![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
একজন বলছে, "আব্বু তুমি কান্না করতেছো যে!"
আরেকজন বলছে, "আমাকে বাঁচান, আমাকে বাঁচান!"
আরেকজন বলছে, "এরপরেও যদি আপনারা শুনতে চান আমার কোথায় কোথায় ধরেছে, তাহলে তাদের দেখায় দিবো!"
কোথায় দাঁড়িয়ে আছি আমরা আজ! ছিঃ! এটা কি সত্যিই আমাদের দেশ? নাকি অন্যের দালানের ভাড়াটিয়াদের মতো হয়ে গেলাম আজ?
স্তব্ধ হয়ে যাচ্ছি ক্ষণেক্ষণে যখনি দেখছি মানুষ হয়ে মানুষকে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করছে, লাঞ্ছিত করছে, মেরে ফেলছে। ঠিক তখনি নিজেকে বারংবার ধিক্কার দিচ্ছি, ধিক্কার দিচ্ছি এই রাজনৈতিক ব্যবস্থাকে।
একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে পরাধীন হয়ে এমনভাবে বেঁচে থাকা মানে বিবেক, মনুষ্যত্ববোধ, সক্ষমতা থাকতেও মরে যাওয়া সমান।
আমি লজ্জিত ভাই নুরু, রাশেদ! লজ্জিত বোন তোর কাছে! আমাকে ক্ষমা করে দিস।
লেখকঃ ইমু ইমরান
©somewhere in net ltd.