![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
just another brick in the wall
হিমেল আর আমি , পৌষের সন্ধ্যা
দুরুদুরু বুকে দাঁড়িয়ে বায়তুল মোকাররমের সামনে
একটা রিক্সা বড়ই প্রয়োজন , হাতে ৫০ মিমি লেন্স
এবং আগামীকাল ফ্লাইট আমার দূরান্তরে ।
হঠাৎ দেখলাম তিনি আসছেন ,
কোন ত্রিশূল বা চক্র নয় , তার হাতে রিক্সার হ্যান্ডেল
ত্রিচক্রযান নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন জিসাস ক্রাইস্ট ,
আমার মুগ্ধ চোখের সামনে হে মহামানব ।
হিমেল শান্তিনগরের ভাড়া দরদাম করছিলো
যীশু বললেন , " ত্রিশ টাকা "...
হিমেল কিছু বলতে যাচ্ছিল , আমি ধমকে দিলাম ..
"চোপ, বেয়াদপ ... যীশুখ্রিস্টের সাথে বার্গেইন করতে নেই "
তার মাথায় টকটকে লাল ক্যাপ , চোখে সানগ্লাস ...
আমাদের বুকে নিয়ে রিক্সা এগিয়ে চলেছে টুংটাং ...
আমরা দুরুদুরু বুকে পেছনে ,
সামনে বিষাক্ত শহর হাতে জিসাস ক্রাইস্ট !
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
মেঝদা৬১ বলেছেন: এই বিপদে সে তো উদ্ধার করেছে। ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর সুষম! চমৎকার কনসেপ্টে অন্যরকম ভালো একটা কবিতা।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তার মাথায় টকটকে লাল ক্যাপ , চোখে সানগ্লাস ...
আমাদের বুকে নিয়ে রিক্সা এগিয়ে চলেছে টুংটাং ...
আমরা দুরুদুরু বুকে পেছনে ,
সামনে বিষাক্ত শহর হাতে জিসাস ক্রাইস্ট !
সুন্দর!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
অদ্বিতীয়া আমি বলেছেন: হঠাৎ দেখলাম তিনি আসছেন ,
কোন ত্রিশূল বা চক্র নয় , তার হাতে রিক্সার হ্যান্ডেল
ত্রিচক্রযান নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন জিসাস ক্রাইস্ট ,
আমার মুগ্ধ চোখের সামনে হে মহামানব ।
সুন্দর , অন্যরকম সুন্দর ভাবনার কবিতা
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
রোজেল০০৭ বলেছেন: চমৎকার লিখেছিস।
+++++++++++++++++++++
আছিস কেমন তুই?
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
মতলববাজ বলেছেন: পোস্টে ঢুকার আগে আমি মনে করেছিলাম জিসাস মানে জিয়া সাংস্কৃতিক সংগঠন এর রিক্সায় আপনি চরেছিলেন
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল অনেক
+++
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, অতি চমৎকার ||
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৯
আমি তুমি আমরা বলেছেন: মতলববাজ বলেছেন: পোস্টে ঢুকার আগে আমি মনে করেছিলাম জিসাস মানে জিয়া সাংস্কৃতিক সংগঠন এর রিক্সায় আপনি চরেছিলেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
অদৃশ্য বলেছেন:
অনেকদিবাদে আপনার লিখা পড়া হলো... ভাবনাটা দারুন ...... খুবই ভালো লেগেছে লিখাটি...
আশাকরছি ভালো চলছে সব.... সামনে আরও লিখা পাবার অপেক্ষায় থাকলাম...
শুভকামনা...