নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

ন্যায় বিচার নিয়ে ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭



Surah An-Nisaa (সূরা আন নিসা)



(৫৮) নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। আর যখন তোমরা মানুষের কোন বিচার-মীমাংসা করতে আরম্ভ কর, তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী।

Verily! Allâh commands that you should render back the trusts to those, to whom they are due; and that when you judge between men, you judge with justice. Verily, how excellent is the teaching which He (Allâh) gives you! Truly, Allâh is Ever All­Hearer, All­Seer.



Surah Al-Maidah (সূরা আল মায়েদাহ)

(৮) হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত।

O you who believe! Stand out firmly for Allâh and be just witnesses and let not the enmity and hatred of others make you avoid justice. Be just: that is nearer to piety, and fear Allâh. Verily, Allâh is Well­Acquainted with what you do.

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইনফা_অল বলেছেন: চমৎকার একটা নামের অধিকারী আপনি। আপনার বুঝা উচিৎ ছিল আমি আল-কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছি।

যারা বিচারক তাদের উদ্দেশ্যে আল্লাহতায়ালার এই আয়াত। তারা যেন ন্যায় বিচার করে। সম্প্রতি কাদের মোল্লার বিচার নিয়ে পক্ষ-বিপক্ষ আলোচনা চলছে তার ভিত্তিতেই আমার এই পোষ্ট। কাদের মোল্লার দোষ বিবেচনা করে বিচারক যেই রায় দিয়েছেন সেটা যদি কম হয় তবে তাকে আল্লাহর কাছে জবাদিহি করতে হবে। বিপরীতটা হলেও একই কথা। ধন্যবাদ

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

কিছুই পারিনা বলেছেন: গালি ছাড়া আর কি বা আছে সুন্দর নামের আড়ালে লুকিয়ে থাকা আস্ত শয়তানদের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.