![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখালিখি পেশা নয়, নেশা! আর আমি লেখায় আসক্ত
পশ্চিমাকাশে সূর্যাস্তে প্রায়। ঠিক এমন সময় তোমার বাড়ি ফেরা। বাড়ির পথে, পাড়ার মোড়ে কিংবা চায়ের দোকানের টঙে বসে তোমাকে একপলক দেখার নেশাটা- আফিমের নেশার চেয়ে কম ছিলো না।
চলতিপথে তোমার সেই আড়চোখে তাকানোটা ছিলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আর একবার পিছু ফিরে তাকানোটা যে, আমার কতশত রাতের ঘুম হারাম করে দিয়েছে- তা শুধু আমিই জানি!
তোমার অনুপস্থিতিতে এক আকাশ মনখারাপ নিয়ে বসে থাকাটাকে আমি ভালোবাসা নামেই জানতাম। কিন্তু সম্মুখীন দাঁড়িয়ে ভালোবাসি কথাটি বলার সাহস কখনোই আমার হয়ে উঠেনি!
তবুও আমাদের মাঝে প্রেম হয়েছিল। একে অপরকে আমরা দীর্ঘকাল ভালোবেসেছি। যদিও আমরা কেউ কারো কাছে আসিনি; কেউ কারোর হতে পারিনি।
- ডাকনাম ইমু।
©somewhere in net ltd.