নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত!

ডাকনাম ইমু ইমরান

লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত

ডাকনাম ইমু ইমরান › বিস্তারিত পোস্টঃ

ইতিবাচক ভাবনা ভাবুন

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

আচ্ছা ভাই, হাতের মাঝে জ্বালানো সিগারেটের দাম কত? ১১ টাকা। ঘড়িটার দাম? সাড়ে ৫ হাজার। পড়নে ব্যান্ডের শার্টের দাম কত? ২৭'শ টাকা। স্যালিও জিন্সটার দাম? ৩২'শ টাকা। পায়ের নীচের লোফারের দামটা কত? ৭ হাজার ৫ শত।
.
এই যে আপু, পড়নের ড্রেসটার দাম কত? ২৮'শ। পায়ের স্লিপার? ১৬'শ। হাতের নক রাঙানোর নেলপালিশটার দাম কত? সাড়ে ৩'শ টাকা। গায়ের কড়া পারফিউমটা নিশ্চয় অনেক দামী? ১৭'শ। চুলের যে স্ট্যাইল তার পিছনে কেমন খরচ? সাপ্তাহে ৪'শ।
.
সবকিছু নিজের সাধ্যের মধ্যে থাকলে শহরের রাস্তাঘাটে এমনভাবে মাঞ্জা মেরে পকেটে হাত দিয়ে বা গলায় উর্ণা ঝুলিয়ে রাস্তার বুকদিয়ে বুক ফুলিয়ে সাধারণ পথচারীদের ঠিকি নজর কেরে চলাফেরা করা যায়। কিন্তু আসল চেহারাটা তো তখনি দেখা যায় যখন একজন ভিক্ষুক এসে ২ টাকার জন্যে হাত পাতার সাথে সাথে ঐ মানুষটাই মোচড় দিয়ে দাঁড়ায়।
.
আচ্ছা তারা কি খুব বড় কিছু, বেশি কিছু চেয়ে বসে? নাকি দাবী করে? অনেকের ভেতরে প্রশ্ন জেগে গেছে এতক্ষণে, শহরের ভিক্ষুকের পরিমাণ এতো বেশি কজন কে দিবো বলেন? ভুলে যাবেন না সিগারেটে দাম ১১ টাকা। ২ টাকা করে ভাগ করলে একটি সিগারেটের দাম দিয়ে তাদের ৫ জন ভিক্ষুক ২ টাকা করে দিয়েও আপনার হাতে ১ টাকা থাকবে। দিনের আরও যেসব সিগারেট খাওয়া হয় তার হিসেব বাদ দিলাম।
.
আর এই যে হাতের চাকচিক্যময় লাল নীল বেগুনী রঙ রাঙিয়ে হাত সাজিয়ে রেখেছেন। সে হাতটা দানের দিকে একটু অগ্রসর করে দেন। দেখবেন নজরকারা সেই শান্তির চেয়ে দানের মাঝে থাকা শান্তিটা অনেক বেশি।
.
১০ টাকার কফি ২০ টাকা দিয়ে খেয়েও আমরা দ্বিধান্বিত নই। কিন্তু সকালের একজন ভিক্ষুক কে ২ টাকা দিয়ে মনের মাঝে দ্বিধাজড়িত করে মনেমনে বলে ফেলি, আশ্চর্য মাত্রই তো একজন কে ২ টাকা দিলাম। আবার কেন এই লোকটাকে টাকা দিবো!! এই জগতে আমরা আজকাল খুব নগদে বিশ্বাসী মানুষ। ইহকালের জন্যে ১০ টাকার জিনিস উন্নত স্থানে বসে ২০/৩০ টাকা দিয়ে খেয়ে ফেলতে পারি। পারিনা পরকালের জন্যে একজন ভিক্ষুকের হাতে ২ টাকা একবার ছেড়ে দুইবার তুলে দিতে।
.
লেখকঃ ডাকনাম ইমু-ইমরান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.