নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত!

ডাকনাম ইমু ইমরান

লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত

ডাকনাম ইমু ইমরান › বিস্তারিত পোস্টঃ

\'সুহাসিনী\'

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

সুহাসিনী, কখনো মুগ্ধ প্রাণে চেয়ে আকাশটাকে দেখেছ?
দেখেছ কখনো শেষ রাতের তারাটা কিভাবে জ্বলে নেভে?
জীবনের একএকটা অধ্যায় আজ সুদূরে ধূসর কালো মেঘের সাথে অনবরত লুকোচুরি খেলা খেলে।
তোমরা যেখানে আমাবস্যার চাঁদ হীন আধার দেখ, সেখানে আমি আমার চোখ নীল বিভীষিকা জড়ানো ঘোর কালো অন্ধকার দেখে।
যেখানে সূর্যের রশ্মি রাঙানো সাতরাঙা রঙধনু মাখা আকাশ দেখ, সেখানে দেখে পাহার ভাঙা কোনোএক ঝড়ের পূর্বাভাস।
সুহাসিনী, অজস্র ব্যর্থ শব্দের দল আত্ম চিৎকার করে হয়তো তোমার শহরের ঐ সমস্ত দেয়াল ভাঙতে পারবেনা,
পারবেনা কোনো বুঝবান মানুষকে বোঝানোর জন্যে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে শত কৈফত চাইতে।
তবে তারা আজ বুক চাপড়ে ঠিকি বলতে পারবে সরিয়ে ধাক্কিয়ে টেনে চলা দুপা এগিয়ে যাওয়া জীবনের গল্প।
বলতে পারে হিমালয় চুঁয়ে পড়া শিশিরের সমতুল্য একবিন্দু অন্তর আত্মার ভালবাসার কত মূল্য।
সুহাসিনী, হয়তো কখনো বুঝতে পারনি বদ্ধ ঘরের মাঝে ধীরেধীরে থেমে যাওয়া সেই দেয়াল ঘড়িটার রুদ্ধস্বর হওয়া আর্তনাদ।
পারনি দিতে নিজেকে আলোকিত করা সেই ডীমলাইটটার ধোঁয়াটে আলোয় জিম্মি হওয়া এক আবুঝ হৃদয়ের আবেগের মুল্য।
তবে কেন আকাশ ছোঁয়া গল্পের মাঝে সাজিয়ে পাঁচ পহরের মিছে বাসর সাজাও তোমার আঙিনায়।
জানোনা জীবনের যত নয় ছয় যাতনা যন্ত্রণা সহ্য করে তবুও মানুষ বাঁচে, তবুও মানুষ হাসে, তবুও মানুষ কাঁদে, তবুও মানুষ গায়।
_______________________
ডাকনাম ইমু
২৪/১০/২০১৭ ইংরেজি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.