নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সেই আমার আমি? যাকে আমি খুজতেছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অনেক কথা বলতে ইচ্ছে করে। যাকে অনেকেই উচিত কথা বলে আখ্যা দেয়। কিন্তু আমি পারি না! কেন যেন অজানা কোন দৈবশক্তি এসে আমার লেখা বা বলার ভাষা কেড়ে নেয়। লিখে আবার মুছে ফেলতে হয় ডিলিট বাটন দিয়ে। শিক্ষকদের মারলে এখন আমার খারাপ লাগে না। এমনকি, আমার সামনে কাঊকে মেরে ফেললেও খুব যে আমার খারাপ লাগবে তাও না। রাস্তায় প্রচন্ড যানজট থাকলেও কষ্ট হয় না। পুলিশ গুলি করলেও আমার গায়ে লাগে না। কেননা আমার সামনের জন মারা যায়। অলৌকিকভাবে আমি বেঁচে যায়। অনেক টাকার হাওয়া হওয়াতে আমার ভাবান্তর নেই। খুনির টিকিটি না পেলেও আমি অপেক্ষা করতে পারি। হঠাৎ করে রায়ের ভিন্নতা আসলেও আমি নীরব থাকতে পারি। অথবা পরিবর্তন এলেও তা সইতে পারি। অর্থনৈতিক ধ্বসের জন্য কেঊ মারা গেলে চরম হাসি পায়। ইসলামের বিরুদ্ধে স্লোগান আসলেও আমি নীরব থাকতে পারি। নিরপেক্ষতার বদলে অন্য চরিত্রের মিডিয়া দেখলেও আমি তা দেখি। মহানবী (সঃ) কে কটাক্ষ করে কিছু বললেও আমি শুনতে পারি। গনজমায়েত হলেই মেলার একটা আভাস পাই আমি। ছাগু শব্দটার উত্তর চেয়েও না পেয়ে ধরে নিতে পারি এটা আমাদের অভিধানের নতুন শব্দ। সবার সাথে পরিচিত না। তাই হয়ত উত্তর পাই নি। সাংবাদিক দেখলেই সৎ মনে হত, এখন তাও লাঘব পাচ্ছে। অন্যায় করেও পুরষ্কার পাওয়াকে চরম মনে হয় আমার। এবং সংশ্লিষ্টদের ওই অন্যায়ের কথা বিবেচনায় থাকার কথা শুনেও আমি নীরব ছিলাম, এখনো আছি। কেউ কাউকে দিয়ে আন্দোলন করিয়ে নিজের উপজীব্য সাধনকেও আমার ভাল লাগে। হঠাৎ করে আমার এত সহ্য ক্ষমতা কোথা থেকে এলো! আমি তো এমন না। কখনোই এমন ছিলাম না।

ইসলাম নিয়ে কথা বললেই আমি জামায়াত! আর শাহবাগ গেলেই আমি প্রগতিশীল। এটায় মনে হয়, আমার আমি কে এত সহিঞ্ছু বানিয়েছে। কিন্তু তা থেকে আমার আমি কে বেরিয়ে আসতে হবে। বের হও "আমার আমি"। বের হও। বের হও। !!!

অনেক কথা বলতে ইচ্ছে করে। যাকে অনেকেই উচিত কথা বলে আখ্যা দেয়। কিন্তু আমি পারি না! কেন যেন অজানা কোন দৈবশক্তি এসে আমার লেখা বা বলার ভাষা কেড়ে নেয়। লিখে আবার মুছে ফেলতে হয় ডিলিট বাটন দিয়ে। শিক্ষকদের মারলে এখন আমার খারাপ লাগে না। এমনকি, আমার সামনে কাঊকে মেরে ফেললেও খুব যে আমার খারাপ লাগবে তাও না। রাস্তায় প্রচন্ড যানজট থাকলেও কষ্ট হয় না। পুলিশ গুলি করলেও আমার গায়ে লাগে না। কেননা আমার সামনের জন মারা যায়। অলৌকিকভাবে আমি বেঁচে যায়। অনেক টাকার হাওয়া হওয়াতে আমার ভাবান্তর নেই। খুনির টিকিটি না পেলেও আমি অপেক্ষা করতে পারি। হঠাৎ করে রায়ের ভিন্নতা আসলেও আমি নীরব থাকতে পারি। অথবা পরিবর্তন এলেও তা সইতে পারি। অর্থনৈতিক ধ্বসের জন্য কেঊ মারা গেলে চরম হাসি পায়। ইসলামের বিরুদ্ধে স্লোগান আসলেও আমি নীরব থাকতে পারি। নিরপেক্ষতার বদলে অন্য চরিত্রের মিডিয়া দেখলেও আমি তা দেখি। মহানবী (সঃ) কে কটাক্ষ করে কিছু বললেও আমি শুনতে পারি। গনজমায়েত হলেই মেলার একটা আভাস পাই আমি। ছাগু শব্দটার উত্তর চেয়েও না পেয়ে ধরে নিতে পারি এটা আমাদের অভিধানের নতুন শব্দ। সবার সাথে পরিচিত না। তাই হয়ত উত্তর পাই নি। সাংবাদিক দেখলেই সৎ মনে হত, এখন তাও লাঘব পাচ্ছে। অন্যায় করেও পুরষ্কার পাওয়াকে চরম মনে হয় আমার। এবং সংশ্লিষ্টদের ওই অন্যায়ের কথা বিবেচনায় থাকার কথা শুনেও আমি নীরব ছিলাম, এখনো আছি। কেউ কাউকে দিয়ে আন্দোলন করিয়ে নিজের উপজীব্য সাধনকেও আমার ভাল লাগে। হঠাৎ করে আমার এত সহ্য ক্ষমতা কোথা থেকে এলো! আমি তো এমন না। কখনোই এমন ছিলাম না।

ইসলাম নিয়ে কথা বললেই আমি জামায়াত! আর শাহবাগ গেলেই আমি প্রগতিশীল। এটায় মনে হয়, আমার আমি কে এত সহিঞ্ছু বানিয়েছে। কিন্তু তা থেকে আমার আমি কে বেরিয়ে আসতে হবে। বের হও "আমার আমি"। বের হও। বের হও। !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.