নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগবাসীদের প্রতি অনুরোধ, চালিয়ে যাও। থেমো না, কষ্ট পাই দিলে! !!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

শাহবাগীরা মাঝে মাঝে থেমে যাও কেন? তোমাদের কার্যকলাপ থেমে গেলে যে আমরাও থেমে যাই তা কি তোমরা জানো না?



এমনিতে আমাদের একটু খরা'র ভাব আছে, তোমাদের লাইভ দেখিয়ে ২৪ ঘন্টা সময় পার করতে পারি। কারো কারো খুব বেশি প্রশংসা পাই, মদদদাতা এবং মদদপুষ্ট হই। টকশো গুলো ভালো জমে। আমাদের মুক্তিযোদ্ধারা তোমাদের অংশগ্রহন দেখলে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পায়। চুপ থাকলে তোমাদের নিয়ে সন্দেহ পোষণ করে, তোমরা আবার রাজাকার হয়ে যাচ্ছ না তো! ঘাদানিক এর শাহরিয়ার ভাই পুলকিত হন, মুন্তাসীর মামা, নাসির কাকা, আনোয়ার দাদু তোমাদের চেতনার সাথে নিজেদের চেতনার রসায়ন ঘটান। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন অনেক জনপ্রিয় তোমাদের কল্যাণে। জনগণ বিনোদনের একটা জায়গা পায় তোমাদের বদৌলতে। সারাদিন ব্যস্ত থাকার পর একটু জিরিয়ে নেই। আমাদের অনলাইন পত্রিকা গুলো হাহাকার করে তোমরা না থাকলে। তোমাদের শ্লোগান না থাকলে আমাদের পরের ছবি করার ব্যাপারে অনুপ্রাণিত হই না। আমরা চিন্তায় পড়ে যাই, তোমরা আবার অন্য দলের মদদপুষ্ট হয়ে গেলে কিনা!



তবুও তোমরা মাঝে মাঝে হারিয়ে যাও। তা কি ঠিক? আমাদের দিকে না তাকালে কিভাবে হবে, আমরা আর তোমরা সবাই তো একই মেরুতে আছি। তবু কেন আমাদের এভাবে একা ফেলে চলে যাও?



তোমরা অন্তত আমাদের সবার দিকে তাকিয়ে কর্মসূচি চালিয়ে যাও! !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.