নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

হরতাল প্রেক্ষাপট এবং সাঈদী, সঙ্গে বোনাস রাজাকার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

শিরোনাম দেখে খুব বড় আর্টিকেল মনে হলেও এটা একটা ছোটগল্প! সাঈদী সাহেব- খুব আল্লাহ ভক্ত একজন লোক। এটা অনেকের কাছে শুনেছি। আমি ওনার ওয়াজ মোটামুটি শুনেছি। বাকিটা যা এসেছে তার বেশির ভাগ শুনলাম অন্য ঘরানার লোকদের কাছে। খোশগল্প করতে আসি নি। যেহেতু সাঈদী'র নাটক কাল শেষ হচ্ছে, সুতরাং এই ব্যাপারে কথা বলতে পারি। রায় এখনো জানি না। এবং আশা করি আপনারা কেউ ও জানেন না। কালকে জানব, আশায় আছি। তো রায় কি হবে? বা তার প্রতিক্রিয়া কি হবে? সব কিছু নিয়ে একটা সংশয় আছে। শাহবাগের আন্দোলনের প্রভাব কি পড়বে সাঈদী'র রায়ে! যদি এমন হয় সে ক্ষেত্রে জামায়াত শিবির কি করবে! তাও কিন্তু ভাবার বিষয়। শুরুতে যা বলছিলাম, ২০টা অভিযোগের মধ্যে নাকি একটা প্রমানিত দালালিকভাবে। বাকি গুলো সন্দেহাতিত ভাবে প্রমানিত (অনলাইন খবরের বদৌলতে জানলাম)। এখন রায়ের ঘোষনা আসার সঙ্গে সঙ্গে হরতাল। এটা আগেই জানা ছিল। আমি মুক্তিযুদ্ধ করিনি (বয়স তো হইল না, আমার মত অনেকেরও হয়নি), আর আমাদের মধ্যে যারা নিজেদের প্রগতিশীল বা মুক্তিযুদ্ধের চেতনা লালন পালন করে তাদের ব্যাপারে আমার সন্দেহ আছে। এতে অনেকের সাথে আমার মত-বিরোধ হবে। আসাটাই স্বাভাবিক। কিন্তু, তুমি শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিলেই মুক্তিযুদ্ধের চেতনা লালন পালন করবা, আমি তার স্ব-বিরোধীতা করছি।

ওই দিন দেখলাম, বিএনপি স্লোগান দিচ্ছে- হ' তে হাসিনা, তুই রাজাকার, তুই রাজাকার। র' তে রেহানা, তুই রাজাকার, তুই রাজাকার। ম' তে মখা আলমগীর, তুই রাজাকার, তুই রাজাকার। আর শাহবাগে শুনি, জামায়াত শিবিরের বিষোদ্গার। কাহিনী চমৎকার। রাজাকার আসলে কারা? জানার খুব শখ। সাঈদী, নিজামী, মুজাহিদ, আলীম, সাকা, আযম এরা ছাড়া আরো কি আছে? আর রাজাকার শব্দের এতটাই প্রচলন যে আমার রাজাকার হতে খুব শখ হচ্ছে! অনেক অপ্রাসঙ্গিক কথা বললাম। সাইদীর রায় যা হবে, শাহবাগবাসীরা কি মানবে? না মানলে, আবার শাহবাগবাসীদের পক্ষ থেকে হরতাল! রাস্তা বন্ধ, সুতরাং এটাকে হরতাল বলাই যায়। আর তারা না দিলে জামাত শিবির দেবে। সুতরাং দুই দিকে হরতাল। যা যাবে আমাদের উপর। শান্তি তাদের। শালার চেতনা। অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে, কিসের চেতনা রে? আইন আছে, বিচার করার বিচারক আছে। আইন কে আইনের পথে চলতে দে। রায় না মানা আইনের পরিপন্থী না? আমি চেতনাধারী এবং রাজাকার (জামাত শিবির) দেরকে বলছি, রায় মেনে নে। প্রহসনের ব্যাপার কিনা তা তো জানি না। তবুও আমি রাজাকার হতে চাই। হাসিনা, রেহানা, মখা বা মোশাররফ যদি রাজাকার হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আরো কিছু হতে পারে তো আমি পারবো না কেন! তাই তো রাজাকার হতে চাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.