![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
যদি কোনো আবাসিক হোটেলের রুম বুকিং দিয়ে রাতের পর রাত কাটানোকে ভালবাসা বলে।
- তাহলে আমি তোমাকে কখনোই ভালবাসতে পারিনি।
.
যদি এফ্লাট- ওফ্লাট, ওমুকের ফ্লাট- তমুকের ফ্লাট, লিটনের ফ্লাটে নিয়ে বেড শেয়ার করাকে ভালবাসা বলে।
- তাহলে বলবো আমি তোমাকে একবিন্দুও ভালবাসতে পারিনি।
.
যদি আর পাঁচটা প্রেমিক যুগলের মতো টিএসসি, রমনা, জিয়া উদ্যান, বোটানিক্যাল কিংবা ভার্সিটির লেকের পাড়ে বসে প্রকাশ্যে শরীরের ভাজে হাত চেপে ধরে ঠোঁটেঠোঁট রেখে রোমান্স করাকে ভালবাসা বলে।
- তাহলে শতভাগ সত্যি আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারিনি।
.
যদি বন্ধু মহলের মাঝে প্রকাশ্যে দিবালোকে লিপ কিস করাকে ভালবাসা বলে।
- তাহলে আমি তোমাকে এক মুহূর্তের জন্যেও ভালবাসতে পারিনি।
.
যদি FZ, R1, Pulser মোটরবাইকের পিছনে বসিয়ে কারণে অকারণে হাইডুলিক ব্রেক করাকে ভালবাসা বলে।
- তাহলে সে ভালবাসা আমি তোমাকে কখনোই দিতে পারিনি।
.
যদি Imo, viber, whatsup দিয়ে ভিডিও কল সেক্স করাকে আধুনিক জেনারেশানের ভালবাসা বলে।
- তাহলে সত্যিই বলছি, তোমাকে ভালবাসার যোগ্যতা আমি কখনোই রাখানি।
.
লেখকঃ ডাকনাম ইমু-ইমরান।
©somewhere in net ltd.