নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক যোগাযোগের সাইটগুলোতে একটি ভিডিওচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রটি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দলের নেতা রিজভী ও তার সহকর্মীদের সাথে শাদা পোশাকে (গোয়েন্দা সদস্য হবেন হয়তো) পুলিশের 'চোর-পুলিশ' খেলার মতো দৃশ্যটি। সেখানে সাকুল্যে দেখা যায়, দলের দু তিনজন কর্মী-সমর্থক রিজভীর সাথে উপস্থিত। বাকি কিছু কর্মী কলাপসিবল গেইটের ভেতরে। তবে তাদের চেয়ে বেশি উপস্থিত 'সরকারি বাহিনীর' লোক। গোয়েন্দা সদস্যরা হুট করে এসে চিলের মতো ছো মেরে ধরার চেষ্টা করছেন তাদের দু একজনকে। যেন গ্রামের স্কুলমাঠে কাবাডি কাবাডি খেলার দৃশ্য। ফেসবুকে দৃশ্যটি দেখে সরকারি দলের কর্মী সমর্থকরা এটাকে দেদার শেয়ার করছেন আর অট্টহাসি দিয়েরসালো সবমন্তব্য করছেন।
কিন্তু ওই ভিডিওটি দেখে আমার মোটেও হাসি পায়নি, পায় না। আমি অনুভব করেছি, একটি সরকার 'বিরোধী মত' দমনের কঠোরতায় কতোটা সফল হলে এমন অবস্থা তৈরি হতে পারে। দলের শীর্ষস্থানীয় সকল নেতা যখন আন্ডারগ্রাউন্ডে তখন মুখপাত্র হিসেবে রিজভী নামের একজন সবেধন নেতা দুচারটা বাণী-বিবৃতি দিতেন। সেই বিবৃতিতে দেশ অচল হয়ে যাবে, সেটা খোদ সরকারি কর্তা ব্যক্তিরাও মনে করেন না। অথচ সেই রিজভীকেও গ্রেফতার করা হলো। কেন এমন আচরণ? ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে এটা প্রত্যাশা করা যায় না। তারাও বিএনপির মতো বিরোধী মত দমনের চরমপথে গেলো। নৈতিকতায় না পেরে তারা গায়ের জোর খাটাতে গেল। দুই তৃতীয়াংশ আসনে জয়লাভকারী আওয়ামী লীগকে এমন চরিত্রে অভিনয় করতে দেখে জনগণ বিস্মিত; বঙ্গবন্ধুর অনুসারীরা স্তম্ভিত।
‘’লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাচঁতে চাই। জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো।ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও। রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়। লড়াই হবেসেখানে-বাধা আসবে যেখানে।‘’ এগুলো হলো আমাদের সোনার বাংলার রাজনীতিকদের মিছিলের শ্লোগান। কি সুন্দর তাই না?! কবে আমরা এসব স্লোগান বর্জন করব? দেশ গড়ার স্লোগান দেবার সময় কি আসেনি আজও; এই ৪৩ বছরেও? কোন সভ্য দেশে বাস করি আমরা, যে দেশের স্লোগানগুলো এখনো রক্তের বন্যায় ভাসানোর আহ্বাণ জানানো হয়। আর কতো, প্রিয় রাজনীতিক ভাই ও বোনেরা? এবার ক্ষেমা দেন। দেশবাসীকে শান্তি ও স্বস্তি দেন। তারা লড়াই চান না, জ্বালাতে-জ্বলতে চান না, রক্তের বন্যা পছন্দ করেন না। কেন নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য দেশবাসীকে আগুনের মাঝে ঠেলে দেন বারবার?
সুত্রঃ
Click This Link
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
গুগলরকস বলেছেন: আওয়ামী লীগ ঠিক কাজই করতেসে, তোরা জামাতের লোক মানুষ মারা আর ভিডিো আপলোড করা ছাড়া কি করতে পারোস জাতি দেখবে। জামাত না করসে তাই বিএনপি নির্বাচন করবে না, এইটাই শেষ কথা।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
ইনফা_অল বলেছেন: আপনার বিশ্লেষন যদি জামাত বুজত, তাহলে আপ্নাকেই মনে তাদের আমীর বানিয়ে দিত।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
উদাস কিশোর বলেছেন: গুগলরকস এর মন্তব্য পড়ে হাসি পেল ।
যা হউক ,ভাল লিখেছেন । অকট্য সত্য
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
ইনফা_অল বলেছেন: just share the topics
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কিছু ছিঁচকে চোর বঙ্গবন্ধুর কন্যাকে রাজনীতিতে পুরোপুরি পঁচিয়ে দিল।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: POWER CORRUPTS, ABSOLUTE CORRUPTS ABSOLUTELY;
MAJORITY DESTROYED (DEMOCRACY), ABSOLUTE MAJORITY DESTROYED (THE STATE);