![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রবাসে থেকে মাতৃভুমিকে যে কতটা মিস করতে হয় এটা যে কখনও প্রবাসে আসে নাই সে কল্পনাও করতে পারবে না।
২০১১ সালের কথা। দীর্ঘ কয়েক বছর দেশের বাইরে থাকার কারণে দেশের প্রতিটা বিষয়কে চরমভাবে মিস করছি তখন। চারিপাশের প্রকৃতিটাও কেমন জানি বিরক্তিকর। দেশের গাছপালা-প্রকৃতিও মিস করছি খুব।
হঠাৎ করে একটা মিশনে আফ্রিকা যাওয়ার সুযোগ হল। রিইউনিয়ন গিয়ে বিমান থেকে নেমেই চারিদিকে তাকিয়ে দেখি গাছপালাগুলো কেমন জানি বাংলাদেশের মত। আবহাওয়া বেশ গরম কেমন জানি বাংলাদেশের মত লাগছিল। মনের মধ্যে সাথে সাথে এক অজানা ভাললাগা অনুভুতি কাজ করছিল।
বিমান থেকে নেমে হেলিকপ্টারে করে নামলাম অন্য আরেকটি দ্বীপে। কিছুদূর গিয়েই দেখি লজ্জাবতী গাছ। তখন নিজের মনের মধ্যে এক অজানা প্রশান্তি বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই সেই আবহাওয়া, এই সেই পরিবেশ! যে পরিবেশে আমি বড় হয়েছি। কাউকে কিছু না জানিয়েই দৌড়ে চলে গেলাম লজ্জাবতী গাছের কাছে। ছুঁয়ে ছুঁয়ে লজ্জাবতী গাছ গুলোর পাতাগুলোকে কুঁচকে দিতে লাগলাম। যে রকম করতাম সেই ছেলেবেলায়।
যতদিন সেখানে ছিলাম, দেশের মানুষের মত কাউকে না পেলেও শুধু পরিবেশ ও আবহাওয়া দিয়েই নিজের দেশকে অনুভব করার চেষ্টা করেছি।
আমার মনে হয় প্রতিটা প্রবাসীই দেশকে ঠিক এভাবেই মিস করে।
©somewhere in net ltd.