নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে যাওয়ার আর যোক্তিকতা দেখছি না। ...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

টানা সাত দিনের গন-আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করেছিলাম, কিন্তু আর পারতেছি না। এখন মনে হচ্ছে, আমি আসলেই নিরপেক্ষ হতে পারছি না। ঘটনার সুত্রপাত খুব বড় কিছু না। গতকাল, একাত্তর টিভি তে একটা টক-শো তে যা দেখলাম, শুনলাম তাতে আমি অতিশয় লজ্জিত। আমরা কেন আন্দোলন করতেছি বা আরও করব?

আন্দোলন যদি করতেই হয়, তাহলে দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহন করবে। বিএনপি বা জামায়াত অথবা আওয়ামীলীগের সবার উপস্থিতি বাঞ্ছনীয়। কিন্তু আমাদের ব্লগার মারুফ সাহেব কি শোনালেন? বিএনপি'র আসার পথে কাঁটা বিচিয়ে দিলেন। প্রথম দিকে আওয়ামীদের মঞ্চে আস্তে বারন করা হলেও গতকাল মমতাজ আসলেন। এর আগে মেনন সাহেব এলেন। প্রধানমন্ত্রী সংহতি জানালেন। এগুলো কিসের ইঙ্গিত বহন করে। ব্লগার মারুফ সাহেব কে আওয়ামী লীগে যুদ্ধ-অপরাধী থাকে সত্তেও তাদের নাম উচ্চারিত করছেন না কেন? উত্তরটা সুকৌশলে এড়িয়ে গেলেন। ভালোয়। তবে আশাহত হলাম। ভোরের কাগজের সম্পাদক সাহেব যে কোন গতিতে চলতেছেন তাও গতকাল উনি প্রকাশ করে দিলেন। উনি লজ্জা বোধে ভুগতেছেন, কাদের মোল্লাও প্রেসক্লাবের সদস্য আর উনিও। কিন্তু শওকত মাহমুদ (প্রেসক্লাবের সাবেক সভাপতি) র একটা প্রশ্নের জবাবে একবার বললেন, আমি জানতাম না যে ওরা যুদ্ধাপরাধী। কিন্তু পরক্ষনে প্রতিবাদের কথা আসাতে উনি বলে বসলেন, হ্যাঁ প্রতিবাদ তো করেছিলাম। আমি টাস্কি খাইলাম! হায় একি বলে? আর এটা ক্রমান্বয়ে আওয়ামী ঘরানার প্রতিবাদে রুপ নিচ্ছে। যা গত দুই দিনের সংবাদ গুলো দেখলে আমি খুব আত্ন-সংশসনে ভুগি। আর আমাদের লাকি আক্তারের উপর হামলার নেপথ্যে কে ছিলেন তাও পত্রিকার বদোলতে এখন সবাই জানে। তো আমি কোন দিকে যাব? বাসায় বসে থাকব নাকি শাহবাগে যাব! বাসায় বসে থাকলে, আমার বন্ধুরা আমায় জামাত বলবে আবার শাহবাগে এলে আমি আত্নগ্লানিতে ভুগবো। যে যাই বলুক, আমি আর যাচ্ছি না শাহবাগে। ব্লগার ভাইরা, আমায় গালি দিতে পার। কিছুই মনে করব না। আমি আমিই থেকে যেতে চাই।

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

টি_মৃদুল বলেছেন: বাপ্লবে বাধা আসবে না? এই জন্য বসে থাকরে বিপ্লব হয়?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আমার জন্য লেখা বলেছেন: উনি একজন ছাগু
"ডিএমপি'র অনুমতিঃ ১২ই মার্চ সমাবেশ প্রেক্ষাপট"
খুব খিয়াল কইরা

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

নিষ্‌কর্মা বলেছেন:
ভালো হয়েছে, দুর্বল মনের লোকজন যত কম যাবে, তত বেশি বেগবান হবে আন্দোলন। :#) :#)

আপ্নের ঐ সব জারগায় যাওয়নের কাম নাই। X( X( X( X(

ঘরেই থাকেন, ছাগুদের কথাবার্তা মন দিয়া শুনেনপ্রতিবাদ না করতে পারলে ম্যা ম্যা করে ডাকাটাই কি উত্তম না X(( X(( X(( । আল্লামারা জেল থেকে বের হলে কদম বুছি করিয়া দোয়া মাঙ্গিবেন। =p~ =p~ =p~

বেহেশত কনফার্ম এক্কেবারে! ;) B-) =p~

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

এই আমি রবীন বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড - ছাগু মাত্রই ভুল!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

নন্দনপুরী বলেছেন:
শাহবাগে গিয়েছিলে বাদাম খাইতে ... তোমার মন পড়েছিল শিবিরের কাছে..........

