![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন আগে মতিঝিলে জামায়াত-শিবির সমাবেশ করার অনুমতি চেয়েছিল এবং আমদের ডিএমপি তা দিয়ে দিল! কিন্তু কিভাবে? এই ঝামেলাকারীদের বিশ্বাস করল কেমনে? আমার কাছে এটা এখনো রহস্যময়। কিন্তু কথা হচ্ছে, তারা সমাবেশ করেছে এবং সফল হয়েছে (তাদের ভাষায়)। অবশ্য গণমাধ্যম ফলাও করে ছেপেছে এই কাহিনী। তবে প্রেক্ষাপট ছিল ভিন্ন। গণমাধ্যম সমাবেশের কারনে জনসাধারনের দুর্ভোগের কথা বেশি করে গুরুত্ব দিয়েছিল। অনেককেই বলতে শুনেছি, তাদের বিরক্তির ভাব প্রকাশ করতে দেখেছি, ক্ষোভও নেহায়েত কম ছিল না!
এখন যা হচ্ছে, সারা বাংলাদেশের আনাছে-কানাছে সবাই জানে। দাবী -ফাঁসী চাই। কার? কাদের মোল্লা'র। কারন -সে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত। কিন্তু সাজাটা আমাদের পছন্দ হয়নি। আমরা চেয়েছিলাম ফাঁসী। আমরা গনজমায়েত হয়েছি -একটাই আমাদের চাওয়া। কাদের মোল্লা'র ফাঁসী। দাবীর প্রেক্ষিতে -সে রায় আবার বিবেচিত হবে যেটা আমাদের ট্রাইব্যুনাল দিয়েছে।
এই দাবী আদায় তো আমাদের করতেই হবে! যে করে হোক আমরা আদায় করব। না হলে রাস্তা ছাড়ব না। ঠাই বসে থাকব। একটা গাড়িও শাহবাগ দিয়ে যেতে পারবে না। জনগন পারলে আকাশ পথে যাবে। আমাদের কি তাতে! এটা তাদের ব্যাপার। রাস্তা আটকে দিলাম তো দিলামই! !!!
শাহবাগ - ভালোই জায়গা। প্রজম্ম স্কয়ার। জব্বর নাম! !!! আমরা সেখানেই সমবেত হয়েছি -ব্লগার, সাহিত্যিক ও সুশীল সমাজ। কি নেই তাতে? ১০ বছরের ছোট ছেলে থেকে ৭০ বছরের বৃদ্ধ। আমাদের কে সরাসরি টেলিভিশন এ দেখাচ্ছে। মজাও পাচ্ছি! !!! তাই নয় কি! !!! যদি তাই না হয়ে থাকে তাহলে আমরা রাস্তা আটকে রাখব কেন? রাস্তা তো আমাদেরই! যুদ্ধ করে জয় করেছি। আমাদের আটকাবে কে?
আরে ব্যাটা, মিডিয়া -কিছু তো অন্তত লিখবি। আমাদের ব্যাপারে লিখতেছিস -ভাল কথা। রাস্তা অবরোধ করে রাখাতে যে মারাত্নক অসুবিধা জনগন পোহাচ্ছে, তাতে কি তোদের ভ্রূক্ষেপ নেই? কই সুশীল সমাজ? আমিও বা কোথায় আছি! যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি! ২০ মিনিটের পথ পাড়ি দিলাম ৩ ঘন্টায়! কি বেরসিক একটা কথা কইলাম! হা হা হা।
লেখার শুরুতে জামায়াত শিবিরের কথা বলেছিলাম। খুব খারাপ! চরম খারাপ! যুদ্ধের সময় এই ছেলেগুলো কি না করেছিল? খুন, ধর্ষন আরও কতকি! তাদের নেতা করা মানে তারা করা! এইতো যুক্তি। তাদের কারনে ওইদিন আমরা শান্তিতে রাস্তায় চলতে পারিনি। অফিসে যেতে পারিনি যথাসময়ে। বসের হালকা বকুনিও খেলাম। মারাত্নক জিদ ছিল সেদিন।
আজকেও সেরকম কিছু একটা আমার মধ্যে জেগে উঠতেছে। মাগার রাস্তায় সমাবেশ করার অনুমতি কই পাইলি? রাস্তা তো তোদের জন্য বরাদ্দ দেয়া না। এটা জনগনের চলাচলের জন্য। যথাসময়ে অফিস করে বেঁচে থাকার জন্য (বসের বকুনি না খেয়ে)। দয়া করে আমাদের বাঁচতে দে। অনেক বিশেষজ্ঞ আইনজীবী আছে, তাদের সাথে পরামর্শ করে বিচারের রায় পরিবর্তন করার কোন সুযোগ থাকলে কাজে লাগা। তবুও রাস্তা ছাড়। শান্তিতে বাসায় যেতে চাই। পরের দিন অফিস করার শক্তি জোগায়। মাফ চাই। মাফ! !!!
©somewhere in net ltd.