নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

শহীদ মিনার কি তোর বাপ-দাদা'র সম্পত্তি?

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

কিছু কিছু ছা-পোষা চামারের ঔদ্ধত্য দেখে মনে হয় "বাংলাদেশ" আর নিজেকে নিজে ওন করে না।

পিয়াস করিম কে ছিল? কোন দল করতেন? কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? এগুলো নট স্পেসিফাইড।
তবে হ্যাঁ, উনি বিএনপি'র সাথে জড়িত ছিলেন।

ওনার কাছে ঘটনাগুলো'র ব্যাখ্যা ওনার অ্যানালাইসিস এর বহিঃপ্রকাশ। আর এটা একজনের পক্ষে বা বিপক্ষে যাবেই। আর সমালোচনা সহ্য করতে না পারলে মাঠে থাকার কোন যৌক্তিকতা নাই। সে যেই হোক।

ধারনা'র উপর ভিত্তি করে একজন মানুষকে এক দিকে ঠেলে দেয়ার কোন মানে আছে?

আর হ্যাঁ, বিএনপি'র সাথে জড়িত ছিলেন বলেই কি উনি আজ এমন ব্যবহার পাচ্ছেন?

ঐসব নাম সর্বস্ব চামার এর দলের হারামীরা যুক্তি দেখাচ্ছে, গত এক বছরের পিয়াস করিম ঐটা করেছেন, জামাত হেফাজতের প্রোপ্যাগান্ডা বাস্তবায়নের প্রয়াস চালিয়েছেন। তার বাবা ঐটা ছিলেন, উনিও পারিবারিক সুত্রে তা পেয়ে আসছেন। মেলা কথা!
তবে সবচেয়ে বড় যুক্তি, উনি স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন না। মানে আওয়ামী লীগ করতেন না। বা চামার এর দল করতেন না।

তবে যদি তাই হয়, লতিফ সিদ্দিকী এর জলজ্যান্ত উদাহরণ হতে পারেন। এখন পর্যন্ত উনি আওয়ামী লীগ করছেন বলেই টিকে আছেন। নতুবা পাছা লাল করে ফেলত!
আল্লাহ্‌ না করুক, ল।সি। যদি মারা যান সেক্ষেত্রে ওই চামার এর দল কি ল।সি। কে শহীদ মিনার এ রাখার ব্যাপারে সায় দিবেন? অবশ্যই দিবেন, কেননা উনি বাল এর সাথে আছেন।

আরে মিয়া, আল্লাহ্‌ বাঁচিয়ে রাখলে দেখবো তো, শহীদ মিনার বাপ দাদা'র সম্পত্তি না বাংলাদেশ এর সম্পদ।

পিয়াস করিম যা পাচ্ছে এখন পর্যন্ত আপনার কপালে তা জুটে কিনা দেখবো। জাস্ট সময়টা একটু আনকোরে। ঠ্যালা পাছায় নিবা না বুকে নিবা মনস্থির করে রাখো।

হ্যাঁ, বাপ্পাদিত্য বসু, তোমাকে বলছি। নাম সর্বস্ব চামার দলের সভাপতি। ইতিহাস ভুলে যেওনা। আর গেলেও পারো, কোথাও না কোথাও রেকর্ড তো থেকেই যায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

মুকতোআকাশ বলেছেন: ১০০% ।এরা শুধু জুতায় সোজা।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

বিডি আইডল বলেছেন: বাপ্পাদিত্য বসু গায়ে হিসি করার জন্য ছাত্রলীগের কিছু কুকুর ভাড়া করে আনা হোক

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩

ইন্নো_৭১ বলেছেন: ভাড়া করতে হবে না, কয়েক দিনের মধ্যেই নিজেরা নিজেদের গায়ে হিসি করে বেড়াবে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫

অ িনর্বাি চত বলেছেন: পিয়াস করিম,তার আত্মার শান্তি কামনা করছি।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

অ িনর্বাি চত বলেছেন: বাংলাদেশের টক শোতে নতুন কিছু বলার নাই, শেখার নাই, জানার নাই। সেইটা পাবলিক ইন্টেলেকচুয়ালিটির চর্চা হোক আর সরকারের সাথে জনগনের হিস্যা নিয়ে আলাপ হোক। দর্শক হতে শুরু করে, ক্যামেরাম্যান পর্যন্ত সবাই জানে, কে কোন যুক্তি দেবে এবং কোন যুক্তির উত্তরে কে কি বলবে। ফলে, বাংলাদেশের বিভাজিত পলিটিক্সে টক শো হয়ে ওঠে মূলত, যে যা শুনতে চায় সেইটাকে রিইনফোরস করার জায়গা। কারন, দর্শকও জানে টকশোতে কে কি বলবে।কোন প্রশ্নের উত্তরে কার কাছ থেকে কি উত্তর আসবে। এবং সেইটার কাউন্টার যুক্তি কি হবে।

এই অবস্থায় ডক্টর পিয়াস করিম অনেকের অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর অন্যতম একটা কারন হইলো শঠতা, ভণ্ডামি, ক্রুরতা, লোভপূর্ণ কিছু মানুষের যথেচ্ছ মিথ্যাচার সম্মুখে, সেই মিথাচারে ক্ষুব্ধ না হয়ে , নিজেকে সর্বোচ্চ পরিমান আত্মসংবরণ করে, ভদ্র ভাষায় তার উত্তর দিয়ে যেতেন তিনি

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

ইন্নো_৭১ বলেছেন: হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন।
অনেক ক্ষেত্রে দেখেছি বিএনপি'র অনেক বিষয়ে খুব জোরেশোরে প্রতিবাদ্মুখর হয়ে উঠতে।
যাই হোক, অন্ততঃ চাটুকার ছিলেন না। .।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.