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

ইন্নো_৭১ বলেছেন: আমার বিপ্লব আমার আত্নার সমর্থন থেকে আসতে হবে। কারো দ্বারা পরিচালিত পথে না। @ টি_মৃদুল ভাই।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: JAMAT K KENO EI ANDOLON A ASHA KOREN? KI AJOB.
APNI CHHUPA CHHAGU NA TO.?

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ইন্নো_৭১ বলেছেন: অতিত নিয়ে কথা না বলায় শ্রেয়। আপনার লিঙ্কের জন্য ধন্যবাদ। আর একবার ওই পোস্ট পড়ার অনুরোধ রইল। @ আমার জন্য লেখা।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

রাতুল রেজা বলেছেন: এইটা কি বললেন? হাল ছেরে দিলে তো ছাগুদেরই জয় হবে। বাধা আসবেই কিন্তু তাই বলে হাল ছেরে দিলে আন্দোলনের দরকার ছিল কি?

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ফার্ুক পারভেজ বলেছেন: সহমত।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

অজানাবন্ধু বলেছেন: শওকত মাহমুদ কে দালাল মনে হইছে এখন
আপনাকেও তাই মনে হচ্ছে।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ইন্নো_৭১ বলেছেন: আমার কাজের পরিধির মধ্যে আমাকে থাকতে হয় এবং তা আমার সমর্থিত পথেই। সঠিক কথা ঘরে বসে বলি আর যেথায় থেকে বলি, বল্বই। @ নিষ্‌কর্মা

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনি যদি শাহবাগ না আসেন খুবই ভালো হয়।

বিএনপির কেউ আসেনি, ছাগুরাতো আসেইনি। আরও অনেক দোদুল্যমান, দুর্বল বিবেকের মানুষ আসেননি। ১৬ কোটি মানুষের মধ্যে দু একটা কুলাঙ্গার না আসলে আন্দোলন থেমে থাকবে না। আল্লাহ হাফেজ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

আহমেদ জী এস বলেছেন: ইন্নো_৭১,

আপনি বুদ্ধিমান হলে আর এই সংগ্রামের প্রতি আন্তরিক হলে , এই পোষ্ট দিতেন না ।
প্রশ্ন উঠবে , আপনি কেন গিয়েছিলেন সাত দিন ।
১ ) মজা দেখতে....
২ ) কোনও ত্রুটি বের করা যায় কিনা তাই দেখতে ...
৩) না কি কিভাবে জনগনের এই আন্দোলনকে দমানো যায় তার হিসাব কষতে ..
ইত্যাদি ইত্যাদি ।
আপনার লেখার ষ্টাইলেই পরিষ্কার , আপনি মোটেও আন্তরিক নন রাজাকারদের ফাঁসির ব্যাপারে । কোথাও যেন একটু গাত্রদাহ আছে ।
আপনি আদৌ ওখানে গেছেন কিনা তাতেও সন্দেহ ।
যদি প্রতারক না হয়ে বরং এই আপামর মানুষের দাবীর প্রতি সত্যিই শ্রদ্ধাশীল হতেন তবে এই পোষ্ট আপনার কল্পনাতেও আসার কথা নয় । আপনি এর ভালো দিকটি তুলে ধরতে পারতেন যা সাতসাতটি দিন একাত্মতা ঘোষনার পরে স্বাভাবিক হতো । ।

কোনদিকে আঙ্গুল তুললাম বুঝেছেন নিশ্চয়ই ?

এই পোষ্টের দিকে দৃষ্টিপাত করবেন না কেউ ...

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

সু্মিত বলেছেন: গাধার বাচ্চা।

আমরা কি জামাত সঙগে নিয়ে শিবির এর বিরুদ্ধে আন্দলোন করবো নাকি?

