![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
১'শ হাত দূরে থেকে যেই মেয়েটিকে দেখে আড্ডার মাঝে বসে থাকা ছেলেটি মাল বলে বন্ধুদের সাথে অশ্লীল (Obscene) কথার ঝড় তুলেছিলো। কে জানতো সেই মেয়েটিই ছেলেটির আপন ছোটবোন!
.
প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুর সাথে হঠাৎ একদিন একটি মেয়েকে রিকশায় দেখে বলেই ফেললো, "দোস্ত এইটা নাকি! বেশ মানাইছে!"
দ্বিতীয় বন্ধুটি শুধু একটা কথাই বলে গেল, "ও আমার ছোটবোন!"
.
উপরের দুইটি ঘনটা কোনো লেখকের কল্পনা নয়। একজন মানুষের স্বচক্ষে (Witness) দেখা দুইটি কঠিন বাস্তবতা।
আজকাল কথার কাঙাল-কাঙালি মানুষ আছে বলে মনে হয়না। সবাই এখন কথার ঝুড়ি নিয়ে বসে থাকে। অন্যের দিকে একটা কথা ছুড়ে দেবেন। দেখবেন সে আপনাকে একটি কথার জন্যে দশটা কথা আপনার দিকে ছুড়ে দিয়েছে। আরও নিশ্চিত হই যখন ক্লাস থ্রী তে (Class Three) একটা স্টুডেন্ট (student) কে টিউশনি করতে গিয়ে কোনো ফোন আসলেই শুনতে হয়, "গার্লফ্রেন্ডের ফোন!"
.
বারবার অবাক হতেহতে এখন আর অবাক হওয়ার মতো কিছু বলেছে বলে মনে হয় না। ভাবি ছোটরাও এখন জানে পৃথিবীতে "গার্লফ্রেন্ড" "বয়ফ্রেন্ড" নামের দুইটি বস্তু আছে। তবে তারা কিন্তু কখনোই আপনার পাশে একটি মেয়েকে দেখলে মনে করেনা মেয়েটি আপনার গার্লফ্রেন্ড। কখনো প্রকাশ্যে জিজ্ঞাসও করবেনা, "এইটা আপনার গার্লফ্রেন্ড?" খুব কৌতূহলজনক (Curiosity) ভাবে যদি ছোটদের কারো জানার ইচ্ছেও হয় মেয়েটি বা ছেলেটি কে। সে একান্তই আপনার ডেকে নিয়ে আর নয়তো কানেকানে জিজ্ঞাস করবে ছেলেটি/মেয়েটি কে?
.
সেদিক থেকে বড়বড় অজ্ঞানী বন্ধুর চেয়ে ছোটদের জ্ঞান অনেক সুষ্ঠুভাবে ভাবতে সক্ষম। ভুল বন্ধু নির্বাচন করলে এমনসব পরিস্থিতির সম্মুখীন যে আপনি পড়বেন না তার একবিন্দু নিশ্চয়তা নেই। কিছুকিছু লজ্জা লান্ছনা মানুষের মনের মাঝে সারাজীবন গেঁথে থাকে। যা আপনি চাইলেও কখনো সেইসমস্ত লজ্জা লান্ছনা ভুলতে পারবেন না।
.
আপনি হয়তো অনেক সুন্দর চেহারার অধিকারী। দুইদিন পথে দাঁড়িয়ে কোনো মেয়েকে টিজ (Tease) করলেই সে মেয়েরা ধীরেধীরে পটে যায়। এমনভাবে টিজ (Tease) করে করেই হয়তো অনেক মেয়েকে পটিয়েছেন। তাকে নিয়ে নানারকম কুকর্মে (Malfeasance) মেতেছেন। একবারো কি খেলায় করেছেন? আপনার বোনটিও কোনোএক রাস্তার পাশ ধরে হাটে, কোনোএক বাস করে যাতায়াত করে, কোনোএক মোড়ের সামনে দিয়ে হেটে বাসায় ফিরে। তার দিকেও কেউ আপনারই মতো টপ পেতে বসে থাকতে পারে?
.
নিজে যেমন অন্যের কাছে থেকে তেমনটা আশা করুন। অন্যের বোনকে মাল বলার আগে, অন্যের বোনকে টিজ (Tease) করার আগে ভেবে দেখুন আপনার বোনকেও কেউ মাল বলে ডাকছে, কেউ টিজ (Tease) করে উর্ণা টেনে ধরছে, তখন আপনার অনুভূতিটা কেমন হয়।
.
আড্ডবাজী করার জন্যে বন্ধুদের সাথে অসংখ্য ট্রপিক (Topic) আছে। সেগুলো নিয়ে আড্ডা দিয়ে আপনার অবসর সময় কাটাতে পারেন। তা না করে যদি চায়ের দোকানে বসে রাস্তায় চলাফেরা করা মেয়েদের কোমরের সাইজ (Waist size), বুকের সাইজ (chest size), উরুর সাইজ (Thighs size) নিয়ে একের পর এক মন্তব্য (comments) করতে থাকেন। তাহলে এটাও নিশ্চিত ভেবে রাখবেন অন্যকোন গলির, অন্যকোন রাস্তার ছেলেরাও আপনার বোনের দেহগঠন (Bodybuild) নিয়ে মন্তব্য করছে।
.
নিজের জন্য নিজেকে শুধরানোটা যেমনটা জরুরী, ততটা জরুরী সমাজের জন্যে নিজেকে শুধরানো। কে কি করছে! কে কি দেখছে! কে কিভাবে চলছে! সেটা না ভেবে আপনি নিজেকে কিভাবে চালাচ্ছেন, কিভাবে চলছেন, কতটুকু প্রভাব ফেলছে আপনার চলাফেরা সমাজের উপর সেটা খেয়াল করুন। আজ আপনি সমাজ থেকে একজন সাফল্যলাভ (Thrive) ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করলে আপনার সমাজটাই সাফল্যলাভ করবে। আর আপনি যদি অন্ধকারের মাঝে পরে থাকেন তাহলে সমাজটাই অন্ধকারে ডুবে থাকবে। কারণ একজায়গায় ১০ মানুষের থাকলে তারমধ্য সবাই ভালোর সঙ্গী হয়না দুইচার জন খারাপেরও সঙ্গী হয়।
.
সুতরাং, নিজেকে বদলান বদলে যাবে চারপাশ।
Change yourself, will change around.
নিজেকে বদলান বদলে যাবে সমাজ।
Change yourself, society will change..
নিজেকে বদলান বদলে যাবে আপনার পৃথিবী।.
Change yourself, your world will change.
.
লেখকঃ ডাকনাম ইমু- ইমরান।
©somewhere in net ltd.