেই জানি চাহিদা অসীম (The demand is infinite). চাহিদার কোনো সীমা নেই। নিজের একটি চাহিদা পূরণ হলেই দু'মিনিট বাদে আমরা আবার আরেকটা জিনিসের চাহিদা বোধকরি। অথচ এই চাহিদার কারণেই আমরা ডিপ্রেশনের (Desperations) ভুগি। যেকরণেই হয়না আমাদের চাহিদার শেষ, ঘটেনা আমাদের ডিপ্রেশনের (Desperations) অবসান।
.
ঐ মেয়েটা অনেক সুন্দর একটা ড্রেস (Dress) পড়েছে, আমাকেও ঐরকম একটা ড্রেস (Dress) কিনতে হবে!
ঐ ছেলেটা নতুন মডেলের (Model) মোটরসাইকেল কিনেছে, আমাকেও সেটা কিনতে হবে!
নতুন ফ্লাটের ভাবি নতুন ফার্নিচার সেট এনেছে, আমাকেও সেরকম একসেট আনতে হবে।
.
এইযে অন্যকে ফলো (Follow) করার মধ্যদিয়ে নিজেকে হারাতে বসেছেন। নিজের ব্যক্তিত্বটাকে বিন্যাস করতে উঠেপড়ে লেগেছেন। সেটা কি ডিপ্রেশনে থাকার অন্যতম কারণ হয়? প্রতিটি মানুষের মাঝেই তো নিজস্ব একটা আরট (Art) থাকে। যা চাইলেও আপনি আপনার ব্যক্তিত্বকে (Personalities) বলি দিয়ে অন্যের মতো কখনো হতে পারবেন না। চাইলে নিজের মতো করে তারচেয়ে ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু পছন্দ করে নিজের ব্যক্তিত্বকে অটুট রাখতে পারবেন। কিন্তু সেসব ভাবতে অভ্যস্ত নই এখন।
.
আপনি যখনি কাউকে ফলো (Follow) করবেন তখনি আপনার গতি হবে জলে ভাসা একটা স্রোতোবহা পানার মতো। যে স্রোতে গা ভাসিয়ে চলে। স্রোত যেদিকে প্রবাহিত হয় সেদিকেই পানা ছুটে চলে। আর আপনিও তখন ঠিক ব্যক্তিত্বহীন এক স্রোতে গা ভাসানো পানার মতো হবেন। কিন্তু কেন? কেন নিজে ব্যক্তিত্বহীন হয়ে এই পৃথিবীতে বাঁচবেন? আপনারও একটা জীবন আছে। যেখানে চাইলে আপনি সব আপনার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন।
.
হ্যা মেনে নিলাম যেটা চেয়েছেন সেটা আপনি পাননি। কোনক্রমে সেটা আপনার মনের মতো হয়নি। তাই বলে কি আপনি আপনার জীবনটাকে অন্যের মতো করে সাজাবেন? অন্যের মতো করে আপনি বাঁচবেন? নাকি নিজের মতো করে যতদিন যতটুকু সময় পৃথিবীতে আছেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে, নিজের মতো করে স্বাধীনতা নিয়ে বাঁচবেন?
.
অবশ্যই নিজের মতো করেই বাঁচবেন। যেখানে থেমে গেছেন সেখান থেকেন নতুন করে, নতুন ভাবে নিজের মতো করে জীবনকে সাজিয়ে নিন। অন্যকে ফলো (Follow) করে নয়। নিজের জীবন সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিন, দেখবেন একদিন অন্যেরাই আপনাকে ফলো (Follow) করবে। আর আপনি যখনি নিজের মতো করে জীবন সাজাতে শুরু করবেন, দেখবেন ডিপ্রেশনে (Desperation) ভরা মস্তিষ্কটা অনেক হালকা হয়ে গেছে। ঠিক তখনি জীবনটার প্রকৃত মানে খুঁজে পাবেন। মনে রাখবেন, ব্যক্তিত্বসম্পন্ন একজন চাষি, ব্যক্তিত্বহীন একজন বৈজ্ঞানিকের চেয়েও উত্তম। (Personality is a farmer, A person is better than a scientist without personality).
.
লেখকঃ ডাকনাম ইমু-ইমরান।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
মিথিলাবতী বলেছেন: বর্তমানে এই অস্হিরতার যুগে হতাশা সত্যিই এক সর্বনাশা ঘাতক। মাঝে মাঝে আমিও আক্রান্ত হই আবার মনের জোরে ফিরে আসি। তবে ডিপ্রেশন মানে কি শুুধুই চাহিদা বা অন্যকে ফলো করা? আমি অন্যকে ফলো করিনা। আর বস্তুগত চাহিদাতেও সংযত থাকতে চেষ্টা করি। তবে মানসিক সম্পর্কের ক্ষেত্রে একটু সেনসিটিভ (ভুল বোঝাবুঝি, কষ্ট, ভালবাসা এইসব আর কি!)। এটা কি ডিপ্রেশন নাকি অন্যকিছু?
এসব নিয়ে আরো লিখুন।
ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
ডাকনাম ইমু ইমরান বলেছেন: আপনার বিষণ্ণতার কারণ হয়তো ভিন্ন। তবে ভালো থাকতে চাওয়ার ব্যাপারটা কিন্তু আপনার এখানেও বিদ্যমান। যেখানে আশা ইচ্ছার বসবাস সেখানেই কেই বিষণ্ণতা সৃষ্টি হয়। ভুল বোঝাবুঝি, কষ্ট, ভালবাসা এইসব বিষয়ে হলে প্রিয় মানুষটির সাথে বসে খোলাখুলি আলাপ আলোচনা করুন। কিছুটা হলেও ঠিক হবে আশা করি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
মিথিলাবতী বলেছেন: বর্তমানে এই অস্হিরতার যুগে হতাশা সত্যিই এক সর্বনাশা ঘাতক। মাঝে মাঝে আমিও আক্রান্ত হই আবার মনের জোরে ফিরে আসি। তবে ডিপ্রেশন মানে কি শুুধুই চাহিদা বা অন্যকে ফলো করা? আমি অন্যকে ফলো করিনা। আর বস্তুগত চাহিদাতেও সংযত থাকতে চেষ্টা করি। তবে মানসিক সম্পর্কের ক্ষেত্রে একটু সেনসিটিভ (ভুল বোঝাবুঝি, কষ্ট, ভালবাসা এইসব আর কি!)। এটা কি ডিপ্রেশন নাকি অন্যকিছু?
এসব নিয়ে আরো লিখুন।
ধন্যবাদ।