নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

আমরা শিক্ষকরা কি আমাদের অবস্থান বজায় রাখতেছি?

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

লেখতে ইচ্ছে করে না, তাও লিখি। কেননা, মাথায় কিলবিল করে না লিখলে!

সেই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষকদের খুব সম্মান জানাতাম এবং সেটা এখনো ধরে রেখেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও সমানভাবে শিক্ষকের সম্মান দিয়েছি। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে এখানকার শিক্ষকদের অনেক বেশি জ্ঞানী মনে হয়েছে এবং তাদের দেখলে সম্মান দেয়ার প্রবনতা বেড়ে যেত। কেননা, তাদের (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়) মনে হত রাজনৈতিক সংশ্লিষ্টতা'র মধ্যে নেই। থাকলেও তা বাইরে বের হত না, মানে আমরা বুঝতাম না। ওই পর্ব শেষ করলাম।

শখ ছিল, কোন একদিন তাদের মত হব। আশা টা পূর্ন হল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে নিজের অনেক কিছুই এখন আর মুখ ফুটে বলতে পারি না। কেননা, পাছে আমি আমার অবস্থান হারিয়ে ফেলি এই ভয়ে। যতই নিজেকে আড়াল রাখতে চাই তা কি অন্য কেউ খোলাসা করে দিচ্ছেন না তো! !!! সম্মানবোধ হারিয়ে যাবে না তো!



যাদের নিয়ে লেখা, তাদের অনেকেই বর্তমানে নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা উচ্চ পর্যায়ের শিক্ষক। কি করছেন তারা? বক্তব্য দিচ্ছেন রাজনীতিবিদদের মত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে অনেক কিছু, অনেক সম্মানের, দল মতের উর্দ্ধে। তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। তারা কি করছেন? নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন -কার জন্য? কথায় কথায় রাস্তায় নেমে যান। পদমর্যাদা অনুযায়ী নিজের অবস্থানও ধরে রাখতে পারছেন না। গতকাল জাবি উপাচার্য মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতে উনাকে অন্তত সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয়নি। আমি পক্ষ অবলম্বন করছি না। তবে সত্য বলার সৎ সাহস সবার থাকা উচিত। যেটা উনার ক্ষেত্রে দেখা যায় নি। ঘটনার সুত্রপাত, ছাত্রলীগ নিয়ে। তাতে কিভাবে শিবির ঢুকে? আর এই গোপন সুত্র একমাত্র উনার কাছেই আছে (উনার বক্তব্যের ধরন অনুযায়ী)। কেন নিজের সম্মানের হানি ঘটাচ্ছেন? কেন নিজের পদমর্যাদা ধরে রাখতে পারছেন না? আপনি লেজ ধরে চাটুন, আপত্তি নেই। আপনি তা করুন নীরবে, নিভৃতে। আপনার তো রাজনৈতিক নেতা হওয়ার দরকার নেই। ইমরান সম্পর্কে গেলাম না, ঢাবি'র উপাচার্য হিসেবে আপনার কি লেপ্টা মেরে বসে যাওয়া উচিত হয়েছে? শিক্ষক হিসেবে আপনি যে মর্যাদা (অবসরের পর) পেতেন, আমার তো মনে হয় সেটা আর আপনাদের কপালে জুটবে না!



আপনাদের এই রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য হয়ত বা অন্যরা সংকুচিত হয়ে যাবে না হয় অনুপ্রানিত হবে। আর তা যদি আপনাদের মধ্যে প্রকট আকার ধারন করে তখন কি সামাল দিতে পারবেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.