![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ঢাকা হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরকে তো স্বর্ণের খনি মনে হচ্ছে৷ প্রায় প্রতিদিন কেজি কেজি ওজনের স্বর্ণ পাওয়া যাচ্ছে৷ যার মুল্য কোটি কোটি টাকা৷ আমাদের বিমানবন্দর গুলোতে যত পরিমাণ স্বর্ণ পাওয়া যাচ্ছে, অনেক দেশের স্বর্ণের খনিতেও এত পরিমাণ স্বর্ণ পাওয়া যায় না৷
এতক্ষণ যা বললাম, সেগুলো আটককৃত সোনা৷ তাছাড়াও আরও কি পরিমাণ স্বর্ণ কাস্টমসকে ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হয় এটার কোন হিসাব নেই৷ নিয়মিতই যেহেতু স্বর্ণ ধরা পড়ছে সেহেতু আরও স্বর্ণ নিশ্চিতভাবেই পাচার হয়ে থাকে৷ আমাদের বিমানবন্দর গুলোকে চোরাচালানের অপেক্ষাকৃত নিরাপদ রুট মনে করে বলেই নিয়মিতই তারা স্বর্ণ নিয়ে এই বিমানবন্দর দিয়ে পাচার করতে চায়৷
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
প্রবাসী ভাবুক বলেছেন: জি, সোনার বাংলায় সোনাা পওয়াটা খুব ভাল ব্যাপার৷ কিন্তু অবৈধ পথে আসা সোনা পাওয়াটা নিশ্চয় যুক্তিযুক্ত নয়৷
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭
সংগ্রামী বালক বলেছেন: সোনার বাংলাদেশ।
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
প্রবাসী ভাবুক বলেছেন: সোনার বিমানবন্দর!
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০০
রাজীব বলেছেন: সোনার বাংলায় সোনা পাওয়া যাবে না তো কি পাওয়া যাবে??