![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
বাজারের সবচেয়ে যে পচনধরা মাছটাকে আঙুল দিয়ে টিপেটুপে দেখে শতশত মানুষ ফেলে রেখে যাচ্ছে। বাবার হাতে সে মাছটা দেখেও কোনো পরিবারের সন্তানদের মুখে হাসি ফুটে।
একটু লক্ষ্য করুন, নিজের অবস্থানটাকে আপনি তুচ্ছ বলে ধিক্কার দিতে ঠিক ১ মিনিটও সময় নিচ্ছেন না! মুহূর্তেই চাওয়া পাওয়ার প্রশ্ন তুলে নিজেকে বিষণ্ণ করে তুলছেন কয়েক সেকেন্ডের মাঝে!
নিজের মা বাবাকে ধিক্কার দিচ্ছেন প্রতিনিয়ত, "তাঁরা কি দিয়েছে জীবনে? জন্ম দেওয়া অব্দিই কি তাদের দায়িত্ব শেষ! না পেরেছে নিজেরা একটা ভালো পজিশনে দাঁড়াতে, না পারবে অন্যের সন্তানদের মতো লক্ষলক্ষ টাকা দিয়ে নিজেকে একটা পজিশন দিতে?"
এই প্রশ্নগুলো খুবই কমন। কারণ প্রায় সকল মধ্যবিত্ত পরিবারের হতাশাগ্রস্ত সন্তানগুলোই একটা সময় ইচ্ছায় অনিচ্ছায় এই প্রশ্নের সম্মুখীন হয়। আসলে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বরং এটাই স্বাভাবিক।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে, প্রকৃতির মাঝে কোটি কোটি টন পাখিদের খাবার স্রষ্টা দিয়ে রেখেছেন ঠিকিই। কিন্তু সে খাবারটা পাখিদের সংগ্রহ করে খেতে হয়।
বিষয়টা আপনার ক্ষেত্রেও ঠিক তাই। সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে পৃথিবীর মাঝে। সেটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে, সংগ্রহ করতে জানতে হবে।
নিজের খাবারের জন্য, সাফল্যের জন্যে শুধুমাত্র আপনাকেই ছুটতে হবে। সাফল্য কিংবা খাদ্য আপনাআপনি কেউ কোনদিন মুখে তুলে দিবে না। সেসব আপনাকেই খুঁজতে বের করে ভোগ করতে হবে।
.
লেখক: ইমু ইমরান।
©somewhere in net ltd.