নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করা হোক

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কে নিয়ে আমাদের দুই দল এত বেশি বিশেষণে বিশেষায়িত করে যে তাঁরা যদি বেঁচে থাকতেন নির্ঘাত লজ্জা পেতেন।



এক দল যে কোন নতুন অথবা ভাল কিছু দেশে তৈরি হলে বা বিদেশ থেকে আমদানি হলেও বলে এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। যা বঙ্গবন্ধুর জীবদ্দশায় কল্পনাও করে নাই। যেমন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, 3G বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।



আবার জিয়াউর রহমান সম্পর্কে অপর দল অতিরিক্ত বেশি উপাধি দিতে গিয়ে উল্টো লজ্জা পাওয়ার মত কাণ্ড করে ফেলেছে। তারা এত দিন না বললেও হুট বলা শুরু করেছে, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।



আসল কথা হল- এসব না বললেও কি মুজিবুর রহমান বা জিয়াউর রহমান সম্পর্কে মান সম্মান কমত? নিশ্চিতভাবেই কমত না। বরং এসব বলার কারনেই এখন উক্ত সম্মানিত ব্যক্তিদ্বয়কে নিয়ে মানুষ আরও বেশি হাসাহাসি করছে।



কেউ মানুক আর নাই মানুক। দুজনেরই বাংলাদেশের প্রতি ছিল অগাধ ভালবাসা।



স্বাধীনতা পরবর্তী কিছু কার্যক্রমের জন্য সমালোচিত হলেও বাংলাদেশ নামক দেশটির সৃষ্টিতে শেখ মুজিবর রহমানের যত বেশি অবদান রয়েছে আর কারও এত বেশি তো দূরের কথা কাছকাছিও নেই। তিনি দেশের স্বাধীনতার জন্য অনেকবার জেল খেটেছেন। স্বাধীনতা পুর্ববর্তী সময়ে এদেশের মানুষের কাছে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা। এটা তিনি হয়েছিলেন তার কার্যক্রম দিয়েই।



আবার স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানও অনস্বীকার্য। তিনি একাধারে স্বাধীনতার ঘোষক ও একজন সেক্টর কমান্ডার। রাজনৈতিক খাতিরে অনেকেই এই বিষয়ে বিতর্ক করবে। আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায়, "জিয়াউর রহমান মৃত্যুর সময় একটি ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছিলেন। অথচ তার পরিবার দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।" এতেই পরিষ্কার জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে দুর্নীতি না করার কারণে পরিবারের জন্য একটি ভাঙ্গা সুটকেসের বেশি কিছু রেখে যেতে পারেননি।



তাদের প্রতি সম্মান জানানোর জন্য উপরোক্ত সামান্য কিছু কথাই যথেষ্ট।

বর্তমানে আমাদের রাজনীতিবিদদের অতিরিক্ত বাড়াবাড়ি তাদের প্রতি নতুন প্রজন্মের অশ্রদ্ধা তৈরির অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।



আশাকরব আমাদের দেশের প্রধান দুই দল তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বাদ দিয়ে তাদের সম্মানকে সংরক্ষণ করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.