নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

কোন সভ্য দেশে আছি?

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

আজ সকালে খুব ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠলাম। অবশ্য তার একটা মাহাত্ন্য আছে। আর তা হল, আজ মহান স্বাধীনতা দিবসঐতিহাসিক ২৬শে মার্চ। ধীরে ধীরে আমরা ৪২ টা বছর পার করলাম। আজ ৪৩ বছরে পদার্পন করলাম। কিন্তু এই নতুন বছরে পদার্পনের প্রথম প্রহরে কি পেলাম! এই কি ছিল আমাদের স্বাধীনতা!



সকাল সাড়ে ৮টার দিকে মগবাজার চৌরাস্তা এলাকায় র্যারলি বের করে শিবিরের নেতাকর্মীরা। তাদের সেই র্যা লিতে পুলিশ বাঁধা দেয়, কথা কাটাকাটি হয়। পুলিশের দাবি, তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হল, তারা অ্যাকশনে গেল এবং তার পরে ২১ জন গুলিবিদ্ধ হয়।



আমরা তো আমাদের স্বাধীনতা’র মর্যাদা ক্ষুণ্ণ করতেছি যেমনটি গণহত্যার ক্ষেত্রে বলি।

মানলাম, তাদের কার্যকলাপ আমাদের পছন্দ না। তাই বলে তারা র্যা্লিও করতে পারবে না? জঙ্গিবাদ তো আমরাই উস্কে দিচ্ছি। আমার জানা মতে, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে অনেক অপরাধীকে নিঃশর্ত ক্ষমা করা হয়। কিন্তু ফাঁসীর দন্ডপ্রাপ্ত কোন আসামী কে এই মহান দিবসে ফাঁসী দেয়া হয়েছে এমন নজির পাওয়া কঠিন।



আমরা এত বোল ফুটায় তাদের নিষিদ্ধ করব, করি না কেন? হয় পুরোপুরি নিষিদ্ধ করে দিন না হয় তাদের পরিপূর্ন রাজনীতি করার সুযোগ দিন। এভাবে স্বাধীনতা’র মাহাত্ন্য ধ্বংস করবেন না। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক দিন খেয়ে যাচ্ছেন, সব কিছুর শেষ আছে। জিইয়ে জিইয়ে আর কয়দিন?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.