![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
ক্লাস টু তে পড়া একটি বাচ্চাকে যদি জিজ্ঞাস করা হয়, 'জীবন মানে কি?'
সে বলবে 'পানি'।
কারণ ও শুনেছে পানির অপর নাম জীবন।
ঠিক একই প্রশ্ন যদি ক্লাস ফাইভে পড়া কাউকে জিজ্ঞাস করা হয়, 'জীবন মানে কি?
সে হা করে তাকিয়ে থাকবে। ভাববে এইটা আবার কেমন প্রশ্ন!
এসএসসি পাশ করা পরীক্ষার্থীকে যদি জিজ্ঞাস করা হয়, 'জীবন মানে কি?'
সে বলবে- 'পড়াশোনা করা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া।'
কিন্তু অনার্স শেষ করার পরে যদি ঐ মানুষটিকেই প্রশ্ন করা হয়, 'জীবন মানে কি?
সে বলবে, 'জীবন খুব কঠিন, নির্দিষ্ট সংজ্ঞা কিভাবে দেবো। শুধু এতটুকুই বলবো। জীবন মানে এখন ঘুষ দিয়ে চাকরি নাও, পরে নিজে ঘুষ খাও।'
সংসার জীবনের হাল ধরা মানুষটিকে যদি প্রশ্ন করা হয়, 'আপনার কাছে জীবন মানে কি?
সে হাসতে হাসতে বলবে, 'রোজ কাজের উদ্দেশ্যে সকালে বেরিয়ে যাওয়া আর সন্ধ্যায় বাসায় ফেরা। মাস শেষে যে টাকার অংকটা পাই তা দিয়ে পরিবারের সকল মানুষের মুখে হাসি ফোটানোই জীবন।
আর একজন বৃদ্ধের কাছে যদি প্রশ্ন করা হয়, 'জীবনের মানে কি?
সে চশমাটার গ্লাসে ফুঁক দিয়ে বলবে, 'জীবন মানে- 'চশমা ছাড়া, সব-ই ঝাপসা!'
ক্ষণিকের এই জীবন নিয়ে আমাদের কতো আয়োজন। বহুমুখী এই জীবনের সংজ্ঞাটা সবাই নিজের মতো করে দিতে পারে। তবে বার্ধক্যের সাথে সাথে নিজের জীবনের সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে যায়।
তবে আমার কাছে জীবনের সংজ্ঞাটা খুব ছোট। 'আজ ঘুমিয়ে গেলে, আগামীকালের ভোরটা আর নাও দেখতে পারি।'
ঠুনকো জীবনের এই শত আয়োজনে হয়তো আমরা নিজের আসল প্রয়োজনটাই ভুলতে বসেছি। আজ মারা গেলে কাল কেউ বলবেনা তোমাকে প্রমোশন লেটার দেওয়া হয়েছে কিংবা বলবেনা ব্যাংক একাউন্টে কত টাকা জমা রেখেছো। কিন্তু কিছু প্রশ্ন কেউ ঠিকই করবে, "কবরে কতটুকু আমল নিয়ে এসেছো তা জানার জন্যে।ফেরেস্তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমলটুকু আমরা অর্জন করতে পাড়লাম কি?
.
- ডাকনাম ইমু ইমরান।
©somewhere in net ltd.