নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বেকার সমস্যা সমাধানে জনশক্তি রপ্তানির প্রয়োজনীয়তা

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:২৯

দেশে প্রচন্ড রকমের বেকার সমস্যা৷ কিন্তু সমাধানের কোন উদ্যোগ নেই৷ দেশে যথেষ্ট কর্মসংস্থান না থাকায় বা কর্মসংস্থান অপ্রতুলতায় বিদেশে জনশক্তি রপ্তানি হতে পারত বেকার সমস্যা সমাধানের অন্যতম প্রধান মাধ্যম৷ দেশও অর্জন করতে পারত বৈদেশিক রেমিট্যান্স৷



দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতা নিয়ে কাড়াকাড়িতে ব্যস্ত৷ দেশের উন্নয়ন নিয়ে কারও মাথাব্যথা নেই৷



দেশে কোটি কোটি বেকার তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন! কিন্তু তা দেখার যেন কেউ নাই৷ বর্তমান সরকার একতরফাভাবে ক্ষমতায় থেকে তাদের গদি বাঁচাতে বিভিন্ন পরাশক্তির দালালীতে ব্যস্ত৷ অন্য পক্ষ ক্ষমতা উদ্ধারের জন্য একই রকম দালালীতে ব্যস্ত৷



দেশ নিয়ে বা দেশের জনগন নিয়ে ভাবার কেউ নাই৷ সাধারণ মানুষ কেমন জানি অভিভাবকহীন ভাবে নিজেরা নিজেদের চেষ্টায় যা পারছে করছে৷ আর না পারলে রাজ্যের হতাশা নিয়ে দিনাতিপাত করছে৷



গত কয়েক বছর বিদেশে জনশক্তি রপ্তানি শুধু বন্ধই হয়নি বরং বিদেশ থেকে ফেরতও এসেছে প্রচুর৷ এজন্য নেই কোন সরকারী উদ্যোগ৷ এভাবে চলতে থাকলে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক খাত প্রবাসী রেমিট্যান্স ধীরে ধীরে কমতেই থাকবে৷ আর স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতিও ক্রমে নিম্নমুখী হতে থাকবে৷



সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আকুল আবেদন, শুধু নিজেদের ক্ষমতার কথা নয়, দেশের কথাও চিন্তা করুন৷ দেশের জনগণের কথা চিন্তা করুন৷ বিশেষ করে ক্ষমতাসীনরা শুধু ক্ষমতা জোর করে ক্ষমতা ধরে রাখা নয়, সাথে সাথে প্রবাসীদের কথা ভাবুন, কুটনৈতিক তৎপরতার মাধ্যমে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করুন, দেশের জনগনের কথা ভাবুন৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.