নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মুঠোভরা অন্ধকার

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...

শামীম শরীফ সুষম

just another brick in the wall

শামীম শরীফ সুষম › বিস্তারিত পোস্টঃ

বেহুলাবর্তন

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮









নুড়িপাথরের মহোৎসবে আমি অনাকাঙ্ক্ষিত হতে গিয়ে ফিরে এসেছি

সুতোয় সুতোয় বোনা কাশফুল আর নর্তকী বেহুলার সস্তা হাহাকার ,

তারস্বরে চারপাশে বিষাক্ত কেউটে আর বেহালার বিষ ,

নগ্ন আগুনের ছাপ আর কালো কালো মুখোশের ভিড়ে ।

আমি সামাজ্যবাদের দালাল হতে গিয়ে ফিরে এসেছি ।



পশুগন্ধী মুখোশ আমাকে নগ্ন করে আমার উরুসন্ধিতে মুখ লুকায় ,

তার লালসার বাসরে বাসবদত্তা না হয়ে আমি ফিরে এসেছি ,

ডাস্টবিনে মুখ লুকায় সদ্যপ্রসূত জারজ , আমি তার মুখের প্রথম বুলি

হতে পারতাম , পৃথিবীর প্রতি তার প্রথম গালি হতে পারতাম ।

আমি মাতাল না হয়ে , পাগল না হতে পেরে জনসমুদ্রে ফিরে এসেছি ।



মানুষ মরণশীল কোন কীট , মানুষ ভীতু কোন কীট , অহর্নিশ ;

তাদের ক্ষুদ্রতা আমার দেহ লীন করে হারিয়ে গেছে দূরে , রাস্তায় রাস্তায়

আমি হাজারো চোখের গণিকা হতে পারতাম , আমি নখর

হতে পারতাম , আমি রক্তমাখা জামা টেনে টেনে ছিড়েঁ ফেলতে পারতাম

আমি কিছুই না হতে পেরে একরাশ রক্তজমা থুথু হয়ে ফিরে এসেছি ।



জয়োল্লাসে মাতো , জারজসন্তান ।

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

শামীম শরীফ সুষম বলেছেন: ধন্যবাদ , হামাভাই

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

অক্টোপাস পল বলেছেন: মুগ্ধ হলাম।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

শামীম শরীফ সুষম বলেছেন: ধন্যবাদ , পল :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

সায়েম মুন বলেছেন: ঝাঝালো।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

শামীম শরীফ সুষম বলেছেন: সিরাম :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমতকার... চমৎকার...

খুবই ধারালো এবং খুবই বাস্তব।

আমি নখর
হতে পারতাম , আমি রক্তমাখা জামা টেনে টেনে ছিড়েঁ ফেলতে পারতাম
আমি কিছুই না হতে পেরে একরাশ রক্তজমা থুথু হয়ে ফিরে এসেছি ।


২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

শামীম শরীফ সুষম বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

নীল ত্রিস্তান বলেছেন: ভয়াবহ !!!!!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

শামীম শরীফ সুষম বলেছেন: তোর প্রোপিকের মত ?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
৫ নং ভালোলাগা

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

শামীম শরীফ সুষম বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগলো।

চমৎকার লিখেছিস।

৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আরজু পনি বলেছেন:

কবিতাটা পড়ে লাইক দিতে যেয়ে দেখি এর মধ্যেই লাইকড!!!

মন্তব্য না করায় ভুলে গিয়েছিলাম।

কি বলবো বুঝতে পাচ্ছি না।

...আকাশচারীর এতো অসাধারণ লিখা!!!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

শামীম শরীফ সুষম বলেছেন: ধন্যবাদ , আরজুপনি

আকাশচারীদের লিখতে মানা নাকি ?

৯| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

এতোদিন আগের লিখা, কিন্তু মন্তব্যের জবাব দিচ্ছেন না কেন?!

:(

নতুন পোস্ট করে ফেলুন।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

শামীম শরীফ সুষম বলেছেন: দিলাম

লেখালেখি ছেড়ে দিয়েছি ভাই

১০| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

অদৃশ্য বলেছেন:




সুষম

অত্যন্ত সুন্দর লিখা... আপনার এদিকে অনেকদিন আসা হয়েছিলো না, বা আমিই নিয়মিত ছিলাম না...


জানিনা আবার দেখা হবে কিনা আপনার সাথে ... ভালো থাকুন

শুভকামনা...

১১| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: দ্বিতীয় প্যারাটায় অসম্ভব রকমের মুগ্ধতা !!! ভীষণ ভালো লাগলো ।

সামাজ্যবাদের দালাল -- ব্যাপারটা কি বুঝি নি !

নাকি সাম্রাজ্যবাদ হবে ?

১২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন:

সহব্লগারদের তো নিজের তোলা অসাধারণ সব ছবিও অন্তত দেখাতে পারেন... :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.