![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
পৃথিবীতে সবাই সুখী হতে চায়৷ আসলে সুখ বলতে কি বুঝায় বা কি পেলে সে পুরোপুরি সুখী হবে সে নিজেও হয়ত জানে না৷
কোন কিছু পাওয়ার আশায় কেউ দীর্ঘ সংগ্রামের যখন সে সফল হয় তখন সে সাময়িক পরিতৃপ্ত হয়৷ কিন্তু এভাবে কিছুদিন চলার পর একটা সময় তার আর নিজেকে সুখী মনে হয় না৷ তার অন্য কোন চাহিদা তৈরি হয়৷ ফলে সে আবার নতুন কিছু পাওয়ার আশার ছুটতে থাকে৷
আপনার একটি চাহিদা পুরন হলে নতুন চাহিদা তৈরি হবে৷ এটাই প্রকৃতির নিয়ম এবং কোন কিছুই আপনাকে স্থায়ীভাবে সুখ দিতে পারবে না৷ সুতরাং শুধুই সুখের পিছনে না দৌড়ে যে অবস্থায় আছি সেই অবস্থায়ই সুখ খুঁজে নিতে হবে৷ তাহলেই জীবন উপভোগ্য হয়ে উঠবে৷
©somewhere in net ltd.