নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে অবস্থানকারী সাধারন ও অসাধারন (নাস্তিক) ভাইদের উদ্দেশ্যে বলছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

অনেক দিন পর ভালো লাগল। কারনটা খুব চমকপ্রদ না, তারপরও আমি অতিশয় আনন্দিত। যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, অবশেষে তা আমাদের আলেম ভাইরা আজ করে দেখালো। আমার আগের পোস্ট গুলোতে অনেকেই আমাকে ছাগু বলে অভিহিত করেছে। যদিও ছাগুর অর্থ আশা করেও পেলাম না। আমি জামায়াত শিবির করি না। অনেকের কাছে অন্য রকম কিছু মনে হতে পারে। শাহবাগ আন্দোলনের মাধ্যমে জামায়াত-শিবির এর চৌদ্দ-গুষ্ঠি উদ্ধার কর, নিষিদ্ধ ঘোষনা কর। আমার আপত্তি নাই। কারন আমিও চাই দেশ কলংকমুক্ত হোক। তাই বলে এই সু্যোগকে কাজে লাগিয়ে আমার ধর্মের বিরুদ্ধে অপ-প্রচার চালাবা। তা কেমন করে হয়! ইসলাম তোমাদের কি করেছে? সঠিক উত্তর দিতে পারবা না। কারন অন্য ধর্মাবলম্বী আমার অনেক দোস্তকে জিজ্ঞেস করেছি। উত্তর পাইনি। তোমরাও দিতে পারবা না। অন্য ধর্মের প্রতি তোমাদের কোন ভ্রুক্ষেপ নাই, শুধুই ইসলাম। কেন? ??? জামায়াত শিবিরের বিরুদ্ধে পদক্ষেপ নাও। তাদের অন্যায়ের শাস্তি'র জন্য আন্দোলন চালিয়ে যাও। কিছুই বলব না। আসিফ মহিউদ্দিন, আরিফ জেবতিক, ডাঃ ইমরান, অমি রহমান পিয়াল এর লেখা পড়। বুঝদার হলে কিছু বলতে হবে না। তোমাদের ভিশন মিশন কি তা জনগন বুঝে গেছে। প্রতিবাদ সরুপ আজ বায়তুল মোকাররম এর উত্তর গেটে মানুষের উপস্থিতি দেখলে বাসায় বসেও মাউস নাড়ানোর ক্ষমতা থাকবে না। এই দেশ মুস্লিম অধ্যুষিত দেশ। তোমাদের মত নব্য প্রগতিশীলদের জন্য না। সময় আছে, মুসলমানদের ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি কইরোনা। নিজেদের সংশোধন করে নাও। জানোয় তো, মুসলমানরা ধর্ম বিষয়ে খুবই সংবেদনশীল। সুতরাং অন্তরে দুই নম্বরি নিয়ে শাহবাগে অবস্থান কইরোনা। ইসলামকে বাদ দিয়ে চিল্লাও। জনসমর্থন পাবা, গ্রহনযোগ্যতা ও পাবা। যা দিয়ে শুরু করেছিলাম তার মোদ্দাকথা হচ্ছে, হুজুররা যদি ক্ষেপে পালানোর জায়গা পাবা না। সুতরাং তাদের সাথে সাংঘর্ষিক কিছু করতে যেও না।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: যারা আপনাকে ছাগু বলে তারা ছাগুর অর্থ জানেনা।

ছাগু'র পূর্ণরূপ এরকম :
ছা = ছাত্রলীগ
গু = গুণ্ডা
সুতরাং
ছাগু = ছাত্রলীগের গুণ্ডা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ইন্নো_৭১ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

একরামুল হায়দার বলেছেন: আমার মনে হয় ছাগু মানে ছাগলের গু

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইন্নো_৭১ বলেছেন: তাও হতে পারে। কারন, অভিধানে এটার উত্তর পাইনি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

পক্ষপাতদুষ্ট বলেছেন: আমি বুঝিনা, ইসলাম ধর্ম নিয়ে কেন আসিফ মহিউদ্দিন-পিয়াল-মিয়াল দের এত অবজ্ঞা? তোমার ভালো না লাগে তোমার পথে তুমি থাক। তোমাদের জন্য আজ সকল ব্লগারদের গালি খেতে হচ্ছে। তোমাদের মত তো আমরা আর প্রটোকল পাইনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ইন্নো_৭১ বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল। তাই নয় কি!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

