নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

জীবনকে ঝামেলাহীন রাখার কয়েকটি টিপস

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬

জীবনকে অযথা জটিল করে তুলবেন না৷ পৃথিবীতে আপনি যত সাদামাটাভাবে চলতে পারবেন, জীবনটা ততই শান্তিময় হয়ে উঠবে৷



জীবনে চাওয়া পাওয়াটা যথাসম্ভব কম রাখবেন৷ চাওয়ার পরিমাণ যত কম হবে, তৃপ্তির পরিমাণ ততই বেশি হবে৷



অহংকার না থাকাটাই শ্রেয়৷ অহংকার যত কম থাকবে, মানুষের কাছে আপনার সম্মান ততটাই বাড়বে৷



কারও ক্ষতি হয় এমন কাজ করার চেষ্টা করবেন না৷ কারও ক্ষতি না করলে আপনার ক্ষতিও কেউ করতে গেলে দু'বার ভাববে৷



ফাতনা-ফ্যাসাদে না জড়ানোই ভাল৷ অযথা ঝামেলা যত কম করবেন, ততই নিরাপদ থাকার সম্ভাবনা বাড়বে৷



আমার কথাগুলো মানতেই হবে এটা মনে না করাই ভাল৷ তবে ভেবে দেখার অনুরোধ রইল, হয়ত উপকারে আসতেও পারে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.