নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেইখ আসিম আল হাকিমের সেই কথাগুলোঃ
“মুসলিম দেশগুলোর মুনাফিকরা বলেঃ যদি তুমি শারিয়াহ (ইসলামি আইন) অনুসরণ করো, এটা তোমাকে হাজার বছর পেছনে নিয়ে যাবে!
আমি বলিঃ এটা আমাদের কোথায় নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময়ে? নাকি উমারের (রা) সময়ে যখন তিনি পারস্য আর বাইজানটাইন সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন? এটা কি আমাদের উমাইয়া খিলাফাতে নিয়ে যাবে, যখন তা দক্ষিন ফ্রান্স আর গেটস অফ চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিল? নাকি সেই সময়ে যখন আমরা আন্দালুসিয়া আর আজকের সমগ্র স্পেন শাসন করেছিলাম? সে কি ভুলে গেছে কুতয এর সময়ের কথা, যিনি মুসলিম বিশ্বকে মঙ্গোলদের হাত থেকে রক্ষা করেছিলেন? অথবা হয়তো সে বুঝিয়েছে সালাহুদ্দিন আইয়ুবীর সময়ের কথা, যিনি বর্বর ক্রুসেডারদের থামিয়ে দিয়ে আর পরাজিত করে জেরুজালেমকে মুক্ত করেছিলেন? নাকি সে ওসমানীও সাম্রাজ্যের কথা বলছে যখন মুসলিমরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অংশবিশেষে ৬ শতাব্দী ধরে রাজত্ব করে?
...
আল্লাহ্র কসম, শারিয়াহ আমাদের যেই যুগেই নিয়ে যাক না কেন, তা আমাদের যে কোন কল্পনার চাইতেও উত্তম। এটাই সময় আমাদের শারিয়াহ মেনে চলার এবং শারিয়াকে আল্লাহ্র রহমাতে আমাদের সম্মান, গৌরব আর মর্যাদার সময়ে নিয়ে যেতে দেয়া। আল্লাহ সেইসব সোনালী দিন আবার ফিরিয়ে আনুন।”
( সংগৃহীত)
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
ইনফা_অল বলেছেন: এখানে হেফাজত অপ্রাসংগিক আলোচনা। জন্ডিস সাংবাদিকের মত অফ-টপিকস এ আলোচনা নিয়ে যাবেন না। ধন্যবাদ
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এই কথা গুলার জবাব কোনো মুত্রমণার জন্য দেয়া কঠিন। আপানাকে ধন্যবাদ এগুলো তুলে আনার জন্য।
ইতিহাসের এতো উদাহরণ এরা দেয়, কিন্তু কাজের সময় ঠিকই মিথ্যা বলে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
ইনফা_অল বলেছেন: মুক্তমনা !! মুক্তমন নিয়ে ইসলামের ইতিহাস পড়লে সবমুক্তমনাকেই টাস্কিত হতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
একজন ঘূণপোকা বলেছেন: আল্লাহ্র কসম, শারিয়াহ আমাদের যেই যুগেই নিয়ে যাক না কেন, তা আমাদের যে কোন কল্পনার চাইতেও উত্তম। +++++++++
@কপোতাক্ষের তীরে এক অসামাজিক
মুত্রমণা
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
ইনফা_অল বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ। কাউকে খারাপ বাক্যে ডাকা ঠিক নয়।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত, আর প্লাস।
আর ব্লগে 'মুত্রমণা' বলতে এক বিশেষ গোষ্ঠিকে বোঝানো হয়, আপনিও তাদের জানেন
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
ইনফা_অল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
কাউকে খারাপ বাক্যে ডাকা ঠিক নয়।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
akash3269 বলেছেন: ছবি কথা কয় , এটা ৭০ এর দশকের আফগানিস্থান আর বর্তমান আফগানিস্থান
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
ব্লগার রানা বলেছেন: গাছ কে কাটছে??? আমেরিকা???akash3269????
লিখাটা সুন্দর হইছে,,,, আর ঐ পর্যায়ে যাওয়ার জন্য দক্ষ মুসলিম শাসক এই মুহূর্তে খুজে পাওয়া যাবে নাকি নআবার তালেবানী বাংলাদেশ দেখবো জানিনা..।
এই কারণেই দ্বিধায় আছি>>>> ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
মুহাম্মদ ফয়সল বলেছেন: শরিয়াহ্ আইন যদি সত্যিকার অর্থে হেফাজত চাইত, তাহলে হয়তো এ নিয়ে আলোচনা একটা ফলাফল দিত। কিন্তু হেফাজতিদের চাহিদা ভিন্ন দাদুভাই!