নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

বালিশপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (প্রাস্তাবিত)

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:৫০



রাজা কৃষ্ণচন্দ্রঃ ও মন্ত্রী, এসব কি শুনছি! রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কিনতে নাকি পুকুর চুরি করা হয়েছে?

সভাকবিঃ ওমা!
ঘটনার মুলে তাহলে বালিশ!
তাই হচ্ছে এতো মালিশ,
করছে সবাই নালিশ,
বসছে বিচার সালিশ!

কৃষ্ণচন্দ্রঃ আহ! সভাকবি, এই অসময়ে এতো কবিতা আওড়াইও না তো। আমার ভাল্লাগে না।

মন্ত্রীঃ অজ্ঞে মহারাজ, আপনাকে কে বলেছে বলুন তো? নিশ্চয়ই গোপাল ব্যাট।

কৃষ্ণচন্দ্রঃ মন্ত্রী, যা রটে তা কিছুনা কিছু বটে। তুমি কি বলো গোপাল,,,,?

গোপালঃ এটা শুধু পুকুর চুরি না আস্ত একটা সাগর চুরি, তা এবার কানা পর্যন্ত বুঝতে পেরেছে মহারাজ।

কৃষ্ণচন্দ্রঃ ঠিক বুঝলাম না গোপাল! তুমি একটু বুঝিয়ে বলো তো,,,,

গোপালঃ আজ্ঞে মহারাজ বুঝলেন না;প্রজারা বালিশ- ঝাড়ু কিনে তাই বালিশ কেনার পুকুর চুরি ধরতে পেরেছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জালানি ইউরেনিয়াম ও যন্ত্রপাতির দাম তো জানেনা, তাই সেক্ষেত্রের দুর্নীতিও তারা বুঝতে পারেনা। তাই বলছিলাম মহারাজ, পুকুর চুরি সামনে আসলেও সাগর চুরি অগোচরেই রয়ে গেছে হয়ত!

বিজ্ঞানীঃ গোপাল ঠিক বলেছে মহারাজ। সাধারণ প্রজারা তো জানেও না ইউরেনিয়াম কী? এটা খায় না মাখে? দেখতে লাল না নীল, এটা লিটারে নাকি কেজিতে বিক্রি হয়! তাই তারা কিভাবে বুঝবে এক্ষেত্রে কত দুর্নীতি হয়েছে?

কৃষ্ণচন্দ্রঃ বলো কী বিজ্ঞানী! রাজ্যে কি তাহলে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে!

রাজবৈদ্যঃ আমি কিন্তু এই বুড়ো বয়সে এই জটিল রোগের ওষুধ আবিস্কার করতে পারবনা, তা আগেই বলে রাখলাম মহারাজ।

পন্ডিতঃ মহারাজ, আমরা তো ভাবতাম কেলেপচার মধ্যে কোন জ্ঞান বিদ্যা নেই তাই হয়ত সে রাতের আধারে সিধ কেটে চুরি করে। কিন্তু এখন তো দেখছি মহা শিক্ষিত ব্যাক্তিরাও কলমের এক খোচায় কেলেপচার চৌদ্দ গুষ্ঠির রেকর্ড ভেংগে ফেলেছে মহারাজ।

কৃষ্ণচন্দ্রঃ তাহলে এখন কি হবে গোপাল? এই বিপদের সময় তুমিই আমার একমাত্র ভরসা। তুমি একটা কিছু করো গোপাল। বলো আমি এখন কি করব, যাতে প্রজারা শান্ত থাকে।

গোপালঃ আজ্ঞে মহারাজ আপনি এখন যাই করুন না কেন কোন লাভ হবেনা। এ বিষয়ে প্রজারা আপনাকে কোন দিন বিশ্বাস করবেনা।

কৃষ্ণচন্দ্রঃ কেন গোপাল কেন? তুমি কেন একথা বলছ?

গোপালঃ মহারাজ, ভালো করে মনে করে দেখুন, মন্ত্রী মশাই কত বার চুরি করতে যেয়ে ধরা পরেছে? আর আপনি তাকে কি শাস্তি দিয়েছেন? বড়জোর ২০০ মিটার দৌড়। তাহলে প্রজারা কিভাবে আপনাকে বিশ্বাস করবে?

কৃষ্ণচন্দ্রঃ তা অবশ্য তুমি ঠিক বলেছ গোপাল।
কিন্তু এখন কি হবে গোপাল!

গোপালঃ আপনি কোন চিন্তা করবেন না মহারাজ, সবঠিক হয়ে যাবে।

কৃষ্ণচন্দ্রঃ তা কিভাবে ঠিক হবে শুনি,,।

গোপালঃ আপনি পাশের দেশ থেকে চাল আমদানি করুন তাহলে প্রজারা ধানের দাম পাবেনা, ফলে তাদের গায়ে শক্তিও থাকবেনা। দেখবেন দুদিন লাফালাফি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরবে।

কৃষ্ণচন্দ্রঃ সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোন তুলনা নেই।

গোপালঃ সবে আপনার দয়া মহারাজ। এই অধমকে দয়া করে সেবা করার সুযোগ দেন।
এই কৃষ্ণনগরে আপনিই সর্বেসর্বা। আমরা শুধু উপলক্ষ মাত্র।

সভাসদঃ জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়,,,,

#ফান পোষ্ট

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন:
হা হা মজার

২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৭

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

২| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গোপালীরা আছে বলেই না স্বৈরাচারেও মধু মধু!!!