একরামুল হায়দার বলেছেন: পৃথিবীতে মুসলমান মাত্র ১৯%,
আজ আমরা যদি সব ধর্মের মানুষদের জন্য সৌহার্দ পুরনো দেশ গঠনে বের্থ হই তবে সারা বিশ্বের তো বটেই আমাদের পাশের দেশের মুসলমানদেরও খুবই বিপদে ফেলে দেয়া হবে ঃ

অপরদিকে আরব এখন আমেরকার চামচা, পাকিস্থান এ প্রায়ই সন্ত্রাসবাদী হামলায় শতে শতে মানুষ মরে ঃ
এরা মুসলমানদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা হারিয়াছে ঃ একটা মুসলিম শাসন প্রচলিত দেশে কেন এত মানুষ মরবে, হোক সে অমুসলিম ঃ আমরা তো আর ইহুদি বা নাজি নই, আমরা মুসলমান


আমাদের দলগত স্বার্থে যেনো সারা বিশ্বের মুসলমানরা বিপদে না পড়ে
মুসলমানদের অনেক মনের জোর, কিন্তু মনে রাখতে হবে ইসলাম দেশের আইন লঙ্ঘন সমর্থন করে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইন্নো_৭১ বলেছেন: আমরা নিজেরাই তো সেদিকে এগোচ্ছি। হুজুগে বাঙ্গালীর মত না বুঝে। আমাদের বুঝা উচিত না, এদের অভ্যন্তরীন উদ্দেশ্য।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ShusthoChinta বলেছেন: টেনশান নিয়েন না,শাহবাগীরা এখন লাইনে আইসা গেছে! দেখেন না এখন আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কোন দাবি জোরগলায় তুলতে দেখা যায় না ওদের পক্ষ থেকে,না শাহবাগে না ব্লগ-ফেসবুকে। উল্টা কাপুরুষ নাস্তিকের বাচ্চাগুলা আপত্তিকর লেখাগুলো মুছে দিয়ে ইসলাম দরদী সাজতে চাইতেছে! তবে এদের সাময়িক সোজা হওয়াতে ধোঁকায় পড়া ঠিক হবে না,কারণ আবার যখন অনকূল পরিবেশ পাবে তখন আবার ছোবল তুলবে এই নোংরা সাপগুলো।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ShusthoChinta বলেছেন: টেনশান নিয়েন না,শাহবাগীরা এখন লাইনে আইসা গেছে! দেখেন না এখন আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কোন দাবি জোরগলায় তুলতে দেখা যায় না ওদের পক্ষ থেকে,না শাহবাগে না ব্লগ-ফেসবুকে। উল্টা কাপুরুষ নাস্তিকের বাচ্চাগুলা আপত্তিকর লেখাগুলো মুছে দিয়ে ইসলাম দরদী সাজতে চাইতেছে! তবে এদের সাময়িক সোজা হওয়াতে ধোঁকায় পড়া ঠিক হবে না,কারণ আবার যখন অনকূল পরিবেশ পাবে তখন আবার ছোবল তুলবে এই নোংরা সাপগুলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ ভাই। প্রচুর সাহস পেলাম।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

একরামুল হায়দার বলেছেন: ইনশাল্লাহ কখনই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ হবে না ঃ

বন্ধ হওয়া উচিত জামাতইসলামী, যারা রাজাকার ছিলো ঃ

আমার মনে একটা প্রশ্ন জাগে >> ধর্মভিত্তিক রাজনীতি যেহেতু আছে তাহলে কি হিন্দুরাও হিন্দু ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করতে পারবে?
তখন তো আর এক ঝামেলা ঃ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইন্নো_৭১ বলেছেন: উপরের দুইটার সাথে সহমত পোষণ করলাম। পরেরটা তে আমি ওয়াকিবহাল না।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ফার্ুক পারভেজ বলেছেন: অন্তরে দুই নম্বরি নিয়ে শাহবাগে অবস্থান কইরোনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইন্নো_৭১ বলেছেন: সহমত পোষণ করলেন না দিমত? তারপরও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.