নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নিয়ে কুরআনের আয়াত

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯



"প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে"। (সূরা আম্বিয়া):৩৫



"প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়"।(সূরা আল ইমরান):১৮৫





"তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুতঃ তাদের কোন কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোন অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে, যারা কখনও কোন কথা বুঝতে চেষ্টা করে না"। (সূরা আন নিসা):৭৮

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: হুম!!!!
সকলের সব রকমের ভন্ডামী শেষ হবে একদিন।

এতো দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে নিজের হিসেবকে আরো কঠিন করছে সবাই। ছেলের জন্য এক কোটি টাকা হলে হয়ে যায়, কিন্তু না ছেলের চৌদ্দ পুরুষ যেন বসে বসে খেতে পারে সেজন্য চাই হাজার কোটি টাকার মালিক হওয়া।

আল্লাহ আমাদের বুঝ দিন। দুর্নীতি মুক্ত রাখুন। পরকালে যেন কঠিন শাস্তির মুখোমুখি না পড়তে হয়।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

ইনফা_অল বলেছেন: আল্লাহ আমাদের বুঝ দিন। দুর্নীতি মুক্ত রাখুন। পরকালে যেন কঠিন শাস্তির মুখোমুখি না পড়তে হয়।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ডাইস বলেছেন: পোস্ট আর প্রোপিকের ছাগলরে প্লাস...

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

Rain_in_Sydney বলেছেন: Nice one. No doubt either.. Please take a look to our future home if you would like to..Pls Click This Link

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি

লেখক বলেছেন: নবীজীর বেলাদত শরিফ ১২ই রবিউল আওয়াল উদযাপন
ঈদে মিলাদুন্নবি সা যথা যুগ্য মর্যাদায় উদযাপন ও আনন্দ প্রকাশ
ইমানদার মুমিন গনের জন্য অসংখ্য রহমত ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবাদত ।
তার জুতা মোবারকের ছোঁয়ায় আল্লাহর আরশ মহল্লা সম্মানিত
তিনি যে আমাদের জন্য দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরন হইয়াছেন
তার জন্য আনন্দ ও খুশি প্রকাশ করা সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । বিখ্যাত
সাহাবা কেরাম গন তাবেয়িন তাবে তাবেয়িন গন এবং অলি আউলিয়া পির মাশায়েখ কামেল আলেম গন দিনটি মর্যাদার সহিত উদযাপন করতেন ।

আমরা রহমত হইতে বঞ্ছিত হইব কেন ?

রিবেশ বন্ধু বলেছেন: ফরজের চাইতেও বেশি বললে ভুল হবেনা

আল্লাহ যার নামের সাথে নাম মিশিয়ে দিয়েছেন এবং যার খাতিরে সৃষ্টি
সমুদয় পয়দা করেছেন , হেদায়েতের ভার দিয়েছেন , শাফায়াতের কাণ্ডারি বানিয়েছেন এবং সদা সর্বদা দরুদ ছালাম ভেজে থাকেন
অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে সেই দয়াল নবীজীর প্রতি বেলাদত ও
তাজিম ঈমানের শক্ত আকিদা
ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সব ঈদের সেরা
তার রহমত আদায় কর পড় দরুদ জানাও ছালাম মদিনা মনোয়ারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.