জয় গোপালী! থূরি গোপাল ;)

মাৎসানায়ের গভীর মধ্য রজনী কি অতিক্রান্ত হইতেছে!

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

এ.এস বাশার বলেছেন: ভালো বলেছেন......ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩

এ.এস বাশার বলেছেন: আহ! কি আরাম!
কি নরম বালিশ.....

৪| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৬

ভুয়া মফিজ বলেছেন: তোরা যে যা বলিস ভাই,
আমার বালিশপুরের বালিশ চাই! =p~

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০৮

এ.এস বাশার বলেছেন: আমারও একটা চাই ...... বালিশ...!

৫| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৬

অনুভব সাহা বলেছেন:

গল্পের শুরুটা দারুন ছিল, শেষে পজিটিভ মেসেজ থাকলে ভালো লাগতো। মন্ত্রীতো বরাবরই লোভী, শেষে গোপালও কিনা রাজাকে কুবুদ্ধি দিলো! কৃষ্ণনগর রাজসভার গোপাল তো জনদরদী ছিল, আমাদের বঙ্গদেশের গোপালরা কি তবে স্বার্থপর হয়ে রাজাকে তেল দেয়া শুরু করলো? ভাগ পাবার লোভে?

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

এ.এস বাশার বলেছেন: আমি সরকারের ভাবনাটা তুলে ধরেছি......
আমার মনে হয় জনগন পজটিভ ভাবছে বিষয়টা.......

৬| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ইউরেনিয়াম দেখতে সবুজ। এর রেডিওঅ্যাকটিভিটি আবিস্কারের আগে বাসন কোসন বানাতে ব্যবহৃত হতো। বহু মানুষ এর মূল্য দিয়েছে।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:১২

এ.এস বাশার বলেছেন: হুম ঠিক বলেছেন.....

৭| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথমবার কোন মন্তব্য করিনি এই কারণে যে ছয় হাজার টাকার এই বালিশে মাথা রেখে আপনি কেমন আরাম পান সেটা দেখার ইচ্ছা ছিল। যাক, তাহলে বালিশের দাম আর উপরে উঠানোর বিল পাশ করে দেওয়া যায়, কি বলেন?

এদিকে হাইকোর্ট আবার বিল পাশের ব্যাপারে বাগড়া দিয়ে বসে আছে। নিরিবিলিতে যে একটু দুর্নীতি করবো তার উপায় নাই!

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:১৫

এ.এস বাশার বলেছেন: আসেন সবাই মিলে ঘুমিয়ে থাকি.....বিল পাশ কনফার্ম

৮| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি গরিব মানুষ মশাই, তাই কমেন্টে বালিশ দিতে পারলাম না B-))

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:২৫

এ.এস বাশার বলেছেন: ভাই বালিশ দিতে না পারেন বালিশ উঠিয়ে দিতে পারেন.....
আসেন লাইন দেয়....

৯| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জয় গোপালী! থূরি গোপাল ;) হাহাহাহাহা

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:২৭

এ.এস বাশার বলেছেন: জয় গোপালী, থুরি গোপাল........... ;)

১০| ২৩ শে মে, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: মজার হয়েছে।

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪১

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই....

১১| ২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা বেজায় খাসা গল্প হয়েছে।

পোস্টে চতুর্থ লাইক।

শুভকামনা জানবেন।

২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই......অনেক দিন পর ব্লগে আসলাম আপনার উপস্থিতি পেয়ে ধন্য হলাম.....

১২| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:২৭

মেঘ প্রিয় বালক বলেছেন: বালিশের গল্প আর শেষ হবেনা। বালিশ কত আরামদায়ক,আহ। গল্পটা অনেক মজার ছিলো।

২৫ শে মে, ২০১৯ সকাল ১১:৪৪

এ.এস বাশার বলেছেন: আহাঃ এমন বালিশ! ..........?
ধন্যবাদ প্রিয় বালক...

১৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:১২

রাকু হাসান বলেছেন:

হাহাহাহা দারুণ ভাবে হাস্যরসে জটিল একটি বিষয় তুলে ধরলেন । সত্যিই হেসেছি । এমন ধর্মী পোস্ট মনে হচ্ছে প্রথম পড়লাম আপনার । হাস্যরস পাওয়ার আশা তো করতেই পারি আমরা ।

২১ শে জুন, ২০১৯ দুপুর ২:২২

এ.এস বাশার বলেছেন: অবশ্যই রাকু ভাই ...... পাশে থাকবেন সব সময়....
শুভকামনা রইলো...

১৪| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:২৯

জুন বলেছেন: হে গোপাল তুমি যুগ যুগ জিও
সবাইকে এরপর থেকে ধন রত্ন নয়
বদলে একটা করে বালিশ দিও ;)

২১ শে জুন, ২০১৯ দুপুর ২:৩০

এ.এস বাশার বলেছেন: চমৎকার বলেছেন....
বালিশ কে না চা্য়,
মাথায় নিলেই আরাম পায়!

১৫| ০৮ ই জুন, ২০১৯ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: বালিশ চাই না, বালিশ "উত্তোলনকারী হতে চাই!!! :)
গোপালের বুদ্ধিটাই শেষ পর্যন্ত কাজে দিচ্ছে বোধ হয়!

২১ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৮

এ.এস বাশার বলেছেন: উত্তোলনকারী হওয়াতেই লাভ....
গোপালের বুদ্ধি লাজবাব......
প্রজারা ঘুমাতে শুরু করেছে বোধয়.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.