নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার রাশিয়ার পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা
এম এ আহাদ শাহীন: আওয়ামী লীগের ঘনিষ্ঠ দেশ বলে পরিচিত রাশিয়াও ৫ জানুয়ারির নির্বাচেন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধাšত্ম নিয়েছে।
নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাইভ এ কথা জানিয়েছেন।
রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি কাজী রকিবউদ্দীন গণমাধ্যমে নির্বাচন সম্পর্কে রাশিয়ার অবস্থানের কথা বলেছেন।
রাশিয়া পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে বলেছে, জানুয়ারির ১১ তারিখ পর্যšত্ম বড়দিনের ছুটি থাকায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেন।
জেন সাকি বিবৃতিতে বলেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে- এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার সুযোগ নেবে বলেই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।
কিন্তু যুক্তরাষ্ট্র হাতাশার সঙ্গে দেখল, তেমন একটি নির্বাচন আয়োজনে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি, বরং ৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেকেরও বেশি আসন থেকে গেছে প্রতিদ্বন্দ্বীহীন।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। তবে পরে নির্বাচনের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি হলে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাষ্ট্র তৈরি।
ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জানিয়ে দেয়, তারা এবার বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না।
ইইউর পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন অ্যাশটন এক বিবৃতিতে বলেন, জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের নানামুখী চেষ্টার পরও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অংশগ্রহণমূলক একটি নির্বাচনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
তার পর কমনওয়েলথ জানায়, বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে না ।
সুত্রঃ
Click This Link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
ইনফা_অল বলেছেন: সাথে এমেরিকান পন্যও তো বর্জন করা লাগে
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
পাঠক১৯৭১ বলেছেন: পুটিন হলো পৃথিবীর সেরা দুস্ট লোক, সে ক্ষমতায় যেতে ভোট গুনতে হয় না, শুধু ভোট হলেই চলে।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
ইনফা_অল বলেছেন: আমাদের তো ভোটও হওয়া লাগে না, এমনিতেই ১৫৪ টা পাশ
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
আমারও বলার ছিল বলেছেন: Click This Link
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
জেডআসাদস্ বলেছেন: চিন্তা করবেন না, ইন্ডিয়া নিশ্চই পাঠাবে। after all, ইন্ডিয়া আমাদের প্রধানমন্ত্রীর পূণ্যভূমি!!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
ইনফা_অল বলেছেন: “জয়” ইন্ডিয়া জিন্দাবাদ!
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
HHH বলেছেন: শুধু ভারতীয় পর্যবেক্ষক আসলেই হবে
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
ইনফা_অল বলেছেন: তারা না আসলেও চলে
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজাকার আর রাশিয়া দুইটাই ‘রা’ দিয়ে শুরু !
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
ইনফা_অল বলেছেন: রাশিয়া কি ধরেই নিয়েছে যে তারা অস্ত্র কিনার টাকাটা পাবেনা?
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
জেডআসাদস্ বলেছেন: ঠিক ই আসে। এই দেশ যা হওয়ার তাই হবে। আমি আর তুমি। আমরা নাই!! তাই আমাদের সাথে ও কেউ নাই। আমি আসি আর ইন্ডিয়া!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
ইনফা_অল বলেছেন: ইন্ডিয়া কি সব দিকের বর্ডার বন্ধ করে দিয়েছে?
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
মাহমুদ বিন হাফিজ বলেছেন: বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া আর সবাই রাজাকার। আর দেশের ভিতরে আমিলিগ আর শাহবাগী ছাড়া সবাই রাজাকার। আমিও রাজাকার। রাজাকার জিন্দাবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
ইনফা_অল বলেছেন: আমাদের বেয়াইও রাজাকার
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
জেডআসাদস্ বলেছেন: ইন্ডিয়া একা দিবে কেনো? এই যে বললাম আমি আর তুমি। যখন দেখবেন সাথে কেউ নেই, সামথিং রং!! এক ইন্ডিয়া দিয়ে চলবে না। বুঝে ও না বুঝলে কেম্নে হবে??
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
ইনফা_অল বলেছেন: বুঝে ও না বুঝলে কেম্নে হবে??
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
ভালোরনি বলেছেন: মাহমুদ বিন হাফিজ বলেছেন: বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া আর সবাই রাজাকার। আর দেশের ভিতরে আমিলিগ আর শাহবাগী ছাড়া সবাই রাজাকার। আমিও রাজাকার। রাজাকার জিন্দাবাদ
কয়দিন পর ফেইসবুকে স্টেটাস আসবো , , ,, ফিলিং রাজাকার
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
ইনফা_অল বলেছেন: রাজাকার শব্দটাই ঘৃনিত
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৩
ওপেস্ট বলেছেন: india kinte pare nay? devjanir choritro ja nosto hoyese ta kinte sob taka khoros hoye gese?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪
ইনফা_অল বলেছেন: oh really?
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন:
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
ইনফা_অল বলেছেন: সব তথ্য জানিতে চাই
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রবি ঠাকুরের একলা চলৌ কবিতায় গানে চললেও রাজনীতিত অচল
সারা বিশ্বকে দু'পায়ে ঠেলে আত্মঘাতি আওয়ামীলীগ রাজনৈতিক আত্মহত্যা করছে।
দু:খজনক!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ইনফা_অল বলেছেন: দু:খজনক!!!
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
আলোকন বলেছেন: জয় হিন্দ!!
কবে রান্ডিয়ান পাসপোর্ট দিব সবাইরে?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
ইনফা_অল বলেছেন: পাসপোর্ট দরকার নেই
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
nurul amin বলেছেন: না পাঠালে জুতা মারা খাক
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
ইনফা_অল বলেছেন: জুতা মারা দিয়ে দিয়েছে দাদা
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
nurul amin বলেছেন: না পাঠালে জুতা মারা খাক
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
ইনফা_অল বলেছেন: জুতা মারা দিয়ে দিয়েছে দাদা
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯
একজন ঘূণপোকা বলেছেন: HHH বলেছেন: শুধু ভারতীয় পর্যবেক্ষক আসলেই হবে
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সালটু বলেছেন: ইমরান মামু, আসেন এই বার রাশান পণ্য বর্জন করি, তবে পিয়ালের কিন্তু কষ্ট হবে, কারন উনি আবার রাশান ওইটার ফ্যান কিনা?