![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
কথা ছিল- কোন এক বসন্তদিনে নিয়মের সকল বাধা ভেঙে তুমি সাজবে। নব দাম্পত্যজীবন যৌবনের টলমলে মোলায়েম গালটাতে যেদিন বার্ধক্যের ছাপ পরে কুঁচকে কয়েকটা ভাঁজ আসবে। সেদিনও তুমি সাজবে।
কথা ছিল- রমনার সেই বটের তলে দুজনে পাশাপাশি, খুব কাছাকাছি, অথবা দুজন দুজনার পিঠে হেলান দিয়ে বসে দুরন্ত এক কোকিলের তীক্ষ্ণ সুরের সাথে ঠোঁট মেলাবো।
কথা ছিল- একটি চাঁদনী পসর রাতে, এক চিমটি ভালবাসা, এক চামচ অনুভূতি, একগ্লাস ঠাণ্ডা আবেগ দিয়ে, বাসার ছাদের উপর আমাদের প্রথম বিবাহবার্ষিকীর ট্রিট দিবো।
কথা ছিল- একটি বিকেলের গোধূলি লগ্নে সূর্য ডোবা দেখার নাম করে দুজনে কোনো শরতের কাশবনে হারিয়ে যাবো। একটি লাল ব্লাউজের সাথে আকাশী রঙের শাড়ি পরে লুকোচুরি খেলায় মাতবে তুমি। আর আড়ালে থেকে আমি সেই আকাশী শাড়ির আর সাদা কাশফুলের তৈরি আকাশের বিশালতায় খুঁজবো নিজেকে।
কথা ছিল- কোন এক নির্ঘুম নিঝুম রাতে ছাদের উপর গিটার বাজিয়ে সুর তুলবো দুজনে। তোমার কোলে মাথা রাখতেই হাত প্রসারিত করে প্রতিযোগিতায় মেতে উঠবে ঐ দূরের আকাশের তারা গণায়।
কথা ছিল- একটি শ্রাবণ মেঘের দিনে দুজনে রিকশা নিয়ে বৃষ্টির মাঝে কাকভেজা ভিজে শহর ঘুরে দেখবো। কখনো অধিক উষ্ণতায় রিকশার হুক টেনে দিয়ে কাঁপা ঠোঁটের শিহরণে তৈরি করবো হাজার বৃষ্টি বিলাসী গল্প।
কথা ছিল- একটি জোনাকিপোকার মিছিলের মাঝে খুব শক্ত করে বাহুডোরে জড়িয়ে ধরে প্রশ্ন করবে, "আচ্ছা আকাশ থেকে তারা খসে পরে কেন?" আমি তোমার হঠাৎ উদ্ভট প্রশ্ন শুনে আরো শক্ত করে বাহুডোরে জড়িয়ে বলবো, "আকাশের সাথে যে তারাটা বেঈমানি করে, সেই তারাটা আকাশ ছেড়ে দেয়। তাই খসে পরে।"
কথা ছিল- আমাদের প্রথম কন্যাসন্তান হলে আমার নামের সাথে নাম মিলিয়ে রাখবে। আর যদি ছেলেসন্তান হয় তাহলে তোমার নামের সাথে মিলিয়ে রাখবে।
.
অথচ একটা কথাও রাখলেনা অবন্তী!
.
লেখকঃ ডাকনাম ইমু ইমরান
©somewhere in net ltd.