একদিন ও সেখানে গেছ বলে মনে হচ্ছে না।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ইন্নো_৭১ বলেছেন: জামায়াতের আসার ব্যাপারে বলি নি ভাই। কথা ছিল এমন বিএনপি আসতে পারবে কিনা? সেখানে একটা শর্ত জুড়ে দিলেন আমাদের ব্লগার মারুফ ভাই। @ অমিয় উজ্‌জ্‌বল

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

সীমান্তে অসীম বলেছেন: নিষ্‌কর্মা, ঘুমাইলে চোেখ দেখি না > সহমত। আমরা দমে যাবো না।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

ইন্নো_৭১ বলেছেন: অমিয় উজ্‌জ্‌বল ভাইকে যে উত্তর দিয়েছি, আপনার জন্যও তাই। @ সু্মিত।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

টাইলুং বলেছেন: নিষ্‌কর্মা বলেছেন:
ভালো হয়েছে, দুর্বল মনের লোকজন যত কম যাবে, তত বেশি বেগবান হবে আন্দোলন।

আপ্নের ঐ সব জারগায় যাওয়নের কাম নাই।

ঘরেই থাকেন, ছাগুদের কথাবার্তা মন দিয়া শুনেন। প্রতিবাদ না করতে পারলে ম্যা ম্যা করে ডাকাটাই কি উত্তম না । আল্লামারা জেল থেকে বের হলে কদম বুছি করিয়া দোয়া মাঙ্গিবেন।

বেহেশত কনফার্ম এক্কেবারে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ইন্নো_৭১ বলেছেন: ভাই, আমি এমন প্রগতিশীল হতে চাই না যেখানে আমার আমি' কে চিনতে পারব না। আমি আমার আমি' কে লালন পালন করি। অন্যের সৃষ্ট কর্ম নিয়ে ঘুরি না। আসা করি বুঝতে পেরেছেন।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

ইন্নো_৭১ বলেছেন: আমাদের কথা বলার ক্ষেত্র চিন্তা করা উচিত। কোন পোস্টের ভাবার্থ কি তা জেনেই উত্তর করা উচিত। তাই নয় কি? @ আহমেদ জী এস

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

হাসান41554 বলেছেন: আমরা আন্দোলনে যাব এবং রাজাকার যে দলেরই হোকনা কেন তার শাস্তির ফরমান জারি করব।

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

আখিলিস বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড - ছাগু মাত্রই ভুল! আসেন দলে দলে গদাম দিয়ে দোজাহানের অশেষ নেকী হাসিল করি :)

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ। হেলে পড়ার কোন মানে নেই। আমরা শুশীল হতে চাই, তবে তা একদিকে নয়- মাঝামাঝি। দল মত নির্বিশেষে আলোচনা সমালোচনা করব। @ হাসান41554 ভাই।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

অয়োময় বলেছেন: আপনি বাসায় বসে ডিম পাড়েন কাজে দিবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ, অসম্ভব কিছু নিয়ে চিন্তা করার জন্য। অবশ্য আপনার কথা হিসেবে মনে হচ্ছে, আপনি পারবেন।

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

খামোশ বলেছেন:

এদের বিচার চাইতে না পারলে শাহবাগ গিয়ে কী লাভ?
শুধু দাড়িওয়ালাদের জন্য শাহবাগ যাওয়া ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

ইন্নো_৭১ বলেছেন: এভাবে বলব কেন? আমাদের ট্রাইব্যুনাল আছে আন্তর্জাতিক মানের। তারা কি নিরপেক্ষ হতে পারে না? তাহলে ন্যাকা চুকে যায়। আমরা ভেজাল মুক্ত থাকতে পারব।

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: জী ভাই যাইয়েন না। মুক্তিযুদ্ধের সময়ও নানা কারন দেখিয়ে অনেক ছাগু বাড়ি বইসা কাঁঠাল পাতা চিবাইসে, আপ্নেও চিবান।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ, আমার কর্মক্ষেত্র আছে। আজাইরা না। যে কয়দিন বিতর্ক মুক্ত ছিল সে কয়দিন গিয়েছি অফিস করার পরও। এখন আর না। উপরের মন্তব্য পড়ার অনুরোধ রইল।

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: @খামোশ , আগে দাড়িওয়ালাদের বিচার হোক , একে একে সবার ই বিচার হবে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ইন্নো_৭১ বলেছেন: বিশ্বাসযোগ্যতার জন্য কিছু লাগবেরে ভাই।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

আখিলিস বলেছেন: Sagur baccha godam kha

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইন্নো_৭১ বলেছেন: Guys, mind your language. Keep yourself at a neutral position. ...

