নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মুঠোভরা অন্ধকার

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...

শামীম শরীফ সুষম

just another brick in the wall

শামীম শরীফ সুষম › বিস্তারিত পোস্টঃ

ওথেলো

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪





অন্ধকার তোমার ছায়ার মতই মিশে থাকে অনুষঙ্গে ।



যখন তুমি ঘুমিয়ে পড়ো শিশুর মত,

যখন তুমি মাতৃজঠরের মমতায় মিশো অবলীলায় ,

যখন তোমার ঠোটের তিলে , লীন হয়ে যায় আকাশের নীল

তখন্ও কোথায় অন্তরালে আমার চিবুকে ডাহুকের ডাক।



প্রতিরাতে যখন জোনাকিগুলো ঘুমুতে যায় , মেঠো কাক আর তৃষিত জল

যখন তোমার চিবুক ছুঁয়ে পেতে চায় অমরত্ব ,

তখন্ও তুমি জেনে রেখো , আমার গোপন গল্প ;

অভিজ্ঞ শত্রুর মত নিপুণ দক্ষতায় বুকে বাসা বুনে চলে সে ক্রমাগত ।



দাদী কাঁথার বুননে বুনে গিয়েছিলেন তার জীবন ,

প্রায়ান্ধ চোখের জলে তিনি শুনিয়েছিলেন অনেক অজানা ;

তখন সে এক আশ্চর্য সময় ছিলো ; তখন মানুষের চোখের কোণে ,

একখন্ড হীরে হয়ে জ্বলে উঠতো অনুভূতি ।



হিসেব কষিনি কখনো , কতগুলো রাত পেরোলে আমি একটু কাঁদতে পারবো ঠিক কতগুলো অন্ধকার বুকে জমা হয়ে ,

ভিসুভিয়াসের মত আমায় গ্রাস করবে তার করতলে ,

নদীগর্ভে ঘরের মত ,

প্রমত্তা পদ্মায় খড়কুটোর মত ,

পুরনো তাসের মত ,

ভাঙা চুড়ির মত ?



কখন চলে যাব ?

কখন ,আমায় জনমানুষ-ভালোবাসা-ঘৃণাবোধ অভিনয় থেকে ?

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৪

এহসান সাবির বলেছেন: দারুন.....

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর সুষম। খুব ভাল লাগল।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: সুন্দর!!!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার !!!
ভাল লাগল।

++++++

৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রচ্ছদ এবং কবিতা দুটোই ভালো লেগেছে।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটা আর্তনাদ বা অপেক্ষা।

সুন্দর।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

টুম্পা মনি বলেছেন: হিসেব কষিনি কখনো , কতগুলো রাত পেরোলে আমি একটু কাঁদতে পারবো ঠিক কতগুলো অন্ধকার বুকে জমা হয়ে ,
ভিসুভিয়াসের মত আমায় গ্রাস করবে তার করতলে ,
নদীগর্ভে ঘরের মত ,
প্রমত্তা পদ্মায় খড়কুটোর মত ,
পুরনো তাসের মত ,
ভাঙা চুড়ির মত ?

এই অংশটুকু অসাধারণ লাগল।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর !
সুষম :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: লাজবাব । :)

১২| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার লেখা প্রথম এমন সময়ে এসে পড়লাম যখন আপনি ব্লগ ছেড়ে উড়ে বেড়াচ্ছেন
কাঙ্খিত আকাশের অসীম সীমানায় অথবা ব্যক্তিগত ভুবনের নদীতে খুব আছেন ডুবে !

ভালোলাগা রইলো।

১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬

শামীম শরীফ সুষম বলেছেন: আপনাকে এখানে দেখে অবাক এবং খুশি হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.