নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

"প্রাক্তন" - একটি অনুগল্প

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

এ এস বাশার
২১শে ভাদ্র-১৪২৭



আগের মত ঝুলে ঝুলে আর যেতে হয়না। এখন দুটি সিট একজনের জন্য বরাদ্দ। বাসে সিট নেই ইঞ্জিন কাভার ব্যতিত। মেয়েটি কন্টাক্টারকে কি যেন বিড় বিড় করে বলে বাসে উঠে পড়লো। কিছু না ভেবেই মেয়েটি হয়তো রাহাতের পাশে বসে পড়েছে। অলিভ কালারের বোরকা-হিজাব পরিহিত মুখমণ্ডল পরিবেষ্টিত। রাহাতের দিকে তাকিয়ে নিজেকে জড়ষড় করে বসলো মেয়েটি। করোনা কালীন সময় তার পরও প্রতিবাদ করতে মন চাইলোনা রাহাতের। তাই চুপচাপ জানালা দিয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে।
শরতের পরিস্কার আকাশ। মৃদু হাওয়া বইছে। শীতল নিথর প্রকৃতি যেন বাকশক্তি কড়ে নিয়েছে। একটা মৃদু সু-গন্ধ রাহাতের মনকে পুলকিত করছে। চির চেনা ঘ্রান। স্মৃতিতে ভাসছে রাহাত..। জোরে একটা নিশ্বাস ছেড়ে উচ্চারিত হল, মেঘলা................।
পাশ ফিরে তাকাতেই মেয়েটি নেই। গন্তব্য হয়তো তার কাছাকাছি। তার বসার স্থানে একটি ভিজিটিং কার্ড। কার্ডটি হাতে নিয়ে চোখ বুলোতেই নয়ন জোড়া শিশির বিন্দুর ন্যয় ছলো ছলো হয়ে উঠলো রাহাতের।




ছবিঃ অন্তরজাল

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: চমৎকার লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

এ.এস বাশার বলেছেন: অভিনন্দন নিরন্তর..

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪

এ.এস বাশার বলেছেন: কেন ভাই জানতে পারি?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: অণু গল্প ভালো হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৬

জাহিদ হাসান বলেছেন: চালু রাখুন।
পোস্টে লাইক।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৩

এ.এস বাশার বলেছেন: জি...পাশে থাকুন..... ধন্যবাদ জাহিদ ভাই......

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০২

আমি সাজিদ বলেছেন: এই অলিভ হিজাব বোরকা কি মেঘলা? ভিজিটিং কার্ড কেন দিয়ে গেল সে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১০

এ.এস বাশার বলেছেন: জি মেঘলা ছিল। গল্পে সে রকমই বোঝানো হয়েছে। সব ভিজিটিং কার্ড যোগাযোগের মাধ্যম নয়। একজন চাইলেও অন্য জন পারেনা। আশা করি বুঝতে পেরেছেন সাজিদ ভাই। মন্ত্যবের জন্য ধন্যবাদ........

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৫

নেয়ামুল নাহিদ বলেছেন: বাঃ আমার ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৫

এ.এস বাশার বলেছেন: নেয়ামুল নাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ.......গল্পটি ভালো লেগেছে জেনে আনন্দিত......

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্প একবারে অনু হয়ে গেছে। আরেকটু পরিধি বাড়লে অনেকের বুঝতে সুবিধা হতো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

এ.এস বাশার বলেছেন: মাইদুল সরকার ভাই অনুগল্পের ডিটেইলস একটু কমই হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ.....

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

পদ্মপুকুর বলেছেন: আপনার লেখার গুণে দৃশ্যটা বাস্তব হয়ে গেছে। নাটকের দৃশ্য হলে এ সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাঁজতো- মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি.... আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি...

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

এ.এস বাশার বলেছেন: রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে ।।
একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোন দিন ভাবতে ।

মনে পড়ে রুবি রায়!

আপনার লেখার গুণে দৃশ্যটা বাস্তব হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হলে মন্দ হতো না। মন্তব্যে মগ্ধতা।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেন ভাই জানতে পারি?

এখন আবার পড়লাম। এখন একটু একটু ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

এ.এস বাশার বলেছেন: বার বার পড়তে থাকুন পুরো পুরি ভালো লাগবে দাদা.......

১০| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার অনুগল্প। অল্প কথায় একটা ইতিহাস বলা হলো। গল্পের বিস্তৃতি পাঠকের মনে মনে ঘটবে।
৮ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভালো লাগলো।
গল্পে ষষ্ঠ ভাললাগা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.