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বর্ষণ বলেছেন: ছাগু । নাটক আর কতো করবি। গদাম দেওয়া উচিত তরো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ইন্নো_৭১ বলেছেন: I don't know about 'ছাগু'. I will be very glad, if you let me know the meaning of 'ছাগু'. Is it a new word? If its play an important role (according to your statement) then damn sure we will gonna include it in our Bangla Dictionary.

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

টুনা বলেছেন: ৪২ বছরের পুরোনো হিসাবটা আগে মেটাতে হবে। আম্বারা যেই অপরাধ করছে তার জন্য তাদের বিচার হতে হবে । তবে সবার আগে রাজাকারদের ফাঁসি।আগেরটা আগে, পরেরটা পরে। এটাই ন্যায়ানুগ।পরেরটা আগে করার দাবী করে যারা পাপমুক্তির পথটা বন্ধ করতে চাইছে। তারা রাজাকার।

জয় বাংলা আম্বার একার সম্পত্তি নয়। এটাই এবার প্রমান হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরে। জয় বাংলা এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সবার। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা।

আগে শরীরের ক্যান্সারটা সারাই তারপর অন্য চিকিৎসা।


ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড। ইউ আর জেনুইন ছাগু। ঘরে বসে কাঠাল পাতা খাও। দিস ইজ জেনুইন ফুড ফর ইউ-

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইন্নো_৭১ বলেছেন: আপনি আবার একই ভুল করলেন। আগে আমার কথা'র ভাবার্থ বুঝুন তারপর মন্তব্য করুন। না হলে আমি আপনাকে অন্য কিছু ভাবতে বাধ্য হব। Be neutral guys.

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

bangal manus বলেছেন: বাংলাদেশে শিবিরের ঠাই নাই। এই ছাগুর ব্যান চাই।

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সবুজ-ভাই বলেছেন: রাজাকারদের ফাঁসীর দাবীতে গনআন্দোলন শুরু হয় কাদের মোল্লার 'যাবজ্জীবন কারাদন্ড' রায়ের পর থেকে। আন্দোলনের ফলাফল নিয়ে একটু আশঙ্কা থেকেই যায় সবসময়। তারপরও আন্দোলনকারীরা থেকে থাকেনি।
এমন আন্দোলনকারীদের মধ্যে একজন লাকী আক্তার। এই লাকী আক্তারের উপর হামলা হল লক্ষ মানুষের মাঝেই। কেন ? কার ভুলে ?

ভুলটা আমদের নিজেদেরই। রাজাকার ১৯৭১ রেও ছিল ২০১৩ তেও আছে এই নতুন রাজাকার রা লুকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর মাঝেই। তখনও খুব হয়েছে , ধর্ষন হয়েছে আজও হচ্ছে। পার্থক্য খুব একটা বেশী নয়। ৭১ এ ৭ কোটি মানুষের সাথে বেইমানকারীদের সাথে ২০১৩ এর ১৭ কোটি মানুষের বেইমানীকারীদের মাঝে তেমন কোন পার্থক্য নেই। কাগজে কলমে ৭১ এ স্বাধীন দেশের মানচিত্র পেলেও দেশের মানুষ কখনই স্বাধীন ছিলনা। এখনও নয়।

গনপ্রজাতন্ত্রী দেশের নেতা নয় জনপ্রতিনিধি প্রয়োজন। নেতা , দল বা কোন নির্দিষ্ট মতবাদ নিয়ে এবং নিজ, দল ও মতবাদের স্বার্থের উর্দ্ধে কখনই দেশ কে ও দেশের মানুষকে ভালবাসা সম্ভব নয় কোন নির্দিষ্ট দলের বা নেতার সামর্থকরা যারা ভিন্নমতকে সন্মান করতেও জানেনা তারা কোনদিন দেশের কোন কাজে আসতেই পারে না। উপোরোন্তু এদের মাঝে যারা স্বার্থপর, দূর্ণীতিপরায়ন ও জনসাধারণের সাথে প্রতারনাকারী তারাই নব্যরাজাকার যাদের বিচার চাইতে হয়তো আরও অর্ধশতক লেগে যেতে পারে।

