নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মুঠোভরা অন্ধকার

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...

শামীম শরীফ সুষম

just another brick in the wall

শামীম শরীফ সুষম › বিস্তারিত পোস্টঃ

তুমিহীনতায়

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬




রূগ্ন হয়ে গেছে দুপাশের সরল গাছগুলো,
জট বেধে গেছে সহজ হিসেবে, মেলাতে পারিনা কিছুতেই,
চুলগুলো হয়ে গেছে এলোমেলো ডানামেলা পাখি, পাতে
লবণ কম হয়ে যায় কখন টের পাই না আর, চায়ের কাপে জমে সর,
মরু রাজপথে দীর্ঘ জ্যামে বসে থাকি ক্লান্তিহীন, ফোনটা বেজে চলে,
শুধু কথা শুনতে ইচ্ছা করে না ।
শুধু কথা বলতে ইচ্ছা করে না।


বসন্তটা টকটকে লাল ছিলো কৃষ্ণচূড়ায়,
তুমি চিবুকে লুকিয়েছিলে মুখ কান্না সামলাতে সেদিন
এখন কর্ডলেস হৃদপিন্ডে কোন ব্যাথা নেই, অক্ষর নেই কোন -
বর্ষাশেষে রাস্তায় জমা একরাশ আঁজলা ভরা আনন্দ নেই,
আর কোন মেঘদল আপন করে নেয় না কাছে,
ঘুমুবার গল্প করে না কখনো , ইনবক্সে জমে অপ্রয়োজনীয় পংক্তি
রাতগুলো শুধু চোখের নিচে কাজল হয়ে জমে থাকে কাঁচে
ঘুম আর জাগরণের প্রয়োজনে ।


প্রিয় নীল শার্টটার রং জ্বলে গেছে কখন,
তুমি চলে যাবার পর থেকে, মুখে তুলে
ভালোবাসেনি কেউ তোমার মত করে আর, কখনো
শিশিরের শিরিষে ঘষে ঘষে উঠে গেছে বকুলের দল – টেরই পাইনি,
তোমার মত হাসেনি কেউ, বলেনি অস্ফুট চেনা শব্দগুলো,
ফাগুন আসেনি আর চায়ের দোকানে , কড়ই গাছের নিচে, এই শহরে ।


তোমার মেহেদী আঙ্গুলে এখন ফোটেনা কোন ফুল,
কোন কুয়াশা তার ওম দিয়ে আর ঢেকে দেয় না পাঁজর,
কখনো মেনুহীন কখনো কোহেন – লাইনগুলো কাগজের মত উড়ে
আর বিষক্লান্ত শবদেহে পড়ে থাকে কিছু মমতার ছাপ ।
তুমি চলে যাবার পর থেকে।


প্রতিদিন আয়নাতে অন্য একটা মানুষ দেখি ,
প্রতিদিন আয়নাতে অন্য কারো চুল আঁচড়াই ।



( উৎসর্গ : ফাহিম ভাই । আপনি না থাকলে এটা লেখা হত না, কথাটা সত্যি )

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা সত্যি অসাধারন.,,,,
+++++
কর্ডলেস হৃদপিন্ড!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার, শুভেচ্ছা রইল ভালো থাকবেন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

হাসান মাহবুব বলেছেন: আহা সুষম! কতদিন পর তোমার লেখা পড়লাম! তোমার কথা ভাবছিলাম আজকে। নক করবো ফেসবুকে।

কবিতা ভীষণ সুন্দর হয়েছে।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

ইসরাত জাহান তি্ষা বলেছেন: "প্রতিদিন আয়নাতে অন্য একটা মানুষ দেখি ,
প্রতিদিন আয়নাতে অন্য কারো চুল আঁচড়াই ।"


অদ্ভুত সুন্দর। অনেক ভালো লেগেছে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার চোখে নতুন আমি।

দারুণ লাগল।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

সানজিদা হোসেন বলেছেন: অসাধারন সুন্দর লেখনী । বেশি বেশি লিখতে থাকুন

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

৮| ০৮ ই মে, ২০২২ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর হয়েছে কবিতাটি। + +

"প্রতিদিন আয়নাতে অন্য একটা মানুষ দেখি ,
প্রতিদিন আয়নাতে অন্য কারো চুল আঁচড়াই" - মন ছুঁয়ে গেল!

৯| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!! কতদিন পরে এলে!!!

ফেসবুকে তোমার বাবুটার সুন্দর সব ছবি দেখি!!

পুরাই পরীবাচ্চা!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.