![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
জীবনকে অযথা জটিল করে তুলবেন না৷ পৃথিবীতে আপনি যত সাদামাটাভাবে চলতে পারবেন, জীবনটা ততই শান্তিময় হয়ে উঠবে৷
জীবনে চাওয়া পাওয়াটা যথাসম্ভব কম রাখবেন৷ চাওয়ার পরিমাণ যত কম হবে, তৃপ্তির পরিমাণ ততই বেশি হবে৷
অহংকার না থাকাটাই শ্রেয়৷ অহংকার যত কম থাকবে, মানুষের কাছে আপনার সম্মান ততটাই বাড়বে৷
কারও ক্ষতি হয় এমন কাজ করার চেষ্টা করবেন না৷ কারও ক্ষতি না করলে আপনার ক্ষতিও কেউ করতে গেলে দু'বার ভাববে৷
ফাতনা-ফ্যাসাদে না জড়ানোই ভাল৷ অযথা ঝামেলা যত কম করবেন, ততই নিরাপদ থাকার সম্ভাবনা বাড়বে৷
আমার কথাগুলো মানতেই হবে এটা মনে না করাই ভাল৷ তবে ভেবে দেখার অনুরোধ রইল, হয়ত উপকারে আসতেও পারে৷
©somewhere in net ltd.