আমাদের ভুলের কারণেই আজ আমাদের এই হাল কারন দেশটা যদি ঘর হয় সেখানে যদি একমাস আগের আবর্জনার সাথে আরও নতুন আবর্জনা যুক্ত হয় আপনি কি করবেন পুরো ঘরটা পরিষ্কার করতে চাইলে ? শুধু পুরোনো আবর্জনা পরিষ্কার করলে আর নতুন আবর্জনা পরিষ্কার না করলে কি ঘর পরিষ্কার হবে ? যাদের কে ঘর পরিষ্কারের দায়িত্ব দিয়ে ঘুমিয়েছিলেন তাদের মাঝে কেও চুরি করে ভেগেছে বাকীরা কোন কাজ করেনি। কি করবেন এমন অবস্হায় ? নিজের ঘরটা নিজেরি পরিষ্কার করে নেয়াই উত্তম।

সকল রাজনৈতিক দল এই আন্দোলনের ফলাফলকে কাজে লাগানোর চেষ্টা পরিকল্পনা করেই যেতে থাকবে এমনকি সুশীলরাও। দলবাজ, পাক-ভারত ও বিদেশীদের দালালরাও সুযোগ নিয়ে মিশে যাবে জনতার বন্ধু হয়ে। ৪২ বছরে অভিজ্গতা কি একটু কাজে লাগানো যায় না ?

এই আন্দলোনের চিৎকারে যদি ঘুম না ভাংগে সবার তাহলে শুধুই হতাশা।
নিজ দেশে নিজের মায়ের ধর্ষকদের বিচার চাইতে আরেক হায়েনাদের সাথে নিয়ে আন্দলোন করতে হয় আমাদের এটাও একটা হতাশা।


যদি এখনও আন্দোলনকে সঠিক দিকে ধাবিত না করা যায় তাহলে শুধু লাকী আক্তার কেন সমগ্রজাতিকেই ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে অদূর ভবিষ্যতেই।

কি করবেন ? আসুন আগে চোখবুজে ঘুমিয়ে ছিলাম এখন চোখ খুলে ঘুমিয়ে থাকি সবাই। লাকী আক্তারে উপর হামলার বিচার চাইতে কার কাছে যাবেন কি করবেন ভেবে দেখুন।

আমার ঘৃণা রইল জামাত, বিএনপি, আওয়ামি লীগ সহ সকল রাজনৈতিক দল ও তাদের সামর্থকদের প্রতি। কারন শুধু নাম আর চেহারা বদল হয়েছে রাজাকারের কিন্তু রাজাকারগিরী বন্ধ হয়নি।

একটি ব্লগের মন্তব্যে বলেছিলাম

'' সমস্যাটা মূলতঃ এখানেই যে গণপ্রজাতন্ত্রী দেশে মানুষ নেতা খুজে বেড়ায়।
দলবাজী, নেতাগীরি, নেতাদের পেছনে ঘোরা আর নেতা খোজা যতদিন বন্ধ না হবে ততদিন দেশ এমনই থাকবে বদলাবেনা কিছুই শুধু মুখ বদলাবে।
যেমন রাজাকারের মুখ বদলে হয়েছে আওয়ামি, বিএনপি ,জাতীয় পার্টি । রাজাকাররা বেঈমানী করেছে ৭ কোটি মানুষের সাথে এরা করছে ১৭ কোটি মানুষের সাথে। রাজাকার, দালাল, দূর্নিতীবাজ এদের সবার চরিত্রই এক শুধু নাম আলাদা। এরাই দালাল, এরাই ধর্ষক, এরাই খুনী , এরাই জনগনের সাথে প্রতারনাকারী। আজ যদি নেতা না হয়ে কেও জনপ্রতিনিধি হত তাহলে তার জনগনের সাথে প্রতারণা করতে হতনা , দূর্নীতি করতে হতনা। কেও কোন দল বা মতবাদ মেনে দেশের দশের জন্যে কিছুই করতে পারে না। এটা একটা ভন্ডামী ছাড়া কিছুই নয়। জাতীয় স্বার্থ দেখতে হলে সেখানে সমগ্র জাতির পার্টিসিপেশন থাকতে হবে। হাতেগোনা ভিন্ন ভিন্ন মতাদর্শের অমানুষরা কোনদিন দেশের ও জাতির স্বার্থ দেখবে না।

