![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
just another brick in the wall
প্রিয়তা,
তোমার চোখের একখন্ড বরফ পড়ে থাকে চায়ের টেবিলে
নীল স্ফটিকজমা সেই অন্ধকার জমে যায় কুয়াশায়, যখন
দেখা যায় না কিছুই, হাত বাড়ালেই হাহাকার বেজে ওঠে টুংটাং
মৃত নগরে জোনাকী নেই, জোছনা নেই, কোন মরুদ্যান নেই
আসমুদ্রহিমাচল অগ্রাসনে তোমার সাথে শুধু এক নক্ষত্র দূরত্ব
কাটা হাতের মত মেঝেজুড়ে পড়ে থাকে আমাদের নিথর মুঠোফোন
কৃষ্ণচূড়ার মোড়কে জমা ধূসর দীর্ঘশ্বাসগুলো, আলমিরায়
আমাদের মাঝে খুব জমে যায় বার্লিনের দেয়াল, রূগ্ন পাথর
গড়িয়ে পড়ে রক্তের ছাপ, লোনা গল্পগুলো জমিয়ে রাখি সযত্নে
কোন মানুষ কোনদিন শোনেনি তাদের কখনো
আমরা সেই অস্ফুট নদীর দুপাশে বসে থাকি অনায়াসে
নদীর পাড় ভাঙ্গে, ভেঙ্গে পড়ে নগরের হলুদ নি:শব্দ্য,
তারমাঝে আমরা চোখে চোখ রেখে বসে থাকি স্ফিংসের মত,
দেখা হয় না আমাদের, কথা হয় না বহুদিন, জানা হয়নি
পৃথিবীর সবচেয়ে জিজ্ঞাসিত, সবচেয়ে আকাঙ্খিত, ভালোবাসাময় প্রশ্নটির উত্তর -
কেমন আছো তুমি ?
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
বার্লিন প্রাচীর ধসে যাক| ভালবাসার জোয়ারে ডুবে যাক মনের অলিগলি | আর এভাবেই নদীর দু'তীরে নামুক স্নিগ্ধ জোছনা রাত্রি|
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
আরজু পনি বলেছেন:
মুগ্ধতা নিয়ে পড়লাম।
অসাধারণ!
নিজের সংগ্রহে রাখলাম কবিতাটি।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
আরজু পনি বলেছেন:
বাস্তবে পরিচয় না থাকলে বলতাম,
"ভালো আছি"
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
আহা রুবন বলেছেন: খুব ভাল লাগল।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল
৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
নতুন বালক বলেছেন: যেন নিজেরই মনের কথা এভাবেই লিখে যান সবসময়ই
৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
এম এ কাশেম বলেছেন: দারুণ।
শুভ কামনা।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
বিজন রয় বলেছেন: নিজের ভিতরেই নিজের অবয়ব।
+++
১১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
লেখা সুন্দর হয়েছে ।
মনে হয় ভালো আছে।