![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
সিঁথির সিঁদুর মুছে ফেলে নিজেকে একলা বোঝাও নারী! কিন্তু কখনো ভেবেছিলে, ফেলে আসা সেই পুরুষটা কি করে বোঝাবে সেও যে একেলা? তার মনের ভেতরের সিঁদুর সে কি করে মুছবে? হাতের শাঁখা দুটি খুলে জনতাকে খুব সহজে বোঝাও যাকিছু ছিলো তা আজ সবকিছুই অতীত! একটা পুরুষ কি করে এত সহজে বুঝিয়ে দিতে পারবে বলতে পারো নারী?
.
ধবধবে সাদা শাড়ি পরে, নাকের নোলক খুলে, হাতের বালাগুলো খুলে খুব সহজে তুমিই বোঝাও তুমি পতিহীনা। কখনো ভেবেছ, পত্নীহারা বোঝানোর জন্যে একটা কেন চিহ্ন দেওয়া হয়নি পুরুষের গায়ে? কেন দেওয়া হয়নি তোমাদের মতো একটি চিহ্ন যা দেখে সবাই বুঝবে সে পত্নীহারা, সঙ্গীহারা, সেও নিঃসঙ্গতার মাঝে তোমার মতোই বসবাস করে?
.
নাকি বলবে বোঝাবে- পুরুষের মন নেই! তার শরীর ভিন্ন কোনকিছু দিয়ে গড়া! চামড়া কাটলে পুরুষ মানুষের গায়ে থেকে তোমার মতো লাল রক্ত না বেড়িয়ে সাদা রক্ত বেড় হয়! তুমিতো নারী নিঃসঙ্গতার চাদর পরে ঘুরে বেড়াও। আপনপর অনেকেই তোমার সেই চাদর দেখে সঙ্গ দিয়ে সময় পাড় করে দেয়। অথচ, একজন পুরুষের বেলায় তার কেমন পরিস্থিতি হয় খেয়াল করেছো কখনো?
.
নাকি আমার মতোই একলাইন মিথ্যে শান্তনার কথা বলবে? বলবে 'পুরুষের কষ্ট পেতে নাই।' তাই তার কষ্টের দাগ নাই, চিহ্ন নাই, কাউকে দেখানোর উপায় নাই! অনেক ভাগ্যবতী তোমরা আজ নারীকুল। দুই ফোঁটা অশ্রুসিক্ত হয়ে গোটা পৃথিবীকে সব বুঝিয়ে দিতে পারো। অথচ পুরুষের কান্না শুনলে আজও কেউকেউ আড়ালে হাসে। মনেমনে বলে, 'কেমন পুরুষ মেয়েদের মতো গলা করে কাঁদছে।' নিয়ম কি তাহলে, 'পুরুষদের কাঁদতে নেই?
.
লেখলঃ ডাকনাম ইমু ইমরান
©somewhere in net ltd.