আগুন দিয়ে আগুন নিভিয়ে খুব একটা লাভ হবে না। যতদিন মানুষ না বুঝবে যে আগুন নেভাতে পানি প্রয়োজন। ''

আবার বলি জাতীয় স্বার্থে সবাই এক হবার চেষ্টা করুন। অসুষ্হ রাজনিতী থেকে সরে আসুন। রাজাকারদের ফাঁসীর দাবী কে, দেশের সাথে প্রতারনাকারী দেশের মানুষের সাথে প্রতারনাকারী সকল নব্য রাজাকারের ফাঁসীর দাবিতে পরিনত করুন।

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: ইন্নো_৭১,

আমার মন্তব্যের অর্থ্ও আপনি বোঝেন নি । পরিষ্কার বাংলাতে লেখা । আবার পড়ুন । আপনার বক্তব্য বিশ্লেষন করেই মন্তব্য করা হয়েছে ।
অন্য উত্তরগুলিতে নিজেকে আপনি যে ভাবে তুলে ধরেছেন সেক্ষেত্রে আমার মন্তব্যটি আপনার নিজেকে চেনায় সাহায্য করতো । নিজেকে এখোনো চিনতে পারেননি বলেই ঐ রকম একটি পোষ্ট দিয়েছেন । সে কথা্ও আমি উল্লেখ করেছি ।
মারুফ সাহেব তো ঠিকই বলেছেন । যে বিএনপির সাথে জামাতের জোট আছে সেই দলটিকে মারুফ সাহেবেরা কি করে মঞ্চে স্বাগত জানাবেন ? এটা কন্ট্রাডিক্টরী হয়না ? নিজেকে চিনতে পারলে এ প্রশ্নটি আপনি করতেন না ।
জানবেন, সন্তানকে আদর দিলে অনেক সময় সে সেটাকে আপনার দুর্বলতা বলে ধরে নেবে । আপনি প্রকারান্তরে , নিজের অজান্তেই শত্রুর হাতে খানিকটা অস্ত্র তুলে দিয়েছেন ।
বিষয়টি ভেবে দেখতে বলি ।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

আখিলিস বলেছেন: ছাগুশুয়োরটা আমাকে নিউট্রাল থাকতে বলে !!! সাহস কত !!! দেশের ক্ষেত্রে আবার নিরপেক্ষতা কি রে ? তোর আব্বারা কি ৭১ এ নিউট্রাল ছিল না কি যে আমাদের নিউট্রাল থাকতে হবে ? দেশের ব্যাপারে চরম পক্ষপাতিত্বই হবে - এইটাই দেশপ্রেম । তোর এত গায়ে লাগে কেন? সময় থাকতে পাকিস্তানে গিয়া পালা , পরে আর সিট পাবি না - সব তোর আব্বারা বুকিং দিয়া রাখতেছে কফিন বহনের জন্য ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

ইন্নো_৭১ বলেছেন: হারামি আমি তোর কথা'র পরিস্ফুটন থামিয়ে দিতে পারতাম। কিন্তু, আমি তোর মত নব্য প্রগতিশীল না, আবার অন্ধও না। আগে নিজের চোখ খোল তারপর অন্যের ব্লগে মন্তব্য করবি। আর ভাষা'র ব্যাপারে আশা করি একটু সহনশীল হইবি। শিক্ষিত বলে তো মনে হয়, কথার শ্রী এমন কেন রে?

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

বিপদেআছি বলেছেন: তোমার নিয়তে সমস্যা আছে মিয়া, আগে নিয়ত ঠিক করো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

ইন্নো_৭১ বলেছেন: ভাই, আমার নিয়ত সব-সময় সহজ সুন্দর পথে। আমরা ক্রমান্বয়ে একটা দলের মদদ-পুষ্ট হয়ে যাচ্ছি না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.